পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○や হইয়াছিল, তাহ আমরা অধ্যাপক cĦĦ-( Prof. Sayce )-qż fågfäfvs উক্তি হইতে অনুমান করিতে পারি * । তিনি বলেন, “বৌদ্ধধৰ্ম্মের প্রচারের নিমিত্ত কথিত ভাষাগুলি যখন শীঘ্র শীঘ্র প্রচারিত ও অত্যন্ত সম্মানিত হইয়া আসিতেছিল, খুব সম্ভব সেই সময় সংস্কৃত বৈয়াকরণ ব্যাকরণের উন্নতির নিমিত্ত বদ্ধপরিকর হইয়াছিলেন।” অতি প্রাচীনকাল হইতেই শাব্দিকগণ শব্দসকলের কথিত ভাষা অনুসারে টচারণ ও আকারের পার্থক্যের প্রতি মনোযোগ দিয়া আসিতেছেন । মহাভাষ্যে ও আমরা কত প্রাদেশিক শব্দের ব্যবহার দেখিতে পাই । জৈমিনি তাহার মীমাংসাস্থত্রে প্রদর্শন করিয়াছেন যে, বেদে পৰ্য্যন্ত অপভাষার ব্যবহার দৃষ্ট হয়। পাণিনির স্বত্রে কতকগুলি বিদেশের নাম পাওয়া যায় । ইহাদের মধ্যে কোন কোনটি প্রক্ষিপ্ত হওয়াও অসম্ভব নহে । এই সমস্ত অবস্থা আলোচনা করিয়া আমর অনুমান করিতে পারি যে, যখন নানাবিধ উপভাষা ও বিজাতীয় ভাষা সংস্কৃত ভাষাকে গ্রাস করিতে উদ্যত হইয়াছিল, সেই সময়েই পাণিনির ব্যাকরণ প্রণীত হয়। অন্তত অন্যান্ত দেশের ব্যাকরণের উৎপত্তির বিষয় চিস্তা করিলে, আমাদের এই ধারণাই জন্মে । পাণিনি ব্যাকরণ লিখিতে গিয়া প্রায় সৰ্ব্ববিষয়ে নূতনত্ব প্রদর্শন করিলেও, প্রধা

  • Principles of Comparative Philology.

বঙ্গদর্শন । [ অগ্রহায়ণ । নত চারিটি বিষয়ে আমরা তাহার অসাধারণ পাণ্ডিত্য ও প্রতিভার পরিচয় প্রাপ্ত হই । ( ক ) পাণিনিই শিবহুত্রের + সৰ্ব্বপ্রথম আবিষ্কার ও প্রত্যাহার দ্বারা লেগুলির প্রয়োগ করিয়াছেন। পাণিনির পূৰ্ব্বে কেহই এ প্রতিভা প্রদর্শন করিতে পারেন নাই । সেইজন্তই বোধ হয় পাণি নির টীকাকারগণ ইহা শিবের অনুগ্রহে লব্ধ, এই কথা বলেন । শিবস্থত্রে কিরূপ অসাধারণ প্রতিভার বিকাশ হইয়াছে, একটিমাত্র দৃষ্টান্ত প্রদর্শন করিলেই তাহার যথেষ্ট পরিচয় পাওয়া যাইবে । পাণিনির পূৰ্ব্ববৰ্ত্তী বৈয়াকরণগণ শয়ন, পবন, নায়ক ও পাবক এই চাব্লিট শব্দের সন্ধিবিচ্ছেদের জন্ত চারিটি পৃথক্ স্বরের অবতারণা করিয়াছেন। কিন্তু পাণিমির “এচোইয়বায়াবঃ”(৬১।৭৮ ) এই একটি স্বত্রেই সমুদয় সম্পন্ন হইয়াছে। ( খ ) অনুবন্ধগুলি পাণিনির নিজের উদ্ভাবিত। তাহার পুৰ্ব্বে কোন বৈয়াকরণ অনুবন্ধের ব্যবহার করিয়াছেন কি ন}, জানিতে পারা যায় নাই । কোন প্রাতিশাধ্যেই অমুবন্ধের ব্যবহার দৃষ্ট হয় না । (গ ) পাণিনি অনেক গুলি পারিভাষিক সংজ্ঞার উদ্ভাবন করিয়াছেন। যেমন কৃৎপ্রত্যয়, নদী, স্ত্রী, সংখ্যা, ঘ, ঘি, ঘু, টি প্রভৃতি । (ঘ ) যদিও পাণিনির পূৰ্ব্বে অতি সামান্য পরিমাণে গণের ব্যবহার দৃষ্ট হয়, কিন্তু + অইউৎ, ঋ-ক প্রভৃতি হইতে হলু পর্য্যন্ত বর্ণগুলিকে শিবহুত্র বলে। অইউণ্ড এই কয়েকটি বর্ণ কেবলমাত্র প্রথম ও শেষবর্ণ অর্থাৎ অৰু দ্বারা প্রকাশ করাকে প্রত্যাহার বলে। এইরূপ অঙ্ক, জুছ অটু প্রভূতি ।