পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*भ अ१* । ] বৈশ্ব-সাম্রাজ্য - » ፃ¢ তাহার প্রচণ্ড গুপ্তবাহিনী পরাজিত ও গুপ্তসাম্রাজ্যের স্বধৃঢ় ভিত্তি স্থানচ্যুত করিতে সমর্থ হইয়াছিলেন; সম্ভবতঃ এই সময়েই গুপ্তসম্রাটু অযোধ্যাপ্রদেশে রাজধানী পরিবর্তন করিতে বাধ্য হইয়াছেন। যাহা হউক, বিচক্ষ কৗশলে ও বীর্যবত্তায় এ যাত্র পুষ্যমিত্ৰগণের সমবেত উন্থ পুষ্যমিত্রগঞ্জ পরাজিত হইলে ব্রাহ্মণের পঞ্চনদবাসী ভূণগণের আশ্রয় , লেন। পাশ্চাত্য ঐতিহাসিকগণ এই জাতিকে ভারতবহির্ভূক্ত বলিয়া স্থির করিয়াছেন। কিন্তু আমরা এই জাতিকে অসভ্য বর্বর ইঞ্জি মনে করি না। তুণরাজ তোরমাণ ও মিহিরকুলেব যে সকল শিলালিপি অ য়াছে, তৎপাঠে তাহাদিগকে ব্রাহ্মণভক্ত ও পবম শৈব বলিয়াই প্রতি রাজপুতকুলের মধ্যে হ্ণও একটা। মিহিরকুলেব মিহিব শব্দ হইতেই ষ্ট্র শাকদ্বীপীয় সৌর বলিয় মনে হইবে । শাকদ্বীপী ব্রাহ্মণ বিবরণে ত য়াছি যে, প্রায় তিন সহস্ৰাধিক বর্ষ পূর্ব হইতে পঞ্চনদে শাকদ্বীপীয় চাীি সমাগম ঘটিয়াছিল। যে শাকলে তোরমাণ ও মিহিবকুলের রাজধা অতি পূর্বকাল হইতে ঐ স্থান শাকদ্বীপীয়গণের অধিষ্ঠান-কেন্দ্র বলিয়া ནཱ་ཧྱ་ཤཱི་རྩ ছিল। যাহা হউক, পুষ্যমিত্রবংশীয় শাকদ্বীপী ব্রাহ্মণগণ গুপ্তসম্রাষ্ট্রেনিকট পরাজিত হইলেও তোরমাণ ও মিহিরকুলপ্রমুখ শাকক্ষত্রিয়গণেব তীক্ষ্মতাচারে গুপ্তসাম্রাজ্য ধ্বংসমুখে পতিত হইয়াছিল, সে সংবাদ পূর্বেই দুঃছি * , বালাদিত্য বসুবন্ধুর নিকট বৌদ্ধধৰ্ম্মে দীক্ষিত হইলেও ব্রাহ্মণের বি গুপ্তসাম্রাজ্য হতশ্ৰী ও হতবল দর্শন করিযী আবাব শাকদ্বীপীয় প্রতি ভক্তি ও সম্মানপ্রকাশে অগ্রসর হইযাছিলেন। বহুতর শাকস্ট্রঞ্জ তাহার নিকট শাসনগ্রাম লাভ করিয়াছিলেন, তাহ আমরা দেওবর 縣 হতে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি হইতে প্রকাশ করিয়াছি। ণ অধিক সন্থকেবল যশোধৰ্ম্ম প্রভৃতির সহায়তা বলিয়। নহে, শাকদ্বীপী ব্রাহ্মণসাহায্যে ওঁঠু" গুপ্তসম্রাট, বালাদিত্য মিহিরকুলকে পরাজিত ও বন্দী করিতে সমর্থ যাহা হউক প্রথমে পুষ্যমিত্রবংশ ও তৎপরে মিহিববংশের প্রচণ্ড । শক্তি যেরূপ ক্ষয় হইয়া আসিয়াছিল, তাহ আর পু স্বযোগ পাইল না। গুপ্তসাম্রাজ্যের চারিন্থিৰে

  • বঙ্গের জাতীয় ইতিহাস ২য় ভাগ, শাকদ্বীপপুঞ্জ + ձ: δή હૈ.

{