পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ļe छूमिका । একরূপ অন্তত বাঙ্গল। শুনায়, এবং সৰ্ব্বসাধারণের বোধগম্যও হয় না ; সুপিচ সকল শব্দের প্রতিশব্দও পাওয়া যায় না; তবে অন্য ভাষা হইতে গৃহীত ও ব্যবহৃত শব্দসকল কিরূপে পরিত্যাগ করা যাইতে পারে?? বিশেষতঃ বাঙ্গল হইতে সংস্কৃত শব্দসমূহ তুলিয়া লইলে, লাতিন ও গ্রীক শব্দহীন হইলে ইংরাজীর যেদশা বাঙ্গলীর ততোধিক দুর্দশ হইবে। কিন্তু ঐ সকল শব্দ ত্যাগ করার আবশ্যকই বা কি? যেহেতু ভাষা কেবল অভিপ্রায় প্রকাশের নিমিত্তে বই নয় ; অতএব যে শব্দ ব্যবহারে .. ঐ অভিপ্রায় উত্তমরূপ প্রকাশ পায় তাহাই ব্যবহার্য্য। এবং যে কালে যে ভাষা যদবস্থ তৎকালে তদবস্থ সেই ভাষা শুদ্ধরূপে ব্যবহারের নিয়ম প্রদর্শন ব্যাকরণের অভিধেয় ঐ ভাষার সাধু অসাধু পদ বিবেচন । পূর্বক অসাধুভাগে সাধু শব্দ কএকটমাত্র বিষয়ক স্থত্ৰsরচনা ব্যাকরণের কাৰ্য্য নয়, এবং তেমত ব্যাকরণে অতি অল্পকাৰ্য্য হয়। এতাবতী, বর্তমানে বাঙ্গলায় যত ভাষার যত কথা প্রচলিত আছে, বাঙ্গল সম্বলিত তৎসমুদয় কথা শুদ্ধ রূপে ব্যবহার নিমিত্ত এক ব্যাকরণ,কর অত্যাবশ্যক। অপর ষে কএক খানি ব্যাকরণ এক্ষণে বৰ্ত্তমান, তাহাতেও বাঙ্গলায় ব্যবহৃত সমুদয় { কথা শুদ্ধরূপে ব্যবহারের নিয়ম অপ্রাপ্য; এবং মধ্যেই ভ্রমও দৃষ্ট হইয়াছে। বিশেষতঃ বিজাতীয় মহাশয়ের যে দুই এক খানি লিখিয়াছেন তাহাতে বি জাতীয় প্রমাণ হইয়াছে TTঐ প্রমণদে বিরক্ত বঙ্গভাষাতুরক্ত কতিপয় মহাশয় প্রথমতঃ সাহেবদিগের পাঠের নিমিত্তে ইংরাজিতে বাঙ্গলা ব্যাকরণ প্রস্তুত করিতে অনুরোধ করেন, তাহ প্ৰণাতৃ হইলে শিক্ষা সমাজাধ্যক্ষ মহাশয়েরা ঐ পুস্তককে ইংরাজীপাঠক বঙ্গবার্লকেরও উপযোগি জানিয়া গবর্ণমেন্ট-বিদ্যালয়সকলে পাঠ্য করেন। পরন্তু ঐ পুস্তকস্থ স্থত্রাদির ব্যাখ্যা ইংরাজিতে থাকাতে এবং ইংরাজিতে অনভিজ্ঞ বাঙ্গলার অধ্যাপকের তাহা বুঝাইবার অক্ষমতা প্রকাশ করাতে উক্ত সমাজপতি . (অধুন) মৃত মহামতি মহোদয় শুদ্ধ বাঙ্গলায় ব্যাকরণ রচনার্থ অনুরোধ করেন, যদনুসারে এই ব্যাকরণ প্রস্তুত হইল। | ইহাতে বাঙ্গলাবলিয়৷ খ্যাত পদমাত্রের এবং বাঙ্গল। ভাষায় ব্যবহৃত ও ব্যবহায্য সংস্কৃত শব্দের ও পদের শুদ্ধরূপে র্যবহারের নিয়ম অথচ বtঙ্গলায় চলিত অপর ভাষার শব্দ সমুহ ব্যবহারের সঙ্কেত প্রাপ্য। এবং আর২ বাঙ্গল ব্যাকরণে ষে সকল ভ্রম ও অবশ্যক বিষয়ের অভাব, বোধ করি তাহীও ইহাতে নাই। সঙ্ক্ষেপতঃ, বৰ্ত্তমামাবস্থ বাঙ্গালিদের বিশেষউপকামি হইবে এই বাঞ্ছায় এই পুস্তক প্রস্তুত করিলাম। এখন পরমেশ্বর সমীপে বাঞ্ছ৷ এই যে ইহা

  • ইংরাজী ও পারসী পাঠকের তত্তস্তাম্বার অনেক শব্দ বাঙ্গলায় ব্যবহার করেন, পণ্ডিত মহাশয়ের তজপ বাঙ্গলাকে অসাধুবাদে সংস্কৃত শব্দ ৰ পদপুর্ণ প্ৰাঙ্গল ৰাক্যকে সাধু ভাষা কহেন। ; :