পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬ বঙ্গের জাতীয় ইতিহাস [ծաց-աte মস্তকোত্তোলন করিয়া স্বাধীনতা ঘোষণা করিলেন, র্তাহীদের মধ্যে মালবাধিপতি যশোধৰ্ম্ম প্রধান। তিনি অল্প দিনমধ্যেই পূর্বে ব্রহ্মপুত্র ও পশ্চিমে আরবসমুদ্রতীরবর্তী সমুদায় ভূভাগ জয় করিয়া বসিলেন। এদিকে খৃষ্টীয় ৫ম শতাব্দীর শেষ ভাগে ও ষষ্ঠ শতাব্দীর প্রারস্তে স্বরাষ্ট্র অঞ্চলে মৈত্রকবংশ শাসনশক্তি বিস্তার করিতেছিলেন। মালবে যশোধৰ্ম্ম ও পশ্চিম ভারতে মৈত্রকবংশের অভু্যদয়ে হীনবল গুপ্তসম্রাট গণ ক্রমে ক্রমে সকল অধিকার হইতেই বিচু্যত্ব হইলেন । পাটলিপুত্রবাসী গুপ্তসম্রাটবংশীয় কেহ কেহ গৌড় ও বঙ্গে আসিয়া আধিপত্য বিস্তারে চেষ্টা করিতে লাগিলেন। মাললে তাহদের যে আমীয়গণ আধিপত্য করিতেছিলেন, তাহারাও রাজ্য হারাষ্টয় উত্তর পথে স্থাধীশ্বরের সভায় অtশ্রয় লইলেনী স্থানীশ্বরের ধৰ্দ্ধনবংশের প্রভাবে মালবের গুপ্তবংশ কিছুকাল পূর্বমগধে প্রতিষ্ঠিীরছিলেন । 级 . . * লিখিয়াছি যে বৰ্দ্ধনবংশ প্রথমে সৌর, তৎপরে শৈব এবং শেষে বৗদ্ধ হইয়াছিলেন । যতদিন সম্রাটু হর্ষবৰ্দ্ধন ব্রাহ্মণ ও শ্রমণে কোন পার্থক্য রাখেন নাই, ততদিন বৰ্দ্ধনবংশের উপর ব্রাহ্মণ- , সমাজের বিদ্বেষের কোন কারণ উপস্থিত হয় নাই । কিন্তু যখন প্রয়াগের স্যায় একটা প্রধান ব্রাহ্মণতীর্থে সকল ধৰ্ম্মাবলম্বীর সমক্ষে সম্রাট সর্বপ্রথম বুদ্ধমুৰ্বি প্রতিষ্ঠা করিলেন এবং বৌদ্ধ শ্রমণ ও ভিক্ষুগণকে এক প্রকার সর্বস্ব দান করিয়া বৌদ্ধভক্তির পরাকাষ্ঠ প্রদর্শন করিলেন, তখন বিজ্ঞব্রাহ্মণ সমাজের ধৈর্য্যচ্যুতি ঘটিল। বিশেষত: যখন হর্ষবৰ্দ্ধন স্বয়ং বৈদিক বিপ্ৰগণের সর্বপ্রধান উপাত দেবতা ইন্দ্রের বেশ ধারণপূর্বক বুদ্ধপ্রতিমার পরিচর্য্যায় নিযুক্ত হইলেন, তখন আর তাহদের ক্রোধের পরিসীমা রহিল না । বৰ্দ্ধনসম্রাটের প্রাণবিনাশের জন্য র্তাধর গুপ্ত ঘাতক নিযুক্ত করিলেন । শুভা বৰ্ত্তনসারণ্যের পত্তন-ৰায়ণ সে কথা পূর্বেই জানাইয়াছি । আপনাদের উদ্যম ব্যর্থ হইল দেখিয়! কুটনীতিবিৎ ব্রাহ্মণগণ ঐহর্ষের প্রধান মন্ত্রী অরুণাশ্বকে হস্তগত করিলেন। এই ব্রাহ্মণ

  • নাই, কিন্তু হর্ষের জীবনপ্রদীপ নির্বাণের সঙ্গে সঙ্গে অরুণাশ্বই

আর্ষাবর্বের পঞ্জলিয়ছিলেন। চীনরাজদূতের প্রতি তিনি যেরূপ অভদ্রোচিত্ত কঠোর ব্যবহার করিয়াছিলেন, তাহ হইত্তে উছার দারুণ বৌদ্ধ f :