বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ; ७8 - ७ ; २8 । ] করিলেন ; আমরা তাহাকে, তাহার পুত্রগণকে ও ৩৪ সমস্ত প্রজালোককে আঘাত করিলাম। আর সেই সময়ে তাহার সমস্ত নগর হস্তগত করিলাম, এবং স্ত্রীলোক ও বালকবালিকা শুদ্ধ সমস্ত বসতি-নগর নিঃশেষে বিনষ্ট করিলাম ; কাহাকেও অবশিষ্ট রাখিলম না ; ৩৫ কেবল পশুগণকে ও যে যে নগর হস্তগত করিয়াছিলাম, তাহার লুটিত বস্তু সকল আমরা আপনাদের ৩৬ জন্য গ্রহণ করিলাম। অর্ণোন উপত্যকার সীমস্থ অরোয়ের তাবধি ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি গিলিয়দ পর্য্যন্ত এক নগরও আমাদের অজেয় হইল না ; আমাদের ঈশ্বর সদাপ্রভু সে সমস্ত আমাদের সম্মুখে ৩৭ দিলেন। কেবল অন্মোন-সন্তানদের দেশ,যবেবাক নদীর পার্শ্বস্থ সকল প্রদেশ ও পর্বতময় দেশস্থ নগর সকল, এবং যে কোন স্থানের বিষয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভু নিষেধ করিয়াছিলেন, সেই সকলের নিকটে তুমি উপস্থিত হইলে না । ථ ... ’’ আমরা ফিরিয়া বাঁশনের পথে উঠিয়। চলিলাম : তাহাতে বাশনের রাজা ওগ এবং তাহার সমস্ত প্রজালোক আমাদের সহিত যুদ্ধ করণাথে ২ বাহির হইয়া ইদ্রিয়ীতে আসিলেন । তখন সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি উহাকে ভয় করিও না, কেননা আমি উহাকে, উহার সমস্ত প্রজালোককে ও উহার দেশ তোমার হস্তে সমৰ্পণ করিলাম ; তুমি যেমন হিষ বান-নিবাসী ইমোরীয়দের রাজা সাহেনের ৩ প্রতি করিয়াছ, তেমনি উহার প্রতিও করবে। এইরূপে আমাদের ঈশ্বর সদাপ্রভু বাশনের রাজ ওগকে ও তাহার সমস্ত প্রজালোককে তামাদের হস্তে সমর্পণ করিলেন ; তlহাতে তামরা তাইicক এমন আঘাত ৪ করিলাম যে, তাহার কেহ অবশিষ্ট থাকিল না। সেই সময় আমরা তাহার সমস্ত নগর হস্তগত করিলাম ; এমন এক নগরও থাকিল না, যাহা তাহদের হইতে লহ নাই ; ষষ্টি নগর, অর্গোবের সমস্ত অঞ্চল, বাশনস্থ ৫ ওগের রাজ্য লইলাম। সেই সমস্ত নগর উচ্চ প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা সুরক্ষিত ছিল ; আর প্রাচীর৬ বিহীন অনেক নগরও ছিল। আমরা হিষ্ণুবোনের রাজ। সহোনের প্রতি যেমন করিয়াছিলাম, সেইরূপ তাহাদিগকে নিঃশেষ বিনষ্ট করিলাম, স্ত্রীলোক ও বালকবালিকা শুদ্ধ তাহদের সমস্ত বসতি নগর বিনষ্ট করি৭ লাম। কিন্তু তাহীদের সমস্ত পশু ও নগরের দ্রব্যাদি ৮ লুট করিয়া আপনাদের জন্ত গ্রহণ করিলাম। সেই সময়ে আমরা যদিনের পূর্বপারস্থ ইমেরীয়দের দুই রাজার হস্ত হইতে অর্ণোন উপত্যক তাবধি হর্মেণ ৯ পর্বত পৰ্য্যন্ত সমস্ত দেশ হস্তগত করলাম। (সীদোনীয়ের ঐ হমেণকে সিরিয়োণ বলে, এবং ইমোরী১০ য়েরা তাহাকে সনীর বলে । ) আমরা সমভূমির সমস্ত নগর, সল্‌খ ও ইদ্রিয়ী পৰ্য্যন্ত সমস্ত গিলিয়দ এবং সমস্ত বশন, বাশন স্থত ওগ-রাজ্যের নগরসমূহ ১১ হস্তগত করিলাম। (ফলতঃ অবশিষ্ট রফায়ীয়দের দ্বিতীয় বিবরণ।

  • G \

মধ্যে কেবল বাশনের রাজ ওগ মাত্র অবশিষ্ট ছিলেন ; দেখ, তাহার খট্টা লৌহময় : তাহ কি অন্মোন সন্তু নগণর রববা নগরে নাই ? মনুষ্যের হস্তের পরিমাণানুসারে তাই। দীৰ্ঘে নয় হস্ত ও প্রস্থে চারি হস্ত । ) সেই সময়ে আমরা এই দেশ অধিকার করিলাম ; অর্ণোন উপত্যকীস্থ অরোয়ের অবধি, এবং পর্বতময় গিলিয়দ দেশের অৰ্দ্ধেক ও তথকার নগর সকল ১৩ রূ বণীয় ও গাদীয়দিগকে দিলাম। আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ ওগের রাজ্য, সমস্ত বাশনের সহিত অর্গোবের সমস্ত অঞ্চল আমি মনঃশির অৰ্দ্ধ বংশকে দিলাম । ( তাহাই রফায়ীয় ১৪ দেশ বলিয়া বিখ্যাত। মনঃশির সন্তান যায়ীর গঙ্গুরীয়দের ও মাখার্থীয়দের সম পৰ্য্যন্ত তার্গোবের সমস্ত অঞ্চল লইয়া আপন নামানুসারে বাশন দেশের সেই সকল স্থানের নাম হবেবাৎ-যায়ীর রীথিল ; SR ১৫ অদ্য পৰ্য্যন্ত { সেই নাম চলিত আছে ] । ) আর ১৬ তামি মার্থীরক গিলিয়দ দিলাম। তার গিলিয়দ হইতে অর্ণোন উপত্যক। পর্যন্ত, উপত্যকার মধ্যস্থান ও তৎপরিসীম, এবং অন্মোন-সন্তানগণের সীম। যবেরক নদী পয্যন্ত ; আর অরাব৷ তলভূমি, যৰ্দ্দন ও তৎপরিসাম, কিন্নেরৎ হইতে আরাবার সমুদ্র, অর্থাৎ পূৰ্ব্বদিকে পিস্গা-পার্শ্বর নীচে লবণসমুদ্র পর্য্যন্ত রূবেণীয় ১৮ ও গাদায়দিগকে দিলাম। আর সেই সময় তোমাদিগকে এই আজ্ঞ করিলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে এই দেশ তোমাদিগকে দিয়াছেন । তোমাদের সমস্ত যোদ্ধ সসজ্জ হইয়া তোমাদের ভ্রাতুগণের অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণর সম্মুখ পার হইয়। ১৯ যাইবে । আমি তেমদিগকে যে সকল নগর দিলাম, তোমাদের সেই সকল নগরে তোমাদের স্ত্রীলোক, বালকবালিক ও পশুগণ বাস করবে ; তামি জানি, তোমাদের অনেক পশু আছে । পরে সদাপ্রভু তোমাদের ভ্রাতৃগণকে তোমাদের দ্যায় বিএম দিলে, যর্দনের ওপারে যে দেশ তোমাদের ঈশ্বর সদাপ্ৰভু তাহাদিগকে দিতেছেন, তাহারাও সেই দেশ অধিকার করিবে ; তখন তোমরা প্রত্যক আমার দত্ত তাপন আপন অধিকারে ফিরিয়া আসবে। আর সেই সময়ে আমি যিহাশূয়কে আজ্ঞা করিলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই দুই রাজার প্রতি যাহা করিয়াছেন, তাহ। তুমি স্বচক্ষে দেখিয়াছ ; তুমি পার হহয় যে যে রাজ্যের বিরুদ্ধে যাইবে, সে সমস্ত ২২ রাজ্যের প্রতি সদাপ্রভু তদ্রুপ করবেন। তোমরা তাহাদিগকে ভয় করিও না ; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের জন্ত যুদ্ধ করিবেন। ২৩ সেই সময়ে আমি সদ্যপ্রভুকে সধ্যসাধন করিয়া ২৪ কহিলাম, হে প্ৰভু সদাপ্রভু, তুমি আপন দাসের কাছে আপন মহিমা ও বলবান হস্ত প্রকাশ করিতে আরম্ভ করিলে ; তোমার কায্যের মত কাৰ্য্য ও তোমার বিক্রম-কৰ্ম্মের মত কৰ্ম্ম করিতে পারে, স্বর্গে So ミ? 151