পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> X8 বন্দিনী রাজনন্দিনী ভয়ে প্রিন্স রাডিশ্নভ পুনৰ্ব্বার গুলী চালাইতে পারিলেন না। র্তাহার আদেশে চাকরের স্মিথকে ধরিবার জন্ত দেউড়ীর দিকে দৌড়াইতে আরম্ভ করিল। স্মিথ গুলী খাইবার ভয়ে মাথা গুজিয়া, রুল হাতে লইয়াই উৰ্দ্ধশ্বাসে দেউড়ীর দিকে ধাবিত হইল । একজন দারোয়ান জমকাল পোষাক পরিয়া দেউড়ীতে বসিয়া পাহার দিতেছিল ; পশ্চাতে ‘ধর ধর’ শব্দ শুনিয়া সে তাড়াতাড়ি উঠিয়া দাড়াইল, এবং স্মিথ দেউড়ীর সম্মুখে উপস্থিত হইবামাত্র, তাহাকে দুই হাতে জড়াইয়া ধরিল ; কিন্তু স্মিথ তখন ‘মরিয়া হইয়া উঠিয়াছিল। দারোয়ানের কবল হইতে মুক্তিলাভের উপায় নাই দেখিয়া সে তাহার সম্মুখে বসিয়া-পড়িয়া, হাতের রুল দিয়া তাহার তলপেটে এমন ভীষণ খোচা মারিল যে, প্রহরীটার মনে হইল—সেই খোচায় তাহার পেট ফুটা হইয়া নাড়ী-ভুড়ী বাহির হইয়া গিয়াছে। সে আৰ্ত্তনাদ করিয়া স্মিথকে ছাড়িয়া দিল, এবং দুই হাতে পেট চাপিয়া ধরিয়া, আমাশার রোগীর মত মুখভঙ্গী করিয়া দেউড়ীর সম্মুখে বসিয়া পড়িল । অন্তান্ত ভূত্যেরা তাহার সম্মুখে আসিয়া যখন রাগ করিয়া বলিল, “কি অন্তায় ! খুনেটাকে ছাড়িয়া দিলে ?” —তখন সে হতাশ ভাবে উত্তর করিল, “সিংএর গুতায় পেট ফুটা করিয়া দিয়াছে—কি করিয়া সামলাই ?” ভৃত্যবর্গ যখন দেউড়ীর সম্মুখে দলবদ্ধ হইয়া জটলা করিতেছিল, তখন সন্ধ্যা উত্তীর্ণপ্রায় । স্মিথ দেউড়ীর প্রহরীর কবল হইতে মুক্তিলাভ করিয়া দুই মিনিটের মধ্যে পথে আসিল, এবং পশ্চাতে না চাহিয়া নির্জন ও নিস্তব্ধ প্রান্তর ভেদ করিয়া দৌড়াইতে লাগিল। সে মনে করিয়াছিল তাহাকে দেউড়ী পার হইতে দেখিয়া আর কেহ তাহার অনুসরণ করিবে না ; কিন্তু তাহার এই অকুমান সত্য হইল না। সে মাঠের ভিতর কিছু দূর অগ্রসর হইয়াও পশ্চাতে বহু লোকের কণ্ঠ-নিঃস্থিত ‘ধর ধর’, ‘ঐ যায়’, ‘গুলী কর –ইত্যাদি শব্দ শুনিতে পাইল, সঙ্গে সঙ্গে বন্দুকের সুগম্ভীর নির্ঘোষে সেই স্তব্ধ প্রান্তর পুনঃ পুনঃ প্রতিধ্বনিত হইতে লাগিল। পাছে বন্দুকের গুলীতে আহত হইতে হয়—এই ভয়ে স্মিথ সোজা পথে না দৌড়াইয়া, কখন, দক্ষিণে কখন বামে আঁকিয়া-বাকিয়া