পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e একটি মন্তব্য দেখিয়াছিলাম। তাহা এই ‘যে, বঙ্কিমচন্দ্রের গ্রন্থসম্বন্ধে ধারাবাহিক আলোচনার জন্য মধ্যে মধ্যে সভা হইলে 7ভস্থ হয়। আমি ভরসা করি, আমার এই সামান্ত ক্ষুদ্রপ্রবন্ধে ঐ ধারাবাহিক আলোচনার আরম্ভ হইবে, এবং আমা অপেক্ষ যোগ্যতর ব্যক্তিগণ এই আলোচনায় প্রবৃত্ত হইয়া বঙ্কিমবাবুর গ্রন্থের মৰ্ম্ম ধারাবাহিকভাবে প্রচার করিবেন। - বঙ্গীয়সাহিত্যে বঙ্কিমবাবু এমন কোন বিষয়ে হস্তক্ষেপ করেন নাই, যাহা তাহার জ্যোতিৰ্ম্ময় প্রতিভাতে আলোকিত হয় নাই। তিনি যে মাসিকপত্র বাহির করিয়াছিলেন, তেমন জ্ঞানগৰ্ত্ত, সুদূরদর্শী, তেমন লীলাময়বিশুদ্ধরহস্তপূর্ণ, তেমন মনোমদ মাসিকপত্র অদ্যাপি কেহ বাহির করিতে পারেন নাই। র্তাহার সমালোচনায় স্থানে স্থানে কিছু অসঙ্গতিবোধ হইলেও, অদ্যাপি তাহার দ্যায় সমালোচক বঙ্গে দুলভ—উপন্যাসে তিনি ‘নূতন - পথপ্রদর্শক এবং অদ্যাপি বঙ্গীয় ঔপন্যাসিককুলতিলক ; উপন্যাসগুলিতে অপূৰ্ব্ব স্বষ্টিক্ষমতা ও অতুলনীয় কৌতুহলোদীপকতা পরিলক্ষিত হয়। আকাশ যেমন নক্ষত্ররাজিতে সমুজ্জল, বঙ্কিমবাবুর উপন্যাসগুলি তেমনি কবিত্বরত্বে প্রদীপ্ত। ধৰ্ম্মসম্বন্ধে বঙ্কিমবাবু যে সকল গ্রন্থ লিখিয়াছেন,তাহাতেও তাহার পরিপক্ক পাণ্ডিত্য, গভীর চিন্তা ও স্বপ্নদৃষ্টি পরিলক্ষিত হয়। তিনি তাহার ‘আনন্দমঠে উপন্যাসচ্ছলে স্বদেশের জন্ত রাজনীতির যে ব্যাখ্যা করিয়াছেন, তাহ আমরা যতই মনঃসংযোগপূৰ্ব্বক অধ্যয়ন করিব, ততই তাহাতে জ্ঞানলাভ করিতে বঙ্গদর্শন । [ ৬ষ্ঠ বর্ষ, আশ্বিন। পারিব এবং স্বদেশের প্রতি আমাদের কর্তব্যপালনে সমর্থ হইব। সংক্ষেপে বঙ্কিমবাবু বঙ্গসাহিত্যে সম্রাটু ছিলেন । অদ্য আমি তাহার উপন্যাসের সমালোচনা করিব না, তাহার ধৰ্ম্মগ্রন্থের দোষগুণের কথাও কিছু বলিব না, তাহার গদ্যরচনারীতিও আলোচনা করিব না, তাহার আনন্দমঠে নিহিত গভীরতত্ত্বও পৰ্য্যালোচনা করিব না । অদ্য কেবল তাহার স্বদেশীভাবসম্বন্ধে দুইএকটা কথা বলিব। কেন না, বর্তমান সময়ে স্বদেশীভাবের এক মহাতরঙ্গ আমাদের হৃদয়কে অতর্কিতভাবে আলোড়িত করিয়াছে। আমার বিবেচনায় বঙ্কিমবাবু স্বদেশীভাবের একজন আদিনেতা । এমন একদিন আসিয়াছিল, যখন আমরা সহসা বিদেশীয় সভ্যতার আবর্তে নিক্ষিপ্ত হইয়া স্বদেশকে একেবারে ভুলিয়া গিয়াছিলাম। তখন, আমরা রাজনৈতিক স্বাধীনতার সহিত, মানদিক ও নৈতিক স্বাধীনত বিক্রয় করিয়া আপনাদিগকে গৌরবান্বিত মনে করিয়াছিলাম। ইংরেজ যখন ভারতে তাহার শেক্সপীয়ার ও মিণ্টন, বেকন ও নিউটন, বর্ক ও মিল, পিটু ও শেরিডান, বাইরন ও শেলী ব্রাণ্ডি ও তামূপেনের সহিত প্রচার করিল, তখন ভারত মজিল, তখন যেন ভারতচিত্তভূঙ্গ শ্বেতপাদপদ্মের মধুপানবিভোর হইল । তখন ভারত ভাবিল, এতদিন পরে অন্ধকার হইতে আলোকে আসিলাম ; এতদিনু পরে ইংরেজরূপায় কুসংস্কারকুপ হইতে ভারতমাতার উদ্ধার হইল; এতদিন