পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫె বিনষ্ট করিলেন, কাহাকেও তাবশিষ্ট রাশিলেন না ; যেমন যিরীহেীর রাজার প্রতি করিয়াছিলেন, মক্কেদীর রাজার প্রতিও তদ্রুপ করিলেন । পরে যি হাশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে করিয়৷ মক্কেদ হইতে লিবৃনাতে গিয়া লিবৃনার বিরুদ্ধে যুদ্ধ ৩• করিলেন। তাহাতে সদাপ্রভু লিবন ও তথাকার রাজাকে ইস্রায়েলের হস্তে সমপণ করিলেন : তাহারা লিবন ও তথাকার সমস্ত প্রাণীকে খড়গধারে আঘাত করিল, তাহার মধ্যে কহাকেও অবশিষ্ট রাখিল না ; যেমন ফিরহোর রাজার প্রতি করিয়াছিল, তথাকার রাজার প্রতিও তদ্রুপ করিল। পরে যিহেশুয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়। লিবৃন। হইতে লর্থীশে গিয় তাহার বিরুদ্ধে শিবির স্থাপন ৩২ করিয়া যুদ্ধ করলেন। আর সদাপ্রভু লাখীশকে ইস্রায়েলের হস্তে সমপণ করিলেন, ও তাহার দ্বিতীয় দিবসে তাহা হস্তগত করিয়া যেমন লিবনার প্রতি করিয়াছিল, তদ্রুপ লর্থীশ ও তথাকার সমস্ত প্রাণীকে খড়গধীরে আঘাত করিল। তৎকালে গেষরের রাজা হেরম লার্থীশের সহায়তা করিতে আসিয়াছিলেন ; আর যিহেশূয় তাহাকে ও তাহার লোকদিগকে আঘাত করিলেন ; তাহার কাহীকেও অবশিষ্ট রাখিলেন না । পরে যিহেশুয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়৷ লাখীশ হইতে ইগ্লোনে যাত্রা করিলেন, আর তাহার। সেই স্থানের সম্মুখে শিবির স্থাপন করিয়া তাহার বিরুদ্ধে ৩৫ যুদ্ধ করিল। আর সেই দিন তাহ হস্তগত করিয়া, যেমন লার্থীশের প্রতি করিয়ছিল, তদ্রুপ খড়গধারে তাহা অঘাত করিয়৷ সেই দিন তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিল। পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া ইগ্লোন হইতে হিব্রণে যাত্র করিলেন, আর তাহারা তাহার ৩৭ বিরুদ্ধে যুদ্ধ করিল। আর তাহ হস্তগত করিয়া সেই নগর ও তথকার রাজাকে ও অধীন নগর সকলকে ও সমস্ত প্রাণীকে খড়গধারে আঘাত করিল ; যেমন তিনি ইগ্লোনের প্রতি করিয়াছিলেন, সেইরূপ কাহাকেও অবশিষ্ট রাখিলেন না ; হিত্রেণ ও তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিলেন । ৩৮ পরে যিহেশুয় ফিরিয়া সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়। ৩৯ দবীরে অসিয় তাহার বিরুদ্ধ যুদ্ধ করিলেন । আর সেই নগর ও তথাকার রাজাকে ও অধীন নগর সকল হস্তগত করিলেন ; এবং তাহার খড়গধরে আঘাত করিয়া তথাকার সমস্ত প্রাণীকে নিঃশেষে বিনষ্ট করিল: তিনি কহাকেও অবশিষ্ট রাখিলেন না ; যেমন তিনি হিব্রাণের প্রতি এবং লিবৃনর ও তথকর রাজার প্রতি করিয়ছিলেন, দবীরের ও তথকর রাজার প্রতিও তদ্রুপ করিলেন । এইরূপে যিহোশূয় সমস্ত দেশ, পর্বতময় প্রদেশ, দক্ষিণ অঞ্চল, নিম্নভূমি ও পৰ্ব্বত-পার্থ, এবং সেই ২৯ צס\ ·ථ ෆ ○3 so to যিহোশূয়ের পুস্তক। [ ১ ০ ১ ২৯ – ১ ১ ; ১৩ । সকল তাঞ্চলের সমস্ত রাজীকে আঘাত করিলেন, কাঁহীকেও অবশিষ্ট রাখিলেন না ; তিনি ইস্রয়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে শ্বাসবিশিষ্ট সকলকেই নিঃশেষে ৪১ বিনষ্ট করিলেন । এইরূপে যিহেশুয় কাদেশ-বর্ণেয় হইতে ঘসা পৰ্য্যন্ত তাহাদিগকে এবং গেবিয়েন পর্য্যন্ত ৪২ গোশনের সমস্ত দেশকে আঘাত করিলেন । যিহেশুয় এই সমস্ত দেশ ও রাজগণকে এক কালেই হস্তগত করিলেন, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের ৪৩ পক্ষে যুদ্ধ করিতেছিলেন। পরে যিহোশয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া গিলুগলস্থিত শিবিরে ফিরিয়া অসিলেন । উত্তরাঞ্চলবাসী কনানীয়দের পরাজয় । SS পরে যখন হৎসেরের রাজা যাবীন সেই সংবাদ পাইলেন, তখন তিনি মদোনের রাজা যৌববের, শিমোণের রাজার ও অক্ষফের রাজার ২ নিকটে, এবং উত্তরে, পৰ্ব্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাব৷ তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে : ৩ পূর্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের, এবং পর্বতময় প্রদেশস্থ ইমোরীয়, হিৰ্ত্তীয়, পরিষীয় ও যিবুৰীয়দের, এবং হর্মোণের অধঃস্থিত মিস্পাদেশীয় হিববীয়দের ৪ নিকটে দূত প্রেরণ করিলেন। তাহতে তাহার আপন আপন সমস্ত সৈন্ত, সমুদ্রতীরস্থ বালুকার হায় অসংখ্য লোক এবং অতি বিস্তর অশ্ব ও রথ সঙ্গে ৫ লইয়। বাহির হইলেন । আর এই রাজার সকলে নিরূপণনুসারে একত্র হইলেন : তাহার। ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করিবার জন্ত মেরোম জলাশয়ের নিকটে আসিয়া একত্র শিবির স্থাপন করিলেন । ৬ তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি উহাদের হইতে ভীত হইও না ; কেনন। কল্য এমন সময়ে আমি ইস্রায়েলের সম্মুখে উহাদের সকলকেই নিহত করিয়া সমর্পণ করিব ; তুমি উহাদের ঘোড়ার পায়ের শির ছেদন করিবে ও রথ সকল আগুনে পোড়াইয়৷ ৭ দিবে। তখন যিহেশুয় সমস্ত সৈন্ত সঙ্গে লইয়া মেরোম জলাশয়ের নিকটে তাহদের বিরুদ্ধে হঠাৎ উপস্থিত ৮ হইয়। তাহাদিগকে আক্রমণ করিলেন। তাহাতে সদাপ্রভু তাহাদিগকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, এবং তাহার। তাহাদিগকে আঘাত করিল, আর মহাসীদেন ও মিযুফোৎ ময়িম পর্য্যন্ত ও পূর্বদিকে মিস্পীর তলভূমি পূৰ্য্যন্ত তাহাদিগকে তাড়াইয়া লইয়া গেল : এবং তহদিগকে আঘাত করিয়া কাহাকেও অবশিষ্ট ৯ রাখিল না। আর যিহেশূয় তাহদের প্রতি সদাপ্রভুর অজ্ঞানুসারে কৰ্ম্ম করিলেন ; তিনি তাহদের ঘোড়ার পায়ের শিরা ছেদন করিলেন, ও তাহদের রথ সকল আগুনে পোড়াইয়া দিলেন। ঐ সময়ে যিহোশূয় ফিরিয়া আসিয়া হাৎসার হস্তগত করিলেন, ও খড়গ দ্বারা তথাকার রাজাকে আঘাত У о 192