পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ। कल्ल >)? দৌড়াইতে দৌড়াইতে প্রান্তর-মধ্যবৰ্ত্তী সুদীর্ঘ তৃণ ও গুল্মরাশির অন্তরালে আশ্রয় গ্রহণ করিল। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইলে, প্রিন্স রাডিশ্নভের পরিচারকবর্গ স্মিথকে ধরিবার আশা ত্যাগ করিয়া তাহার অনুসরণে বিরত হইল। স্মিথ তৃণ-গুন্মের অন্তরালে চলিতে চলিতে যখন বুঝিতে পারিল আর কেহ তাঙ্গর অনুসরণ করিতেছে না, তখন সে প্রান্তরের দুর্গম অংশ পরিত্যাগ করিয়া খোলা মাঠ দিয়া চলিতে লাগিল। সে দিক নির্ণয় করিতে না পারিয়া অন্ধকারে অন্ধবৎ চলিতে চলিতে ক্লান্তদেহে গ্রে-প্যান্থারের নিকট উপস্থিত হইলে কেলি তাহাকে দেখিতে পাইয়াছিল ; তাহার পর কি হইল, বলিতেছি।