পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্বানম । - ふ> বিশেষণীয় বিশেষণ । অতি, অতিশয়, অত্যন্ত ইত্যাদি কতিপয় শব্দ গুণবাচক এবং ক্রিয়ারবিশেষণের বিশেষণৰূপে ব্যবহৃত হইয় থাকে, যথা, অতি-উত্তম, অতি-সকালে, অতিশয়মন্দ, অত্যন্তুনিষ্ঠুৰ্বৰূপে, ཧྥུ་རྫ་ཧྥུ་ এই ৰূপ শব্দ সমুহ এতদবস্থায় বিশেষণীয় বিশেষণ ক্ত হয় । পঞ্চম পরিচ্ছেদ। সৰ্ব্বনাম। যে শব্দ কোন বস্তুর নামের পরিবর্তুে ব্যবহৃত হয়, তাহার নাম সৰ্ব্বনাম । so বাঙ্গল সৰ্ব্বনামের স্ত্রীলিঙ্গে ও পুংলিঙ্গে আকার ভেদ নাই, অতএব তাহা যে লিঙ্গবাচক শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় সেই লিঙ্গই কল্পনা করাযায়। যে প্রকারশব্দের নিমিত্তে যে নিয়ম করাগুয়াছে তাহ সেই প্রকার নামের স্থানে ব্যবহৃত সৰ্ব্বনামেও খাটিবে। এক্ষণে জানা কৰ্ত্তব্য যে পুরুষ (বা ব্যক্তি) তিন প্রকার, অর্থাৎ যাহার সম্বন্ধে বা বিষয়ে উক্তি করাষায় সে সংস্কৃতে প্রথম পুরুষ, যাহার প্রতি উক্তি করাযায় সে মধ্যম পুরুষ, এবং•ষে ব্যক্তি উক্তি করে সে উত্তম পুরুষ, সুতরাং বাঙ্গলাতেও তদনুৰূপে তন্দ্রপ | '