পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& So বঙ্গ ভাষার ইতিহাস। নাম কমলাকান্ত দেব ও পিতামহের নাম সুধাকর দেব। কাশীরাম দেব একজন পরম কৃষ্ণভক্ত ছিলেন এবং অনেকে অনুমান করেন যে, কৃঞ্চ প্রীত্যর্থই মহাভারত রচিত হইয়াছিল। গ্রন্থকর্তা নিজ কবিত্বশক্তি প্রকাশ বা যশোকীৰ্ত্তি স্থাপনার্থ ইহার প্রণয়নে রত হন নাই । বস্তুতঃ মহাভারতের রচয়িত কৃত্তিবাসের ন্যায় আমি পণ্ডিত * আমি কবি’ ইত্যাদি গৰ্ব্বব্যঞ্জক শব্দ কলাপ লিখিয়া ভদ্র জনোচিত কার্য্যের বৈপরীত্য দর্শন নাই। র্তাহার রচিত ভারতের প্রত্যেক স্থানে নমতাব্যঞ্জক বর্ণসমূহ লক্ষিত হয়। দেব কবির ছন্দ প্রণালী পূর্ববর্তী কবিগণ অপেক্ষ বিশুদ্ধ। কিন্তু কবিত্বগুণে মুকুন্দরাম চক্রবর্তীর্ণ র্তাহার অপেক্ষ উৎকৃষ্ট ছিলেন। একটা জন-প্রবাদ যে, কাশীরাম দেব ভারত লিখিতে আরম্ভ করিয়৷ বিরাটপৰ্ব্ব শেষ করিতে না করিতেই জীবলীলা সম্বরণ করেন। মৃত্যুকালে আরব্ধ ভারতের অবশিষ্টাংশ রচনার ভার নিজ জমা তার প্রতি অর্পণ করিয়া যান। কতকগুলি লোক এই বিব