পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প ማዊ কথা তাহার কর্ণে প্রবেশ করিল না। তিনি সকলকে ঠেলিয়া ফেলিয়া গেটেলের বাহিরে আসিলেন ; সেই মুহূর্তে র্তাহার আততায়ী সাইক্লে উঠিয়া পলায়ন করিতে উদ্যত হইয়াছিল। মিঃ ব্লেক তাঙ্গর পলায়নে বাধা দানের জন্ত অগ্রসর হইবামাত্র, সে একখানি ইট র্তাহার ললাট লক্ষ্য করিয়া নিক্ষেপ করিল। সে মোটরসাইক্লে উঠবার সময় আত্মরক্ষার উদ্দেশ্যে পথ হইতে সেই ইষ্টকপণ্ড তুলিয়া লইয়াছিল। সেই ইষ্টক সবেগে মিঃ ব্লেকের ললাটে নিক্ষিপ্ত হইবামাত্র তিনি আঙ্গত হইয়া ঘুরিয়া পড়িলেন । তাহার ললাট হইতে রক্ত ঝরিতে লাগিল, এবং মৃত্যুর মধ্যে তাঙ্গর সংজ্ঞা বিলুপ্ত হইল।