পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সংখ্যা । ] তামাসার বহি হইয়াছে। অনেকে এই সকল বহির খুব প্রশংসাও করিয়াছেন। দুঃখের বিষয়, এই প্রশংসার কোন হেতু পাই না । আমার অল্পবুদ্ধিতে এবং প্রচুর ধৃষ্টতায় বলিতে হইতেছে, এই সকল ছেলে-ভুলাম বহি ছেলে-ভুলানই হইয়াছে, শিক্ষার সোপান হয় নাই। অধিকাংশের মধ্যে মাথামুও কোন আদর্শ পাই না । কতকগুলা রঙ-বেরঙের চিত্র ছাপাইলেই যদি শিশুশিক্ষা সহজে হইতে পারিত, তাহা হইলে কেবল পট ছাপাইলেও চলিত। উপস্থিত প্রসঙ্গে বিশেষ আপত্তি, বহির লেখা সাজানতে, নানা রঙের কালীতে। শাদার উল্টা কাল বলিয়াই জানি। . এই সকল বহিতে শাদার উণ্ট লাল, সবুজ, হলছে, বেগুন্তে, প্রায় সব রঙই দেখিতে পাই। বাস্তবিক বর্ণজ্ঞানসম্বন্ধে আমরা উন্নতি করিতে পারি নাই। কএকবৎসর পূৰ্ব্বে ‘প্রবাদী’তে লিখিয়াছিলাম, অনেক লোক সবুজ, নীল ও কাল রঙের প্রভেদ বুঝিতে পারে না। আমার মনে হয়, ইহারই ফলে কৃষ্ণবর্ণ ঐকৃষ্ণের গাত্রবর্ণ নীল, এবং মহিষমৰ্দিনীর প্রতিমার অমুরের গাত্রবর্ণ হরিৎ হইয়াছে, কৃষ্ণবর্ণ স্ত্রীরামচন্দ্রের বর্ণের উপমা নবদুর্বাদলে দেখিতে হইয়াছে। চোখে বর্ণজ্ঞানের অভাব এই সব দৃষ্টাস্তের মূল । চোখে বর্ণজ্ঞান মামুষের স্বষ্টি হইতেই হয় নাই। বর্ণজ্ঞানের ক্রমবিকাশ হইয়াছে। প্রমাণ, শিশুর বর্ণজ্ঞানের বিকাশে স্পষ্ট পাওয়া যায়। বর্ণজ্ঞান ও স্বরজ্ঞান প্রায় একই রকমের । কাহারও প্রকৃতিদত্ত স্বল্পজ্ঞান থাকে। সে অকেশে গান গাইতে শিখে। কেহ বা বহুকাল গর্দভ-চাংকার জামাদের দৃষ্টিশক্তি। sat করিয়াও কানে স্বরের প্রভেদ ধরিতে পারে না । এরূপ বৈষম্য আছে এবং থাকিৰে । প্রকৃতির দান মুক্তহস্তে নহে, সাধারণে সমান নছে। পূর্বজন্মের কর্মফলেই হউক, আর স্বষ্টির নির্বাচন-সার অভিব্যক্তিতেই হউক, শেষ ফল একই। এইজন্ত দেখা গিয়াছে, যে চিত্রকলাশালায় চিত্র আঁকিতে রঙ ফলাইতে শিখিয়াছে, সেও অতর্কিতভাবে সবুজকে নীল এবং নীলকে সবুজ মনে করিয়াছে। তথাপি শিক্ষাদ্বারা সারিগামা স্বর-জ্ঞান জন্মিতে পারে, বর্ণজ্ঞানও পারে। এখানকার কলেজের যুবকদের বর্ণজ্ঞান পরীক্ষা করা গিয়াছিল। নানা রঙের উর্ণার গুছি লইয়া এই পরীক্ষা করা গিয়াছিল। ফল দেখিয়া আশ্চৰ্য্যবোধ হইয়াছে। ৬৯জনের মধ্যে দুই জন লাল-সবুজ বর্ণান্ধ, ৩১জন ঈষৎ সবুজ ও ঈষৎ নীলের হঠাৎ প্রভেদ বুঝিতে• অক্ষম । 'শেষোক্ত দলে ওড়িয়া-ছেলে বেশী । { যার চোখ ভাল, তার কাছে অl-হরিৎ ও আ-নীল বর্ণে অনেক প্রভেদ । সেতার বাজানায় কলাবৎ যেমন রাগিণীবিশেষে মধ্যম স্বরের একটু উচুনীচুতে কানে শূলবেদন অনুভব করে, তেমনই যার বর্ণজ্ঞান আছে, সে আ-হরিৎ ও অ-নীলের মধ্যে মস্ত প্রভেদ দেখে। • যাহা হউক, এই পরীক্ষার পূৰ্ব্বে আমার মনে হয়নাই যে, আমাদের দেশেও বর্ণান্ধ লোক অস্তুত শতকরা হইজন হইবে । লাল-- সবুজ-বর্ণান্ধের চোখে লাল ও সবুজ একইরকম দেখায়। কেহ কেহ গঢ়ি লাল ও গাঢ় সবুজ পৃথক্ করিতে পারে। কিন্তু ঈষৎ লাল ও S DBBS BGBBS BBBBS BBBH DDBB BBDD DDD BBBB BB SBB DBBB DDDttiD Di DDi BBB BBS কিন্তু সংখ্যাগুৰি ঐক্ষপ। סא