বিষয়বস্তুতে চলুন

পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G ; > l ধান থাকিও,তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছেন, তাহ ভুলিয়। যাইও না, কোন বস্তুর মূৰ্ত্তিবিশিষ্ট ক্ষোদিত প্রতিম। নিৰ্ম্মাণ করিও ২৪ ন ; উহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিষিদ্ধ। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু গ্রাসকারী অগ্নিস্বরূপ : তিনি স্বগৌরব রক্ষণে উদূযোগী ঈশ্বর। সেই দেশ পুত্র পৌত্ৰগণের জন্ম দিয়া বহুকাল বাস করিলে পর যদি তোমরা ভ্ৰষ্ট হও, ও কোন বস্তুর মূৰ্ত্তিবিশিষ্ট ক্ষোদিত প্রতিমা নিৰ্ম্মাণ কর, এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিয়া তাহাকে ২৬ অসন্তুষ্ট কর; তবে, আমি আদ্য তোমাদের বিরুদ্ধে স্বৰ্গ মৰ্ত্তাকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমরা যে দেশ অধিকার করিতে যদিন পার হইয়া যাইতেছ, সেই দেশ হইতে শীঘ্র নিঃশেষে বিনষ্ট হইবে, তথায় বহুকাল অবস্থিতি করিবে না, কিন্তু নিঃশেষে উচ্ছিন্ন হইবে । ২৭ আর সদাপ্রভু জাতিগণের মধ্যে তোমাদিগকে ছিন্ন ভিন্ন করবেন ; যেখানে সদাপ্রভু তোমাদিগকে লইয়া যাইবেন, সেই জাতিগণের মধ্যে তোমরা অল্পসংখ্যক হইয়া ২৮ অবশিষ্ট থাকিবে। আর তোমরা সেখানে মনুষ্যের হস্তকৃত দেবগণের—দর্শনে, শ্রবণে, ভোজনে ও অস্ত্ৰাণে ২৯ অসমর্থ কাঠ ও প্রস্তরখণ্ডের-সেবা করিবে । কিন্তু সেখানে থাকিয় যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ কর, তবে তাহার উদ্দেশ পাইবে ; সমস্ত হৃদয়ের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ ৩০ করিলেই পাইবে । যখন তোমার সঙ্কট উপস্থিত হয়, এবং এই সমস্ত তোমার প্রতি ঘটে, তখন সেই ভাবী কালে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিবে, ও ৩১ তাহার রবে অবধান করিবে । কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ঈশ্বর ; তিনি তোমাকে ত্যাগ করিবেন না, তোমাকে বিনাশ করিবেন না, এবং দিব্য দ্বারা তোমার পিতৃপুরুষদের কাছে যে নিয়ম করিয়া৩২ ছেন, তাহ ভুলিয়। যাইবেন না। কারণ, পৃথিবীতে ঈশ্বর কর্তৃক মনুষ্যের স্বষ্টিদিনাবধি তোমার পূৰ্ব্বে যে কাল গিয়াছে, সেই পুরাতন কালকে এবং আকাশমণ্ডলের এক প্রান্ত হইতে অন্ত প্রান্তকে জিজ্ঞাসা কর, এই মহাকার্য্যের তুল্য কাৰ্য্য কি আর কখনও হইয়াছে ? ৩৩ কিম্বা এমন কি শুনা গিয়াছে ? তোমার মত কি আর কোন জাতি অগ্নির মধ্য হইতে বাক্যবাদী ঈশ্বরের রব ৩৪ শুনিয়া বাচিয়াছে ? কিম্বা তোমাদের ঈশ্বর সদাপ্রভু মিসরে তোমাদের সাক্ষাতে যে সকল কৰ্ম্ম করিয়াছেন, ঈশ্বর কি তদনুসারে গিয়া পরীক্ষসিদ্ধ প্রমাণ, চিহ্ন, অদ্ভুত লক্ষণ, যুদ্ধ, বলবান হস্ত, বিস্তারিত বাহু ও ভয়ঙ্কর মহামহাকৰ্ম্ম দ্বারা অন্ত জাতির মধ্য হইতে আপনার জন্ত এক জাতি গ্রহণ করিতে উপক্রম করি৩৫ য়াছেন? সদাপ্রভুই ঈশ্বর, তিনি ব্যতীত আর কেহ নাই, ইহা যেন তুমি জ্ঞাত হও, তন্নিমিত্তে ঐ সকল ৩৬ তোমাকেই প্রদর্শিত হইল। উপদেশ দিবীর জন্ত তিনি স্বৰ্গ হইতে তোমাকে আপন রব শুনাইলেন, ও পৃথি 8 ; २8 - 36 দ্বিতীয় বিবরণ । > @ ○ বীতে তোমাকে আপন মহা অগ্নি দেখাইলেন, এবং তুমি অগ্নির মধ্য হইতে তাহার বাক্য শুনিতে পাইলে। ৩৭ তিনি তোমার পিতৃপুরুষদিগকে প্রেম করিতেন, তাই তাহাদের পরে তাহদের বংশকেও মনোনীত করিলেন, এবং আপন শ্ৰীমুখ ও মহাপরাক্রম দ্বারা তোমাকে ৩৮ মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন ; যেন তোমা অপেক্ষ মহান ও বিক্রমী জাতিদিগকে তোমার সম্মুখ হইতে দূর করিয়া তাহদের দেশে তোমাকে প্রবেশ করান, ও অধিকারার্থে তোমাকে সে দেশ দেন, ৩৯ যেমন অদ্য দেখিতেছ। অতএব অদ্য জ্ঞাত হও, মনে রখ যে, উপরিস্থ স্বর্গে ও নীচস্থ পৃথিবীতে সদাপ্রভুই ৪০ ঈশ্বর, অন্ত কেহ নাই । আর তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানগণের মঙ্গল যেন হয়, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে ভূমি চিরকালের জন্ত দিতেছেন, তাহার উপরে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়, এই জন্য আমি তাহার যে সকল বিধি ও আজ্ঞা অদ্য তোমাকে আদেশ করিলাম, তাহ পালন করিও । ৪১ তৎকালে মোশি যদ্দনের পারে হুর্য্যোদয়ের দিকে ৪২ তিনটা নগর পৃথক্ করিলেন ; যেন নরহন্ত। সেখানে পলায়ন করিতে পারে: যে কেহ আপন প্রতিবাসীকে পুৰ্ব্বে দ্বেষ না করিয়া অজ্ঞানতঃ বধ করে, সে যেন এই সকলের মধ্যে কোন নগরে পলাইয়া বাচিতে ৪৩ পারে ; নগর তিনটী এই এই, রূবেণীয়দের জন্য সমভূমিতে প্রান্তরস্থ বেৎসর, গাদীয়দের জন্ত গিলিয়দস্থিত রামোৎ, এবং মনঃশীয়দের জন্ত বাশনস্থিত গেলেন। মোশির দ্বিতীয় বক্তৃত । দশ আজ্ঞার পুনরুক্তি । ৪৪ মোশি ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে এই ব্যবস্থ ৪৫ স্থাপন করিয়াছিলেন ; মিসর হইতে বাহির হইয়া আসিলে মোশি যদিনের পুৰ্ব্বপারে, বৈৎ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে, হিৰ্ষবোন নিবাসী ইমোরীয় রাজা সৗহোনের দেশে ইস্রায়েল-সন্তানগণের কাছে এই সকল প্রমাণবাক্য, বিধি ও শাসন বিবৃত করিয়াছিলেন। ৪৬ মিসর হইতে বাহির হইয়া আসিলে মোশি ও ইস্রায়েল৪৭ সন্তানগণ সেই রাজাকে আঘাত করিয়াছিলেন ; এবং তাহার ও বাশনের রাজা ওগের দেশ, যদিনের পূর্বপারে সুৰ্য্যোদয়ের দিকে ইমোরীয়দের এই দুই রাজার ৪৮ দেশ, অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি ৪৯ সাঁওন পৰ্ব্বত অর্থাৎ হর্মোণ পৰ্য্যন্ত সমস্ত দেশ, এবং পিস্গাপার্থের অধঃস্থিত অরবি তলভূমির সমুদ্র পর্যন্ত যর্দনের পুর্ধ্বপারস্থ সমস্ত আরাবী তলভূমি অধিকার করিয়ছিলেন । {{ তখন মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকিলেন, ও তাহাদিগকে কহিলেন, হে ইস্রায়েল, আমি তোমাদের কর্ণগোচরে অদ্য যে সকল বিধি ও শাসন 153