পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কল্প Rq টেলিগ্রাম পাইয়াই তিনি পলমুরে উপস্থিত হইবেন । তিনি আসলে আপনার সঙ্কটের কথা তাহাকে জানাইব ; তাঙ্গ শুনিয়া তিনি যে উপদেশ দিবেন, তদনুসারে কাজ করাই সঙ্গত হইবে।—এ সম্বন্ধে আপনি কি বলেন শুনিতে চাই ।” নাতালী অশ্রুপূর্ণ নেত্রে স্মিথের মুখের দিকে চাহিয়া বলিল, “আমি আপনার নিকট কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করিব না ; কারণ সে শক্তি আমার নাই । আপনি যে ভাবে আমাকে সাহায্য করিতে উষ্ঠত হইয়াছেন, তাঙ্গ গ্রহণে আমার ইচ্ছা নাই, একথা বলিলে মিথ্যা কথা বলা হুইবে । আপনি যাহা করিবেন স্থির করিয়াছেন, আমিও তাহা সঙ্গত মনে করি। আমি আপনার উপদেশেই চনিব ।” স্মিথ উৎসাহ ভরে বলিল, “উত্তম : কিন্তু আপনার অভিনয়ে যেন পূত ন৷ পাকে ; আপনি আমার ভগিনী—একথা মুহূর্তের জন্ত ভুলিবেন না । এই মহূৰ্ত্ত হইতেই আপনি আমার ভগিনী নাতালী –কিন্তু আর একটা কথা, আপনার পরিচ্ছদ কাটায় বাধিয়া ছিড়িয়া গিয়াছে ; আপনার পরিচ্ছদ দেখিয়া গেটেলওয়ালার মন নানা সন্দেহে পূর্ণ হইতে পারে। আমার সাইকেলের পাশের গাড়ীতে একটা ‘ওয়াটার-প্রফ’ কোট আছে ; আপনি সেই কোটটি পরিয়া লইলে আপনার ছেড়া পোষাক ঢাকা পড়িবে। কোটটা আপনার অঙ্গে বে-মানান হুইবে ম৷ বলিয়াই মনে হয়। গাড়ীর কাছে চলুন, একবার পরীক্ষা করিয়া দেখি ।” অতঃপর তাহার অদূরবর্তী মোটর-বাইকের (motor-like) নিকট উপস্থিত হইল ; স্মিথ পাশের গাড়ী হইতে ওয়াটার-প্রফ’ কোটটি বাহির করিয়! সযত্নে নাতালীকে পরাইয়া দিল ; কোটের হাত একটু বড় ভক্টলেও নাতালীর অঙ্গে তাঙ্গ to statio 1 (it suited her admirably.) স্মিথ নিজের কোটে রাজকুমারীর দেহ আবৃত করিয়! অত্যন্ত আনন্দিত ভঙ্গল, হর্ষভরে বলিল, “চমৎকার হইয়াছে ! আপনার ছেড়া পোষাক আর কাহার ও নজরে পড়িবে না। জিনিসপত্র গুছাইয় লওয়া হইয়াছে ; সন্ধা ও ঘনাইয়া আসিঠেছে, চলুন, আর বিলম্ব করিব না। হা, আর এক কথা, আপনাকে ধরিবার জন্তু কেহ কি আপনার অনুসরণ করিয়াছে ?” , নাতালী বলিল, “আমি সকলের অজ্ঞাতসারে পৃষ্ঠত্যাগ করিলেও আমার