পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*, о е. সদাপ্রভুর পশ্চাদগমন হইতে ফিরিয়া যাইতে চাহ ? তোমরা অদ্য সদ্যপ্রভুর বিদ্রোহী হইলে তিনি কল্য ১৯ ইস্রায়েলের সমস্ত মণ্ডলীর প্রতি ক্রুদ্ধ হইবেন । যাহ। হউক, তোমাদের অধিকার-দেশ যদি অশুচি হয়, তবে পার হইয়। সদাপ্রভুর অধিকার দেশ, যেখানে সদাপ্রভুর আবাস রহিয়াছে, সেখানে আসিয়া আমাদেরই মধ্যে অধিকার গ্রহণ কর । কিন্তু আমাদের ঈশ্বর | সদাপ্রভুর যজ্ঞবেদি ভিন্ন আপনাদের জন্য অন্ত যজ্ঞবেদি নিৰ্ম্মাণ দ্বারা সদাপ্রভুর বিদ্রোহী ও আমাদের বিদ্রোহী ২• হুইও না । সেরহের পুত্র আখন বজ্জিত বস্তু সম্বন্ধে সত্যলভবন করিলে ঈশ্বরের ক্রোধ কি হস্রায়েলের সমস্ত মণ্ডলীর প্রতি উপস্থিত হইল না ? সে ব্যক্তি ত আপন অপরাধে একাকী বিনষ্ট হয় নাই । তখন রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অৰ্দ্ধ বংশ ইস্রায়েলের সেই সহস্ৰপতি দিগকে এই উত্তর ২২ দিল ; ঈশ্বরদের ঈশ্বর সদাপ্রভু, ঈশ্বরদের ঈশ্বর সদাপ্রভু, তিনিই জানেন, এবং ইস্রায়েল, সেও জানিবে ; যদি আমরা সদাও ভুর বিপরীতে বিদ্রোহ ভাবে কিথা সত্যলজঘনের ভাবে ইহা করিয়া থাকি, তবে তাদ্য ২৩ আমাদিগকে রক্ষা করিও না । আমরা আপনাদের জষ্ঠ যে যজ্ঞবেদি নিৰ্ম্মাণ করিয়াছি, তাহ যদি সদাপ্রভুর পশ্চাদগমন হইতে ফিরিয়া যাইবার জন্ত, কিম্বা তাহার উপরে হোম বা ভক্ষ্য-নৈবেদ্য উৎসগ করণীথে অথল। মঙ্গলাথক বলিদান উৎসগ করণার্থে নিৰ্ম্মাণ করিয়া থাকি, তবে সদাপ্রভু স্বয়ং তাহার প্রতিফল ২৪ দিউন। আমরা বরং ভয় করিয়া, একটী বিশেষ উদেশ্য ইহা করিয়াছি, ফলতঃ কি জানি, ভাবী কালে তোমাদের সন্ত নগণ আমাদের সস্তানগণক এই কথা কহিবে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সহিত ২৫ তোমাদের সম্পর্ক কি ? হে রূবেণ-সন্তানগণ, গাদ সন্তানগণ, তোমাদের ও আমাদের উভয়ের মধ্যে সদা প্রভূ যর্দন-ক সীমা করিয়া রাখিয়াছেন ; সদাপ্রভুতে তোমাদের কোন অধিকার নাই। এইরূপে পাছে তোমাদের সস্তানগণ আমাদের সন্ত নগণকে ২৬ সদাপ্রভুর ভয় ত্যাগ করায় । এই জন্ত আমরা কাহলাম, আহস, আমরা এক বেদি নিৰ্ম্মাণের উদযোগ কর ২৭ হোমের বা বলিদানের জন্ত নয় ; কিন্তু আমাদের হেম, আমাদের বলি ও আমাদের মঙ্গলার্থক উপহার দ্বার সদ।প্রভুর সম্মুখে তাহার সেবা করিতে তামাদের অধিকার আছে, ইহার প্রমাণার্থে তাহ আমাদের ও তোমাদের মধ্যে এবং আমাদের পরে তামাদের ভাবী বংশের মধ্যে সাক্ষী হইবে ; তাহাতে ভাবী কালে তোমাদের সস্তানগণ তামাদের সন্ত লগণকে বলিতে পারবে ন যে, সদাপ্রভুতে তোমাদের কোন অংশ ২৮ লাই। আর আমরা ক হলাম, তাহার। যদি ভাবী কালে আমাদিগকে কিম্ব। তামাদের বংশকে এই কথা বলে, তবে আমরা বলিব, তোমরা সদ প্রভুর যত্নবেদির ঐ প্রতিরূপ দেখ, আমাদের পিতৃপুরুষগণ ー 》 যিহোশূয়ের পুস্তক। [ *、*、; >>ー*○; & ] উহ! নিৰ্ম্মাণ করিয়াছে : হোমের বা বলিদানের জন্য নয়, কিন্তু উহ। তামাদের ও তোমাদের মধ্যে সাক্ষী । ২৯ তামরা যে হোমের, ভক্ষ্য নৈবেদ্যের কিম্বা বলিদানের নিমিত্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আবাসের সন্মুখস্থিত তাহার যজ্ঞবেদি ব্যতীত অন্ত যজ্ঞবেদি নিৰ্ম্মাণ দ্বার সদা প্রভুর বিদ্রোহী হইব, কিম্ব আমরা যে সদাপ্রভুর পশ্চাদগমন হইতে অদ্য ফিরিয়া যাইব, তাহা দূরে থাকুক । তখন পীনহস যাজক, তাহার সহবৰ্ত্তী মণ্ডলীর অধ্যক্ষগণ ও হস্রায়েলের সহস্ৰপতিগণ রূবেণ-সন্তানগণের, গাদ-সন্তানগণের ও মনঃশি-সন্তানগণের এই ৩১ কথা শুনিয়া সস্তুষ্ট হইলেন। আর ইলিয়াসর যাজকের পুত্ৰ পীনহস রূবেণ-সন্তানগণকে, গাদ-সন্তানগণকে ও মনঃfশ-সন্তানগণকে কহিলেন, আদ্য আমরা জানিলাম যে, সদাপ্রভু আমাদের মধ্যে আছেন, কেননা তোমর সদাপ্রভুর বিরুদ্ধে এই সত্যলঙ্ঘন কর নাই ; এখন তোমরা ইস্রায়ল-দত্তানগণকে সদাপ্রভুর হস্ত হইতে উদ্ধার করিলে । পরে ইলিয়াসর যাজকের পুত্ৰ পীনহস ও অধ্যক্ষগণ রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিকট হইতে, গিলিয়দ দেশ হইতে, কনান দেশে ইস্রায়েল-সন্তানগণের কাছে ফিরিয়া আসিয়া তাহ দিগকে সংবাদ ৩৩ দিলেন । তখন ইস্রায়েল-সন্তানগণ ঐ বিষয়ে সন্তুষ্ট হুচল ; আর ইস্রায়েল-সন্তানগণ ঈশ্বরের ধন্যবাদ করিল, এবং রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিবাসদেশ বিনাশ করবার জন্য যুদ্ধে যাইবার সম্বন্ধে ৩৪ আর কিছু কহিল না । পরে রূবেণ-সন্তানগণ ও গাদসস্তানগণ সেই বেদির নাম [এদ] রাখিল, কেননা [তাহার কহল, সদাপ্রভুই যে ঈশ্বর, ইহা আমাদের মধ্যে তাহার সাক্ষী | এদ ] হইবে। 3 ) 豪 ర్చి ইস্রায়েলীয়দের প্রতি যিহোশূয়ের প্রবোধ বাক্য । འབྲེལ་ ༦) অনেক দিন পরে, যখন সদাপ্রভু ইস্রায়েলকে ত{হীদের চারিদিকের সমস্ত শক্র হইতে বিশ্রাম ২ দিলেন, এবং যিহোশূয় বুদ্ধ ও গতবয়স্ক হইলেন; তখন যিহেশুয় সমস্ত ইস্রায়েলকে, তাহদের প্রাচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকত্ত্বগণ ও শাসকগণকে ডাকাইয়। ৩ কহিলেন, আমি বুদ্ধ ও গতবয়স্ক হইয়াছি। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের নিমিত্ত এই সকল জাতির প্রতি যে যে কৰ্ম্ম করিয়াছেন, তই তোমরা দেখিয়াছ : কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের ৪ পক্ষে যুদ্ধ করিয়াছেন । দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে, এবং যদ্দন অবধি স্থধ্যওগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত যে সকল জীতকে আম উচ্ছন্ন করিয়াছি, তাহদের দেশ আমি তোমাদের বংশ সকলের ৫ আধক রথে গুলিবাট দ্বারা বিভাগ করয়tছ। তার 202