পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—কৃষ্ণকমল গোস্বামী—জন্ম ১৮১০ খৃঃ । >○>> হায় হায় ! প্রতীকার করে কেবা কার? সে বাকার বুঝি এই ছিল মনে। দেখি কলাবতীগণ হ’য়েছে বিকল, অবিকলা যেন কলানিধির কলা, সহজে সরলা গোপকুলবালা, পশ্চাৎ না গণি ঘটায়েছে জ্বালা ; কুটিল কালার প্ৰেম-ফুল-বনে, বিচ্ছেদ-ভুজঙ্গ ছিল তা না জেনে, কুমুমের লোভে পশিয়ে সে বনে, ভুজঙ্গ-দংশনে ম’ল কি প্রাণে । মরি ! যে রাধার রূপ বাঞ্ছে শ্ৰীপাৰ্ব্বতী, যার সৌভাগ্য-গুণ বাঞ্ছে অরুন্ধতী 3 যার স্থানে ব্ৰজ-যুৱতী-সংহতি, শিক্ষা করে কলাবিলাস-সন্ততি ; যে রমণী রমণীর শিরোমণি, শুাম-গুণমণির হিয়ার হৈমমণি, (১) হায় ! সে রমণীর দশা দেখিয়ে এমনি, —কোন রমণী ধৈর্য্য ধরে বা প্রাণে ! রাগিণী—মনোহরসাহি, তাল—লোভা । হায় গো ! যে ধনী আছিল শু্যামের হিয়ার হার, —( বঁধুর হিয়ার ধন আজ ধূলায় পড়ে গো )— মরি মরি ! হরি-হারা হয়ে হেন দশা কি তাহার! হায় গো ! কষিত কনক জিনি তনু-কান্তি ছিল ; —( সোণার বরণ কাল হ’ল গো,—কাল ভেবে )— হেম-কমলিনী কেন মলিনী হইল ! হায় গো ! কোটি চন্দ্র জিনি ধনীর মুখ-চন্দ্র শোভা ; —( দশা দেখে কি পরাণে মানে গো,—বিনোদিনীর )– সেই মুখ-চন্দ্ৰ আজি দেখি হত-প্রভা ! হায় গো ! নাটুয়া খঞ্জন জিনি নয়ন চঞ্চল, –( এনা-নয়ন মনমোহনের মন-মোহ গো )— সে নেত্র-যুগল দেখি হয়েছে আচল ! (১) ‘মরি ! যে রাধার রূপ..হৈমান—এই ছয় ছত্র রূপান্তরিত ভাবে চৈতন্ত-চরিতামৃত হইতে গৃহীত।