পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8२ পাঠক সংগ্ৰহাৰ্থে লিখিত --অন্ত উদ্দেশু সাধনার্থে নহে।” ইহাতে পাঠকসংগ্ৰহ কি হইবে ? যদি হয়, তাহা হইলে নিঃসন্দেহ আমরা বাহবা দিব ; কিন্তু সে বঙ্গীয় পাঠকমহোদয়দিগের বিচার-শক্তি ও গুণগ্ৰাহিতাকে, গ্রন্থকারকে নহে । গ্রন্থাবলী । প্রথম খণ্ড। ৮ঈশ্বরচন্দ্র গুপ্ত-প্রণীত। শ্ৰীমণীন্দ্রকৃষ্ণ গুপ্ত সম্পাদিত । কতিকাতা, ২০১নং কর্ণওয়ালিস্ ষ্ট্রীট, মেডিকেল লাইব্রেরি হইতে শ্ৰীগুরুদাস চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। মূল্য ৪\ চারি টাকা মাত্র । নানা কারণে এই গ্রন্থাবলীর সমালোচনা নিম্প্রয়োজন। পরিচিত ব্রাহ্মণের উপবীত দেখাইবার প্রয়োজন হয়, না। সাময়িক পত্রের সংক্ষিপ্ত সমালোচনার উদ্দেশু, নূতন গ্রন্থকে সাধারণের নিকট পরিচিত করিয়া দেওয়া ; কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত নিজ গুণে এত স্বপরিচিত যে, তাহার আবার নূতন করিয়া পরিচয় দিতে যাওয়া সম্পূর্ণ অনাবশুক । তদ্ব্যতীত, ৮ বঙ্কিমবাবুর লিখিত ষে উৎকৃষ্ট সমালোচনা এই গ্রন্থে সন্নিবেশিত হইয়াছে, তাহার পর আমাদের আর বড় কিছু বলিবারও নাই। বঙ্কিমবাবুর সম্পাদকতায় ইতিপূৰ্ব্বে যখন ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘কবিতাসংগ্রহ’ প্রকাশিত হয়, তখন অনেক কবিতা অশ্লীলতাদোষে मूंबिउ বলিয়া পরিত্যক্ত হইয়াছিল । এই সংস্করণের ভূমিকায় সম্পাদক মণীন্দ্রকৃষ্ণ বঙ্গদর্শন । [ আষাঢ় । | ৰাবু লিথিয়াছেন—“আমরা তাহার সম্পূর্ণ রচনা খণ্ডাকারে প্রকাশ করিতেছি।” ভালই করিতেছেন। অশ্লীল বলিয়া ঈশ্বরগুপ্তের রচনাবলী কাটিয়া ছাটিয়া বাহির করা যদি আবশুক হয়, তাহা হইলে কালিদাস ' শেক্ষপীয়রকেও কাটিয়া ছাটিয়া নাজেহাদ করিয়া বাহির করিতে হয় । এপ্রক: কাজটা আমরা নিতান্তই অসঙ্গত মনে করি মণীন্দ্রকৃষ্ণবাবু তাহার ‘দাদামহাশয়ের’ সম্প রচনা প্রকাশের যে সংকল্প করিয়াছেন,তাহী আমরা সম্পূর্ণ অনুমোদন করি । ত!ে বাংলা সাহিত্যে এমন কদৰ্য্য উন্মুক্ত ঘুণি অশ্লীলতাও আছে, যাহ। সৰ্ব্বথা পরিবর্জনী কিন্তু এরূপ অশ্লীলতা ঈশ্বরগুপ্তের রচন । বড় দেখা ষায় না । ভারতচন্দ্রের বিদ্যামুন? এবং দাশরথিরায়ের পাচালীতে যে প্রেতোচিত অশ্লীলতার ছড়াছড়ি দেখা য' ঈশ্বরচন্দ্রে সেরূপ অশ্লীলতা দেখিয়, বলিয়া মনে হয় না। এইখানে ইহাও বলিী রাখিতে হয় যে, গৌরীশঙ্কর তর্কবাগীশে সহিত র্তাহার যে কবিতাযুদ্ধ হইয়াছিল, બર যাহার কদর্য্যত দেশপ্রসিদ্ধ, তাহার কো কবিতা আমরা পড়ি নাই । | এই সংস্করণে কেবল ষে কবিতাই প্রক শিত হইবে, এরূপ নহে ; কবিতা, নাট{ এবং অন্যান্ত সকল রচনাই প্রকাশিত o সম্পাদক মণীন্দ্র বাবু এরূপ আশা ब्रिाप्झ्न আশীৰ্ব্বাদ করি, তিনি এই সাধুসংকল্পে সফল কাম হউন। gossoms ত্ৰচন্দ্রশেখর মুখোপাধ্যায় ।