পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» R ; > e - à 8 ; R 1 ] ১৫ আট বৎসর ইস্রায়েলের বিচার করিলেন । পরে পিরিয়া থানীয় হিল্লেলের পুত্র তাদেীন মরিয়৷ গেলেন, এবং ইক্রায়ম দেশে তামালেকীয়দের পর্ববতময় প্রদেশে পিরিয়াগোনে তাহার কবল্প হইল । শিম্শোনের জন্মের বিবরণ। §ಲಿ 'ತ್ಜಗಳ್ಲ್ಲಿ मृटेिऊ यांश মনা, তাহাই পুনকবার করিল ; তাহাতে সদাপ্রভু চল্লিশ বৎসর তাহাদগকে পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিলেন। ২ তৎকাল দানীয় গোষ্ঠীর মধ্যে সরা-নিবাসী মনোহ নামে এক ব্যক্তি ছিলেন, তাহার স্ত্রী বন্ধ হওয়াতে ও সন্তান হয় নাই। পরে সদাপ্রভুর দূত সেই স্ত্রীকে দর্শন দিয়া কহিলন, দেখ, তুমি বন্ধ্য, তোমার সন্তান হয় ৪ নী,কিন্তু গত্তধারণ করিয়৷ পুত্র প্রসব করিবে। অতএব সাবধান, দ্রাক্ষারস কি স্বর। পান কারও না, এবং ও কোন অশুচি বস্তু ভোজন করিও না । কারণ দেখ, তুমি গত্তধারণ করিয়া পুত্র প্রসব করিবে ; আর তাহার মস্তকে ক্ষুর উঠবে না, কেনন। সেই বালক গৰ্ত্ত হইতেই ঈশ্বরের উদেশে নাসরীয় হইবে, এবং সে পলেষ্টীয়দের হস্ত হইতে ইস্রায়েলকে নিস্তার করিতে ৬ আরম্ভ করিবে। তখন সেই স্ত্রী আসিয়া আপন স্বামীকে কহিলেন, ঈশ্বরের এক জন লোক আমার কাছে আসিয়াছিলেন, তাহার রূপ ঈশ্বরীয় দূতের রূপের স্থায়, অতি ভয়ঙ্কর ; তিনি কোথ৷ হইতে আসিলেন, তাহা আমি তাহকে জিজ্ঞাসা করি নাই, তার তিনিও ৭ আমাকে তাহার নাম বলেন নাই । কিন্তু তিনি আমাকে কহিলেন, দেখ, তুমি গৰ্ত্তধারণ করিয়া পুত্র প্রসব করিবে ; এখন দ্র।ক্ষারস কিম্ব স্বরা পান করিও না, এবং কোন অশুচি বস্তু ভোজন করিও নী, কেননা সেই বালক গৰ্ত্ত হইতে মরণদিন পৰ্য্যন্ত ঈশ্বরের উদ্দেশে নাসরীয় হইবে । ৮ তখন মানাহ সদাপ্রভুর কাছে বিনতি করিয়া কহিলেন, হে প্রভু, ঈশ্বরের যে লোককে আপনি আমাদের কাছে পাঠাইয়াছিলেন, তাহাকে পুনকবার আমাদের কাছ আসিতে দিউন, এবং যে বলকটা জন্মিবে, তাহার প্রতি আমাদের কি কৰ্ত্তব্য, তাহ ৯ আমা দগকে বুঝাইয়৷ দিউন । তথন ঈশ্বর মানোহের রবে কর্ণপাত করিলেন ; ঈশ্বরের সেই দূত পুনৰ্ব্বার সেই স্ত্রীর কাছে আসিলন ; সেই সময়ে তিনি ক্ষেত্রে বসিয়ছিলেন ; তখন তাহার স্বামী মনোহ তাঙ্গার ১• সঙ্গে ছিলেন না । সেই স্ত্রী শীঘ্ৰ দোড়িয়া গিয়া আপন স্বামীকে সংবাদ দিলেন, তাহাকে কহিলেন, দেখ, সে দিন যে লোকটী আমার কাছে আসিয়াছিলেন, তিনি ১১ আমাকে দর্শন দিয়াছেন । মনোহ উঠিয়। আপন স্ত্রীর পশ্চাৎ পশ্চাৎ গেলেন, এবং সেই ব্যক্তির কাছে গিয়৷ তাহাuক জিজ্ঞাসা করলেন, এই স্ত্রীর সঙ্গে যিনি কথ। বলিয়াছিলেন, আপনি কি সেই ব্যক্তি ? তিনি বিচারকত্ত্বগণের বিবরণ।

  • > →

১২ কহিলেন, আমিই সেই । মনোহ কহিলেন, এখন আপনকার বাক্য সফল হউক ; সেই বালকের প্রতি ১৩ কি বিধি ও কি কৰ্ত্তব্য ! সদাপ্রভুর দুত মানাহকে কহিলেন, আমি ঐ স্ত্রীকে যে সমস্ত কথা বলিয়াছি, ১৪ সে সকল বিষয়ে সে সাবধান থাকুক। সে দ্রাক্ষালতাজীত কোন বস্তু ভোজন করবে না, দ্রাক্ষরস কি স্বর। পান করিবে না, এবং কোন অশুচি দ্রব্য ভোজন করিবে না ; আমি তাহাকে যাহা কিছু আজ্ঞা করিয়াছি, সে তাহ পালন করুক । পরে মানোই সদাপ্রভুর দুতকে কহিলেন, বিনয় করি, কিঞ্চিৎ বিলম্ব করুন, আমরা আপনকার জন্ত ১৬ একটা ছাগবৎস প্রস্তুত করি। সদাপ্রভুর দূত মনোহকে কহিলেন, তুমি আমাকে বিলম্ব করাইলেও তামি তোমার খাদ্য দ্রব্য ভোজন করিব না ; আর তুমি যদি হোমবলি উৎসর্গ কর, তবে সদাপ্রভুরই উদ্দেশে তাহ কর । বস্তুতঃ তিনি যে সদাপ্রভুর দূত, তাহ। ১৭ মানেহ জানিতে পারেন নাই। পরে মনোহ সদাপ্রভুর দূতকে কহিলেন, আপনকার নাম কি ? আপনকার বাক্য সফল হইলে আমরা আপনকার গৌরব ১৮ করিব। সদাপ্রভুর দূত কহিলেন, কেন আমার নাম ১৯ জিজ্ঞাসা করিতেছ ? তাহ। ত আশ্চৰ্য্য। পরে মনোহ ঐ ছাগবৎস ও ভক্ষ্য নৈবেদ্য লইয়। সদাপ্রভুর উদ্দেশে শৈলের উপরে উৎসর্গ করিলেন ; তাহাতে ঐ দূত, আশ্চৰ্য্য ব্যাপার সাধন করিলেন, মানোহ ও তাহার ২• স্ত্রী তাহ দেখিতেছিলেন । যখন অগ্নিশিখ। বেদি হইতে আকাশের দিকে উঠিল, তখন সদাপ্রভুর দূত ঐ বেদির শিখাতে উঠিলেন ; আর মানোহ ও তাহার স্ত্রী দৃষ্টিপাত করিলেন ; এবং তাহার। ভূমিতে উবুড় হইয়। ২১ পড়িলেন। তৎপরে সদাপ্রভুর দূত মনোহকে ও তাহার স্ত্রীকে আর দর্শন দিলেন না ; তখন তিনি যে সদা২২ প্রভুর দূত, ইহা মানেহ জানিতে পারিলেন। পরে মানেহ আপন স্ত্রীকে কহিলেন, আমরা আবশ্ব মীর ২৩ পড়িব, কারণ ঈশ্বরকে দেখিয়াছি। কিন্তু তাহার স্ত্রী কহিলেন, আমাদিগকে বধ করা যদি সদাপ্রভুর অভিরুচি হুহত, তবে তিনি আমাদের হস্ত হইতে হোম ও ভক্ষ্য-নৈবেদ্য গ্রহণ করিতেন না, এবং এই সকল আমাদিগকে দেখাইতেন না, আর এই সময় আমা২৪ fদগকে এমন সকল কথাও শুনাইতেন না। পরে ঐ স্ত্রী পুত্র প্রসব করিয়া তাহার নাম শিমৃশোন রাখিলেন। আর বালকট বাড়িয়া উঠিলেন, ও সদাপ্রভু ২৫ তাহাকে আশীৰ্ব্বাদ করিলেন । আর সদাপ্রভুর আত্ম৷ প্রথমে সরার ও ইষ্টয়োলের মধ্যস্থানে, মহনে-দানে, তাহাকে চালাইতে লাগিলেন। শিম্শোনের জীবন চরিত্র। S8 আর শিম্শোন তিস্নায় নামিয়া গেলেন, ও তিস্নায় পলেষ্টীয়দের কস্তাদের মধ্যে এক রমণীকে ২ দেখিতে পাইলেন । পরে ফিরিয়৷ আসিয় আপন o Go 219