পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३० . ways and Land ), Kotocos; জমিদারী: স্বত্ব বিশগুণ পণে খরিদ করিতে হইলে ২•• হইতে ২৬০ মিলিয়ন পাউণ্ড লাগিতে পারে, গণনা করিয়াছিলেন। কিন্তু জমির যাহা মোট মূল্য, তাহার অৰ্দ্ধেক গবমেন্টের প্রাপ্য, এরূপ ধরিলে জমিদারগণকে ২•• অথবা ২৬০ পাউণ্ডের অনেক কম টাকা দিলেই কার্যোদ্ধার হইতে পারে, এরূপ ইঙ্গিত করিয়াছিলেন। যাহা হউক, এই প্রস্তাব যে গবমেণ্ট গ্রহণ করিবেন, তাহ বোধ হয় না। -আর একজন সাহেব বলেন যে, বঙ্গের জমিদারগণকে কেবলমাত্র ১০০ মিলিয়ন্‌ পাউণ্ড এবং প্রজাদিগের ঋণ পরিশোধ করিবার জন্ত আর ১০০ পাউণ্ড দিয়া, नभूमय्य “ о о মিলিয়ন পাউণ্ড, দিয়া জমিদারী খাস করা যাইতে পারে। একেবারে সমুদয় জমি এক সময় খাস করা অবিশুক হইবে না। ক্রমশ খাস করিলে চলিতে পারে । উপস্থিত বিলে ভাল ও মন্দ শ্রেণীতে" জমিদারগণকে বিভাগ করা হইতেছে। বঙ্গ দেশে ক্রমে এরূপ আইন হইতে পারে যে, যদি কোন মন্দ জমিদারকে প্রজ খাজনার অৰ্দ্ধেকের (বা অন্ত কোন নির্দিষ্ট অংশের ; পনর গুণ, বা অন্ত কোন নির্দিষ্ট,পণ টাকা দেয়, তার হইলে তাহার জন্ম চিরকাল জমিদারের হস্ত হইতে উদ্ধার হইবে ; খাজুনার অবশিষ্ট অৰ্দ্ধেক বা নির্দিষ্ট অংশ প্রজা গব মেণ্টকৈ বৎসর বৎসর দিবে। যে সকল প্রজা ' জমা উদ্ধার করিবার জন্য গবমেন্টের নিকট কৰ্জ চাহিবে, তাহারা নিজের জমি বুদ্ধক দিয়া গবমেন্টের কাগজের স্বদের হারে হং দিয়া নির্দিষ্ট মেয়াদে ঋণ পরিশোধ করার সৰ্বে বঙ্গদর্শন। ['৭ম বর্ষ, বৈশাখ, ১৩১৪। গবমেণ্টের নিকট টাকা ঋণ পাইবে। গবমেণ্ট ঐ টাকা নুতন "লোন্‌ ইস্ক” করিয়া, অর্থাৎ সাধারণ লোকের নিকট ঋণপত্রের দ্বারা ধার লইয়া, প্রজাকে কৰ্জ দিবেন। ইহার ভিতর যে সকল স্বল্প-কথা তুছে, তাহার আলোচনা আপাতত নিম্প্রয়োজন বোধে এখানে উল্লেখ করিলাম না। গব, মেণ্ট এইরূপে প্রতি বৎসর নির্দিষ্টপরিমাণ টাকার লোন ইমু করিয়া এবং প্রজাল নিকট ঋণের টাকা ক্রমশ আদায় করিয়া ক্রমে ক্রমে , সহজেই রঙ্গের জমিদারকুলকে একেবারেই বিলুপ্ত করিতে পারেন। প্রথমে যাহা মন্দ জমিদ্বারের প্রতি প্রয়োগ হইবে, পরে তাহ সমুদয় জমিদারপক্ষে খাটিবে। জমিবিভাগ । - বঙ্গে ১৮৮৫ সালের Actএর যখন পাণ্ডুলিপি २ ।। Tenancy প্রকাশিত কুইয়া নানা তর্কবিতর্ক হয়, তখন প্রাঙ্কু ৮রাণাদে ( Ramade একটি কথা তুলিয়াছিলেন। তাই পরে তাহার ভারতবর্ষের ধনতত্ত্বসম্বন্ধীয় - পুস্তকে প্রকাশিত হয়। তাহা এই—প্রশিয়াতে ১৮১: সালে ( Har denburg) হার্ডেনবর্গ প্রজাস্বত্বযুক্ত জমির মধ্যে মেয়াদি তুমি হইতে অৰ্দ্ধেক এবং পৈতৃক জনি হইতে এক তৃতীয়াংশ জমিদারকে দিবার এবং অবশিষ্ট অৰ্দ্ধেক রা দুই তৃতীয়াংশ । প্রজাকে দিবার ব্যবস্থা করিয়াছিলেন। বঙ্গদেশে গবমেণ্ট যদি ঐরুপ একটা ব্যবস্থা 尊。 করেন, তাহ হইলে জমিদারদিগের বড়ই বিপদ হইবে । কিন্তু এ বিধান বঙ্গদেশে করা হইবে, তাহার তত আশঙ্কা নাই। কারণ প্রশিয়াতে এই সকল জমির প্রত্নাগণ জমিদারকে শ্রম ও অর্থ উভয়ই দিতে বাধ্য ছিল। তবে