পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৯১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ? ; >レー>レ; >8 ] সমাজ গৃহে যিহুদী ও ভক্ত লোকদের কাছে, এবং বাজারে প্রতিদিন যাহাদের সঙ্গে দেখা হইত, তাহদের ১৮ কাছে কথা প্রসঙ্গ করিতেন। আবার ইপিকুরেয় ও | ৩২ স্তোয়িকীয় কএক জন দার্শনিক তাহার সহিত তর্ক বিতর্ক করিতে লাগিল। আর কেহ কেহ কহিল, এ প্রেরিত। ১৩৫ দিয়াছেন, ফলতঃ মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। তখন মূতগণের পুনরুত্থানের কথা শুনিয়া কেহ কেহ উপহাস করিতে লাগিল ; কিন্তু আর কেহ কেহ বলিল, আপনার কাছে এ বিষয় আর এক বার শুনিব । বাচালটা কি বলিতে চায় ? আর কেহ কেহ বলিল, ৩০ এইরূপে পোল তাহদের মধ্য হইতে প্রস্থান করিলেন । উহাকে বিজাতীয় দেবতাদের প্রচারক বলিয়া বোধ | ৩৪ কিন্তু কোন কোন ব্যক্তি র্তাহার সঙ্গ ধরিয়া বিশ্বাস হয় ; কারণ তিনি যীশু ও পুনরুত্থান বিষয়ক সুসমাচার ১৯ প্রচার করিতেন। পরে তাহার। তাহার হাত ধরিয়া | আরেয়পাগে লইয়া গিয়া কহিল, আমরা কি জানিতে | পারিব, এই যে নুতন শিক্ষা আপনি প্রচার করিতেছেন, ২• ইহা কি প্রকার ? কারণ আপনি কতকগুলি অদ্ভুত কথা আমাদের কাণে তুলিতেছেন ; অতএব আমরা | জানিতে বাসনা করি, এ সকল কথার অর্থ কি । ২১ ( আর্থানীয় সকল লোক ও তথাকার প্রবাসী বিদেশীরা কেবল নুতন কোন কথা বলা বা শুন ছাড়া আর | ২২ কিছুতে কালক্ষেপ করিত না । ) তখন পোল আরেয় পাগের মধ্যস্থলে দাড়াইয়া কহিলেন, হে আৰ্থানীয় লোকেরা, দেখিতেছি, তোমরা সৰ্ব্ব২৩ বিষয়ে বড়ই দেবতাভক্ত। কেননা বেড়াইবার সময়ে তোমাদের উপাস্য বস্তু সকল দেখিতে দেখিতে একটা বেদি দেখিলাম, যাহার উপরে লিখিত আছে, ‘ অপরিচিত দেবের উদেশে।’ অতএব তোমরা যে অপরিচিতের ভজনা করিতেছ, ২৪ তাহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি। ঈশ্বর, | যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নিৰ্ম্মাণ করিয়াছেন, তিনিই স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনিৰ্ম্মিত ২৫ মন্দিরে বাস করেন না ; কোন কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিতও হন না, তিনিই সকলকে ২৬ জীবন ও শ্বাস ও সমস্তই দিতেছেন। আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে ; তিনি তাহদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির ২৭ করিয়াছেন ; যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোন মতে হাতড়িয়া হাতড়িয় তাহার উদ্দেশ পায় ; অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন । ২৮ কেননা তাহতেই আমাদের জীবন, গতি ও সত্তা ; যেমন তোমাদের কএক জন কবিও বলিয়াছেন, কারণ আমরাও তাহার বংশ’ । h ২৯ অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের | স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে ক্ষোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা ৩• আমাদের কৰ্ত্তব্য নহে। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সৰ্ব্বস্থানের সকল | ১২ মনুষ্যকে মনঃপরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন : ৩১ কেননা তিনি একটা দিন স্থির করিয়াছেন, যে দিনে Sbr করিল ; তাহাদের মধ্যে আরেয়পাগীয় দিয়নুষিয়, এবং দামারী নাম্নী একটী স্ত্রীলোক, ও তাহদের সহিত আর কএক জন ছিলেন। করিন্থে সুসমাচাব-প্রচার । তৎপরে পৌল আর্থীনী হইতে প্রস্থান করিয়া করিন্থে আসিলেন । আর তিনি আক্কিল নামে এক যিহূদীর দেখা পাইলেন । হনি জাতিতে পন্তীয়, অল্প দিন পূবেব আপন স্ত্রী প্রিন্ধিল্লার সহিত ইতালিয়৷ হইতে আসিয়াছিলেন, কেননা ক্লেদিয় সমুদয় যিহুদীকে রোম হইতে চলিয়া যাইতে আজ্ঞা করিয়াছিলেন। ৩ পোল তাহীদের কাছে গেলেন। আর তিনি সমব্যবসায়ী হওয়াতে র্তাহীদের সঙ্গে অবস্থিতি করিলেন, ও তাহার কৰ্ম্ম করিতে লাগিলেন, কেননা তাহারা ৪ তাম্বু নিৰ্ম্মাণ ব্যবসায়ী ছিলেন। প্রতি বিশ্রামবারে তিনি সমাজ-গৃহে কথা প্রসঙ্গ করিতেন, এবং যিহূদী ও গ্রীকদিগকে বিশ্বাস করিতে প্রবৃত্তি দিতেন। ৫ যখন সীল ও তীমথিয় মাকিদনিয়া হইতে আসিলেন, তখন পৌল বাক্যে নিবিষ্ট ছিলেন, যীশুই যে খ্ৰীষ্ট, ইহার প্রমাণ যিহুদীদিগকে দিতেছিলেন । ৬ কিন্তু তাহারা প্রতিরোধ ও নিন্দ করাতে তিনি বস্ত্র ঝাড়িয় তাহাদিগকে কহিলেন, তোমাদের রক্ত তোমাদেরই মস্তকে বর্ভুক, আমি শুচি ; এখন অবধি ৭ অামি পরজাতীয়দের নিকটে চলিলাম। পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া তিতিয় যুষ্ট নামে এক জন ঈশ্বর-ভক্তের বাটীতে প্রবেশ করিলেন, ইহঁর বাটী ৮ সমাজ-গৃহের পার্শ্বে ছিল । আর সমাজধ্যক্ষ ক্রীষ্প সমস্ত পরিবারের সহিত প্রভুতে বিশ্বাস করিলেন ; এবং করিন্থীয়দের মধ্যে অনেক লোক শুনিয়া বিশ্বাস ৯ করিল, ও বাপ্তাইজিত হইল। আর প্রভু রাত্রিকালে দর্শনযোগে পৌলকে কহিলেন, ভয় করিও না, বরং ১০ কথা বল, নীরব থাকিও না ; কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার হিংসা করণার্থে কেহই তোমাকে আক্রমণ করিবে না ; কেননা এই নগরে ১১ আমার অনেক প্রজা আছে। তাহাতে তিনি দেড় বৎসর অবস্থিতি করিয়া তাহীদের মধ্যে ঈশ্বরের বাক্য শিক্ষা দিলেন । আর গাল্লিয়ে যখন আখায়ার দেশাধ্যক্ষ, তখন যিছুদীরা একযোগে পোলের বিপক্ষে উঠিল, ও তাহাকে বিচারাসনের সম্মুখে লইয়া গিয়া কহিল, আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা স্যায়ে জগৎসংসারের | ১৩ এই ব্যক্তি ব্যবস্থার বিপরীতে ঈশ্বরের ভজনা করিতে বিচার করিবেন ; এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ | ১৪ লোকদিগকে কুৰ্বপ্রক্তি দেয়। কিন্তু যখন পৌল মুখ 135