পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশিষ্ট—বিবিধ গান।
১৯০১

শূন্যপুরী রৈতে নারি তার করিব কি।
অশোক-বনে ছিলেন যেমন জনক-রাজার কী॥
ব্যথিত কুলে মন্দ বলে কেউ না করে দেখা।
ভাং ঘুটিতে জন্ম গেল তাও ললাটের লেখা॥
বৎসর কত হলো গত করছে হরের ঘর।
চল গিরি আন্‌তে গৌরী কৈলাস-শিখর॥

হিমালয় বলে হায় শুন মেনকা রাণী।
স্বপনের কথায় কেন হোচ্ছ পাগলিনী॥
নিশির ঘুমে মনের ভ্রমে স্বৰ্গ মর্ত্ত্য দেখে।
স্বপ্নকালে রাজা হলে কতক্ষণ থাকে॥
সেই জামাতা পাগল বেটা পরছে বাঘের ছাল।
বম্ বম্ বম্ ফিরছে সদা বাদ্য করে গাল॥
বৃদ্ধ যেমন করছে গমন বলদ সঙ্গে চলে।
কথায় সঙ্গে কেউ না পারে পঞ্চমুখে বলে॥
নাহিক লাজ ফকীর-সাজ ফিরে সর্ব্বদেশ।
ভাঙ্গ্‌ ধুতুরায় মত্ত জটিল তপস্বীর বেশ॥
কন্যা হলে বিভা দিলে গোত্রত্যাগী হয়।
থাক তোর এমন প্রাণে নাইকো লাজের ভয়॥
ইচ্ছা যদি থাকে তোর মর্‌ছিস্‌ কেন দুঃখে।
যা কৈলাসে মেয়ের কাছে থাক্‌বি গিয়ে সুখে॥
বৃষে চড়ি দড়াদড়ি ফির্‌বি নানা দেশ।
দেখ্‌বি গৌরী ত্রিপুরারি থাক্‌বি বড় বেশ॥
গত বৎসর আমার সঙ্গে করেছে লড়ালড়ি।
ফিরে পুনঃ যেতে বল সেই জামাতার বাড়ী॥

রাণী কয় উচিত নয় দুষ্ট তোমার হিয়া।
কে হয়েছে এত কঠিন কন্যা বিভা দিয়া॥
দুষ্ট লোকের নষ্ট কথা কুশল না হয় যাতে।
যাহার নিকটে প্রাণ সঁপেছ মান কর তার সাথে॥
সে যে দেব-দেব মহাদেব বসে সর্ব্ব ঘটে।
ত্রিভুবনের গঙ্গা ছিল কোন্‌ দেবতার জটে॥
বিভার রাত্রে দেখতে জামাই মূর্ত্তি অনুপাম।
গোকুলের গোবিন্দ কিবা অযোধ্যার রাম॥