পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১১৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । জুখিনী । সম্ভবতঃ প্রসিদ্ধ শুামানন্দই “দুখিনী”-ভণিতায় পদ-রচনা করিয়াছিলেন। শুামানন্দের জন্ম ১৫৩৪ খৃষ্টাব্দে। চাদ-বদনী নাচ ত দেখি তাক তাক থোই থোই তিনিকিট তিনিকিটি বা । দিগ দিগ দিগ দিগ দিগ দিগ দিগ দিগ থোই দৃমি দৃমি দৃমি দৃমি দৃমি দৃমি দৃমি কি দৃমি তাক তাক তাক তাক গিড় গিড় গিড় গিড়, গিড় গিড় গিড় গিড় তন্ত দিমিত তাত থোই তিনিকিটি বর্ণ ॥ ধ্রু ॥ না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চীর। দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জীর ॥ (১) বিষম সঙ্কট-তালে বাজাইব বঁাশী । ধনু-অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী ॥ হারিলে তোমার লব বেশর র্কাচলি । জিনিলে তোমারে দিব মোহন মুরলী ॥ যেমন বলেন শুাম-নাগর তেমনি নাচে রাই। মুরলী লুকান শুম চারিদিগে চাই ॥ সবাই বলেন রাইয়ের জয় নাগর হারিলে। দুখিনী কহিছে গোপী-মণ্ডলী হাসালে ৷ শুমি তোমারে নাচতে হবে দিগেদা ধেন কাট থোর লাগজিগ বা । উড় তাড়া থোই ঝুনুর ঝুনুর ঝুনু ঝুম্ ঝুম্ ঝুনু ধোই ধোই ধোই গিড় গিড় গিড় গিড় গিড় গিড় গিড় গিড় তিস্তা দিমিতা তাত থোরি কাটা বৰ্ণ ॥ ধ্রু ॥ না নড়িবে গণ্ড মুণ্ড নুপুরের কড়াই। না নড়িবে বনমালা বুঝিব বড়াই ॥ না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ডল। না নড়িবে নাসার মতি নয়নের পল । (১) এত দ্রুত নাচিবে যে নুপূরের শব্দ হইবে না।