পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w) ভূমিকা । লোকের অনুগামি হইতে হইবে। অন্য দেশীয় শাস্ত্র তদেশীয় লোকের ন্যায় শিখ যাইতে পারে, এবং অধিক অনুশীলনে তদপেক্ষাও ভাল জানা যাইতে পারে, কিন্তু ভাষাভ্যাসে সে কথাটা বলিবার যেl. নাই, যেহেত্ত তাহ৷ তদেশীয় লোকের স্বভাবসিদ্ধ, অন্যের শুকবৎ অভ্যস্ত, সে দেশীয় লোক যাহা উত্তম বলিবে তাহণই উত্তম জানিতে হই Lল, এবং য{হ মন্দ বলিবে তা হাট ঘাড় পাভিয় মানিয়া লইতে হইবে। অতএব আমরা যে ভাষা সম্পূর্ণরূপে জানিতে পারি, প্রকৃতরূপে লিখিতে ও অভ্রান্ত ভাবে কহিতে পারি, যাহতে উপমান হইতে পারি, এবং যাহাতে দেশীয় সৰ্ব্বসাধারণের উপকার হইতে পারে, সে এই বাঙ্গল, যাহা মামাদের মাতৃক্রেণড়ে স্তনপানাবস্থাবধি অনায়াসে অজ্ঞাতসারে অভ্যস্ত, এবং যাহা অভাবনায় স্বভাবতঃ উপস্থিত হয়। অন্য ভাষাভ্যাসে শরীর ক্ষয় করিয়াও পরে আলোচনা না করিলে তিনি বিস্মৃত হইতে থাকেন, কিন্তু বাঙ্গল আমাদের ভুলিবার নয়। ভিন্ন ভাষা অসহজতাদোষে ন ভাবিলে বলা যায় না, এবং ভাবিলেও অবাধে চলেন । কিন্তু বাঙ্গলা সষ্ট জতাগুণে না ভাবিতে বাহির হয়, অনর্গল চলে ; এবং বাঙ্গল কহিব না এমত প্রতিজ্ঞাপূর্বক অপর ভাষা কহিতে গেলেও কিঞ্চিম্মাত্র অসাবধানে অমনি কহিয়া ফেলিতে হয় । অণমর যে কোন ভাষা কেন অভ্যাস করিনা মনে যে ভাব আণইসে তাহা এই বাঙ্গলাতে, এবং অন্য ভাষায় যে কোন বিষয় কেন লিখিতে যাইন তাহার ভাব অগ্রে বাঙ্গলাতেই প্রায় উদয় হয়, পরে অনুবাদের ন্যায় পরভাষায় প্রকাশ পায়। কিন্তু তথাপি আমাদের নিকট বাঙ্গলার এমত অনাদর যে অণমণদের মধ্যে ভিন্ন ভাষাজ্ঞ মহাশয়েন। অনেকে পত্রাদি বাঙ্গলীয় লিখিতে লজ্জা পান, ভিন্ন ভাষায় লিখিতে শ্লাঘা বোধ করেন ; কিন্তু বাঙ্গালি হইয়: ;"ল। লিখিতে অথব! প্রকৃত রূপে লিখিতে না জানার জন্যে যে এক লজ্জা তাহ হয় না । দেশীয় ভাষা শিখিতে অধিক শ্রম হওয়াদূরে থাকুক ভিন্ন ভাষা শিখিতে যে শ্রম হয় তাহার অনেক অগপ প্রমে তাহাশিখা যায় ; এবং বিদেশীয় ভাষা শিখিতে যে শ্রম ব্যয় হয় তাহাতে দেশীয় ভাষা অনেক উত্তমরূপে শিখ যাইতে পারে, এবং সে শিক্ষায় মহোপকণর জন্মে অন্য ভাষার যে অভ্যাস সে কেবল অর্থেণপার্জন ও তল্লিখিত শাস্ত্রজ্ঞানশজন নিমিত্ত, অতএব তন্নিত্তে অন্য ভাষা শিক্ষা ঘেপর্যন্ত আবশ্যক তন্মাত্রই কৰ্ত্তব্য বোধ হইতেছে; এবং ঐ শাস্ত্রাদি অনুবাদ করিয়া গ্রন্থপ্রস্তুত নিমিত্তে দেশীয়ভাষায় যেমতপারদর্শি হওয়া আবশ্যক; তক্রপ হইতে যত্ন করা শ্ৰেয়ঃ। অপিচ, এক্ষণে দেশের যে অবস্থা তাহাতে ইংরাজি আদি লিখিয় দেখানর সময় এ নয়, কিন্তু ইংরাজিঅাদি ভাষাতে বিদ্যশিখিয়া বাঙ্গলায় তাহ৷ সাধারণকে শিখাইবার সময় এই । যখন সহস্র২ লোক অবিদ্য তিমিরে অাছিন্ন হইয়া উপায় দশনে ব্যাকুল, তখন কি, আর তেমত করা সাজে, তখন