পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্য। ] , প্রাচীন লামাজিক চিত্র । כאשג ইত সেই অবস্থায় দণ্ডতাড়িত এবং তাহার করিলে অষ্ট-কৃষ্ণন-(কুচ)-পরিমিত স্বৰ্গতে পশুগুলি অবরুদ্ধ হইত। (আপস্তম্ব) কৰ্শ্বস্বামী ভৃত্যকে নিশ্চিত বেতন কর্থের জাদি, মধ্য ও অবসান, এই তিন বারে ক্রমশ অধিক পরিমাণে প্রদান করিতেন । বেতন নিশ্চয় না করিয়া যদি কোন প্ৰভু ভৃত্যকে দিয়া কাজ করাইতেন, তবে বাণিজ্যকৰ্ম্মে নিযুক্ত ভৃত্য বাণিজ্যের লাভের, গোপালনে নিযুক্ত ভৃত্য গোত্বন্ধের ও কৃষিকার্য্যে নিযুক্ত ভৃত্য" শস্তের দশমভাগ বেতনস্বরূপ পাইত। যে ভৃত্য দেশ ও কালকে অতিক্রম করিয়া কাৰ্য্য সম্পন্ন করে বা যে কাৰ্য্য যথোচিত না করিয়া অন্যথাভাবে করে, স্বামী নিজ ইচ্ছানুসারে তাহাকে বেতনপ্রদান করিতেন। ভূত্য কাজ বেশী করিলে বেশী বেতন পাইত। অল্প ও বস্ত্রদ্বারা পালিত ভৃত্যগণ কৃষিকার্য্যে নিযুক্ত হইলে উৎপন্ন শস্তের পঞ্চমভাগ লাভ করিত। ফলাংশলাভেচ্ছ ভূত্যগণ কৃষিজাত শস্তের তৃতীয়ভাগ প্রাপ্ত হইত। পূৰ্ব্বে যদি বেতন নিৰ্দ্ধারিত না হইত, তবে ‘সমুদ্রযানকুশল’— বাণিজ্যবিজ্ঞ, দেশকালার্থদর্শী পুরুষগণ, যাহা ব্যবস্থা করিয়া দিতেন, প্রভুকে তাঁহাই দিতে হইত। ভৃত্য বেতনগ্রহণ করিয়া কার্যত্যাগ করিলে তাহাকে দ্বিগুণ বেতন প্রভুকে দিতে হইত ; বেতনগ্রহণ না করিয়া কাৰ্য্যত্যাগ করিলে সমবেতন দিতে হইত। প্রতিশ্রত হইয়া কাৰ্য না করিলে প্ৰভু বলপূর্বক ভৃত্যকে কাৰ্য্য করাইতেন এবং বেতনও দিতেন না। বেতনগ্রহণ করিয়া সম্পূর্ণ কাৰ্য্য না করিলেও ভৃত্যকে বলপূৰ্ব্বক अंश कब्रारेड दांश कब्र रहेठ ; उांश न দণ্ডিত হইতে হইত। যথাকথিত কৰ্ম্ম ভূত্য নিজে অথবা অপর “কাহারও স্বারা সম্পন্নকরিয়া না দিলে, ঐ কৰ্ম্ম সম্পন্নপ্রায় হইলেও, প্রভু বেতন দিতেন না। স্বামীর দোষে ভৃত্য যথোচিত কাৰ্য না করিলে, সে সম্পূর্ণ বেতনই পাইত ; কিন্তু নির্দিষ্টকালের মধ্যে নিজের দোষে কাৰ্য্যত্যাগ করিলে কিছুই পাইত না। নির্দিষ্টকালের মধ্যে স্বামীর দোষ না থাকিলে ভৃত্য কাৰ্য্যত্যাগ করিলে স্বামীর নিকট হইতে কৰ্ম্মমূল্য বেতন ত পাইতই না, প্রত্যুত রাজাকে শতপণ কড়ি দণ্ডপ্রদান করিতে হইত ; রাজোপদ্রব ও দৈববিপত্তি ভিন্ন অন্বত্র তাহার দোষে প্রভুর যাহা নষ্ট হয়, তাহা সে প্রভুকে দিতে বাধ্য। এইরূপ স্বামীও যদি দৈবোপদ্রব বিনা নির্দিষ্টকালের মধ্যে ভৃত্যকে ত্যাগ করেন, তবে তিনি ভৃত্যকে সম্পূর্ণ বেতন দিতে বাধ্য হইতেন, এবং রাজাকে শতপণ দণ্ডস্বরূপ দিতে হইত। স্বামী কাৰ্য্য করাইয় ভৃত্যকে বেতনপ্রদান না করিলে রাজ যথোচিত দণ্ডবিধান করিয়া ঐ বেতন প্রদান করাইতে বাধা করিতেন। যে স্বামী পথিমধ্যে শ্ৰান্ত বা রোগাৰ্ত্ত ভৃত্যকে পরিত্যাগ করিতেন, অথবা যিনুি গৃহস্থিত তাদৃশ ভৃত্যকে দিনত্রয় পালন না করিতেন, তিনি রাজার নিকট দগুনীয় হইতেন। স্বধৰ্ম্মত্যাগী ভিন্ন অন্তত্ৰ বিবাহের স্তায় প্রতিলোমদাসত্ব ছিল না। ব্রাহ্মণের অন্ত বর্ণের ন্তায় সবর্ণমধ্যেও দাসত্ব . করিতেন না। শীলাধ্যয়নসম্পন্ন ভিন্ন ব্রাহ্মণ সজাতিমধ্যে কৰ্ম্ম করিতেন ; কিন্তু প্রাগুক্ত অশুভকৰ্ম্মে