পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান—চৈতন্য-চরিতামৃত—১৬০৬-১৬১৫ খৃঃ। SReసి লাবণ্যামৃত-ধারায় তদুপরি স্নান। নিজ-লজ্জা শুাম-পট্টশাটী পরিধান ॥ কৃষ্ণ-অনুরাগে রক্ত দ্বিতীয় বসন । প্রণয়-মান-কষ্ণুলিকায় বক্ষ আচ্ছাদন ॥ সৌন্দৰ্য্য-কুঙ্কুম সখী-প্রণয়-চন্দন। স্মিত-কান্তি-কপূর তিনে অঙ্গ বিলেপন। কৃষ্ণের উজ্জল রস মৃগমদ-ভর। সেই মৃগমদে বিচিত্রিত কলেবর ॥ প্রচ্ছন্নমান বাম্য ধৰ্ম্মিল্য-(১) বিদ্যাস। ধীরা ধীরাত্মক গুণ অঙ্গে পট্টবাস ॥ রাগ-তাম্বল-রাগে অধর উজ্জ্বল। প্রেম-কৌটিল্য-নেত্রযুগলে কজ্জল। সুদীপ্ত সাত্ত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী। এই সব ভাব-ভূষণ সব অঙ্গে ভরি ॥ কিল কিঞ্চিতাদিভাব বিংশতি ভূষিত । " গুণশ্রেণী পুষ্পমালা সৰ্ব্বাঙ্গে পূরিত ॥ সৌভাগ্য-তিলক চারু ললাটে উজ্জ্বল । প্রেমবৈচিত্র্য-রত্ন হৃদয়ে তরল ॥ " - o . . . . . . .» মধ্যবয়স্থিত সখী-স্কন্ধে কর-স্যাস। . কৃষ্ণলীলা-মনোবৃত্তি সখী আশ-পাশ ॥ নিজাঙ্গ-সৌরভালয়ে গৰ্ব্ব-পর্যাঙ্ক। তাতে বসিয়াছে সদা চিন্তে কৃষ্ণ-সঙ্গ ॥ কৃষ্ণনাম গুণ-যশঃ অবতংস কাণে । কৃষ্ণনাম গুণযশঃ প্রবাহ বচনে ॥ কৃষ্ণকে করায় শুাম-রস-মধু-পান। নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সৰ্ব্ব কাম৷ কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্বের আকর। অনুপম গুণগণ পূর্ণ কলেবর। (3) খোপা l & R