পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ ; :०-९ ; २० । ] উঠিয়া গিয়া কাঠ আন, এই গৃহ নিৰ্ম্মাণ কর, তাহতে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হইব, এবং গৌরবান্বিত ৯ হুইব, ইহ সদাপ্রভু কহেন। তোমরা বাহুল্যের অপেক্ষা করিয়াছিলে, আর দেখ, অল্প পাইলে ; এবং যাহা গৃহে আনিয়াছিলে, তাহার উপরে আমি ফু দিলাম। বাহিনীগণের সদাপ্রভু কহেন, ইহার কারণ কি ? কারণ এই যে, আমার গৃহ উৎসন্ন রহিয়াছে, তথাপি তোমরা প্রত্যেক জন আপন আপন গৃহে ১• দৌড়িয়া যাইতেছ। এই জন্ম তোমাদেরই কারণ আকাশ রুদ্ধ হইয়াছে, শিশির বর্ষায় না, ও ভূমি ১১ রুদ্ধ হইয়াছে, ফল দেয় না। আর আমি দেশের ও পৰ্ব্বতগণের উপরে, শস্ত, দ্রাক্ষারস ও তৈল প্রভৃতি ভূমির উৎপন্ন বস্তুর উপরে, এবং মনুষ্য, পশু ও তোমাদের হস্তের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহবান করিলাম । তখন শস্টীয়েলের পুত্র সরুকবাবিল, যিহেযাদকের পুত্ৰ যিহোশূয় মহাযাজক এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশ আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভু কর্তৃক প্রেরিত হগয় ভাববাদীর সকল বাক্যে মনোযোগ করলেন ; লোকেরাও সদাভুর ১৩ সাক্ষাতে ভীত হইল। তখন সদাপ্রভুর দূত হগয় সদাপ্রভুর দৌত্য-কাৰ্য্যক্রমে লোকদিগকে কহিলেন, সদা১৪ প্রভু কহেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। পরে সদাপ্রভু শস্টীয়েলের পুত্র সরুববাবিল নামক যিহুদার অধ্যক্ষের আত্মাকে ও যিহেষাদকের পুত্র বিহোশূত্র মহtযাজকের আত্মীকে এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশের আত্মাকে উত্তেজিত করিলেন : তাহার আসিয়া আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর ১৫ গৃহে কাৰ্য্য করিতে লাগিলেন ; ইহা দারিয়বস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসের চতুৰ্ব্বিংশ দিনে ঘটিল। & To মাসের একবিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য হগয় ভাববাদী দ্বারা উপস্থিত হইল, তুমি ২ এখন শস্টীয়েলের পুত্র সরুত্ববাবিল নামক যিহুদার অধ্যক্ষকে, যিহোষাদকের পুত্ৰ যিহোশূয় মহাযাজককে ৩ ও লোকদের অবশিষ্টাংশকে এই কথা বল, তোমাদের মধ্যে অবশিষ্ট এমন কে আছে যে, পূর্বপ্রতাপের অবস্থায় এই গৃহ দেখিয়াছিল ? আর এখন তোমর ইহা কি অবস্থায় দেখিতেছ ? ইহা কি তোমাদের ৪ দৃষ্টিতে অবস্তুবৎ নহে ? কিন্তু এখন, হে সরুকবাবিল, তুমি বলবান হও, ইহ সদাপ্রভু বলেন, আর হে যিহেষাদকের পুত্ৰ যিহোশূয় মহাযাজক, তুমি বলবান হও ; এবং দেশের সমস্ত লোক, তোমরা বলবান হও, ইহ সদাপ্রভু বলেন, আর কার্য্য কর ; কেননা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, ইহা বাহিনীগণের ও সদাপ্রভু বলেন। তোমরা যখন মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিলে, তখন আমি তোমাদের সহিত বাক্য দ্বারা নিয়ম স্থির করিয়াছিলাম ; এবং আমার আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন ; তোমরা ভয় 3 R হগয় । 6 ఏ ৬ করিও না। কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথ। কহেন, আর এক বীর, অল্পকালের মধ্যে, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে ৭ কম্পান্বিত করিব। আর আমি সৰ্ব্বজাতিকে কম্পীন্বিত করিব ; এবং সৰ্ব্বজাতির মনোরঞ্জন-বস্তু সকল আসিবেঞ্জ ; আর আমি এই গৃহ প্রতাপে পরিপূর্ণ ৮ করিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। রৌপ্য আমারই, স্বর্ণও আমারই, ইহা বাহিনীগণের সদাপ্রভু ৯ বলেন। এই গৃহের পূর্ব প্রতাপ অপেক্ষা উত্তর প্রতাপ গুরুতর হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন ; আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব,ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। ১ - দারিয়াবসের দ্বিতীয় বৎসরের নবম মাসের চতুৰ্ব্বিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য হগয় ভাববাদী দ্বারা উপ১১ স্থিত হইল ; বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, তুমি এক বার যাজকদিগকে ব্যবস্থার বিযয় জিজ্ঞাসা ১২ কর, বল, কেহ যদি আপন বস্ত্রের অঞ্চলে পবিত্র মাংস বহন করে, আর সেই অঞ্চলে রুট কি সিদ্ধ শবজি কি দ্রাক্ষারস কি তৈল কি অদ্য কোন খাদ্য দ্রব্য স্পর্শ করা হয়, তবে সে দ্রব্য কি পবিত্র হইবে ? যাজকগণ ১৩ উত্তর করিয়া বলিলেন, না । তখন হগয় কহিলেন, শবের স্পর্শে অশুচি কোন লোক যদি ইহার মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে, তবে তাহ! কি অশুচি হইবে ? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, তাহ অশুচি হইবে। ১৪ তখন হগয় উত্তর করিয়া কহিলেন, সদাপ্রভু বলেন, আমার সম্মুখে এই বংশ তদ্রুপ ও এই জাতি তদ্রুপ : তাহাদের হস্তের সমস্ত কৰ্ম্মও তদ্রুপ ; এবং ঐ স্থানে ১৫ তাহারা যাহ উৎসর্গ করে, তাহ অশুচি। এখন, বিনতি করি, আদ্যকার দিনের পূৰ্ব্বে যত দিন সদাপ্রভুর মন্দিরে প্রস্তরের উপরে প্রস্তর স্থাপিত ছিল ১৬ না, সেই সকল দিন আলোচনা কর। সেই সকল দিনে তোমাদের মধ্যে কেহ বিংশতি কাঠ শস্তরাশির নিকটে আসিলে কেবল দশ কাঠ হইত, এবং দ্রাক্ষীকুণ্ড হইতে পঞ্চাশ পুর। পরিমাণ দ্রাক্ষারস লইতে ১৭ আসিলে কেবল বিংশতি পুরা হইত। আমি শস্তের শোষ, স্নান, ও শিলাবৃষ্টি দ্বার তোমাদের হস্তের সমস্ত কায্যে তোমাদিগকে আঘাত করিতাম, তথাপি তোমরা আমার প্রতি ফিরিতে না, ইহ সদাপ্রভু ১৮ বলেন। বিনতি করি, আদ্যকার দিন অবধি, এবং ইহার পরেও আলোচনা কর, নবম মাসের চতুৰ্ব্বিংশ দিন অবধি, সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপনের ১৯ দিন অবধি, আলোচন কর। গোলায় কি কিছু বীজ অবশিষ্ট আছে ? আর দ্রাক্ষালতা, ডুমুর, দাড়িম্ব এবং জিতবৃক্ষও ফলে নাই। অদ্যাবধি আমি আশীৰ্ব্বাদ করিব । ২০ পরে মাসের চতুৰ্ব্বিংশ দিনে সদাপ্রভুর এই বাক্য

  • ( বা ) মনোরঞ্জক আসিবেন ।

7.59 -مصعيتعي