পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नयभ-ण२थJी । ] ষ্ট্যাটিসটিক্স-রহস্য। 8›ግ दान করিয়া লইলেই দেখিতে পাইবেন, মনুষ্যচরিত্র সৰ্ব্বত্র একরূপ ! তা বক্ষ্যমাণ সোমবারে বিলাসপুরথানার কথা হইতেছিল । সরকারী কাজ গরীব চৌকীদারদের হাসি-অশ্রুতে মিশামিশি হইয়া ঘণ্টাখানেক চলিয়াছে, কর্ণশীর্ষে রক্ষিত জমাদারসাহেবের খঙ্কিকা গুলি তাহার দস্তক্লেদ দূর করিতে অনেকবার ব্যবহৃত হইয়াছে, বাটার পান প্রায় নিঃশেষিত হইয়াছে, এমন সময়ে ডাকে মহুকুমার হাকিম “জইণ্ট”সাহেবের এক পরোয়ান আলিয়। উপস্থিত । হুকুম, তাহার এলাকার ভিতর কত গদ ভ, ঘোড়া এবং টাটু, আছে, এবং সৰ্ব্বোচ্চ ও সব্বনিম্ন ঘোড়ার মাপ কি –তিন দিনের ভিতর রিপোট করিতে হইবে। জমাদারসাহেব হুকুমট পড়িয়া মনে মনে খালি কটা গজ গঞ্জ করিলেন । তার পর জইণ্ট সাহেব ও দারোগার উদ্দেশে একচোট বিনাম অভিধানবহির্ভূত বিশেষণ প্রয়োগপূৰ্ব্বক একছিলিম তামাকু চড়াইতে পাশ্ববৰ্ত্তী চৌকীদারকে আদেশ করিয়া কনষ্টেবল মেঘুসিংকে তলব করিলেন । মেঘু অনেককাল পুলিসে চাকরী করিয়া বিস্তর অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছিল, থানার অপসরের তার মুঠার মধ্যে বলিলেই হয় । বাস্তবিক ও তাহাদের কোনরূপ ‘মুস্কিল উপস্থিত হইলে মেঘুসিং সিপাহী ভিন্ন আসান’ কেহ করিতে পাতি না । সিপাহী এইমাত্র মান করিয়া আসিয়া খড়মপায়ে তাহtয় মপক শিখাটি ঝাড়িতেছিল, সেই অবস্থায় ইজিরিক্ষেত্রে দেখা দিল । জমাদার সংক্ষেপে সেই কতক বা হুকুম পড়িয়া, কতক ইঙ্গিতে, জইণ্টসাহেবের পরোয়ানার অর্থ তাহাকে জানাইতে না জানাইতে সে ঈষৎ হাসিয়া র্তাহার কানে কানে কি বলিল। অতএব সেদিন চেকীদারের ছাপার ফারমে লিখিত একুশটি প্রশ্নের উত্তর দিয়া সভয়ে দেখিল, আর একটা উৎকট রকমের স ওয়াল তাহাদের জবাবের প্রতীক্ষা করিতেছে । গ্রামে মোট কয়ট ঘোড়া এবং গাধা আছে, এ খবর একরকম করিয়া বলা যায়, কিন্তু কোন ঘোড়াটা কত উচু, সহসা বলিয়া সরকারেয় দুয়ারে কে ফাদে পড়িবে ? চোকাদারের একবাক্যে আপত্তি করিয়া বসিল, এক হস্তী সময় না পাইলে তাহার। সে কথার জবাব দিতে অক্ষম। জমাদারকিষণসহারের মতে এ বেয়াদবির মাফ নাই । শিকারা বিড়াল অতর্কিতভাবে যেমন মুষিকের উপর লাফাইয় পড়ে, সেই ভাবে সহসা তিন চৌকীদরমহলে পড়ি লেন এবং পাশ্বস্থিত বেত্ৰখণ্ড জনকয়েক চোকীদারের পিঠে ও হাতে এরূপ জোরে জোরে বর্ষণ করিলেন যে, তাহাতে র্তাহার নিজের কোমল হাতখানিতে পর্য্যন্ত বেদনার সঞ্চার হইল—এবং তিনি ও তাছার অগ্রগামী দোদুল্যমান উদর যুগপৎ হাফাইতে হাফাইতে যে ভাবে সেই সুদীর্ঘ বারানা পরিক্রমণ করিতেছিলেন, চিত্রকয় কেহ উপস্থিত থাকিলে তাহার সৌন্দৰ্য্যমৰ্ম্ম বুঝিত ! যাহার চোটে ভূত ভাগে এবং সাপের বিষ উড়িয়া যায়, তাহাতে যে গরিব চৌকীদারদের দ্বিধাশূন্য করিয়া দিবে, ইহা আর বেশী কথা কি ? ৰাস্তবিক মেঘুসিংয়ের