পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిశి बांक्रव्ण1-वTांकज़१ ।। ইউরোপীয় ভাষাসকলে উত্তমপুরুষকে প্রথম ব্যক্তি, মধ্যম পুরুষকে দ্বিতীয় ব্যক্তি, এবং প্রথমপুরুষকে তৃতীয় ব্যক্তি বলাযায়। কিন্তু সংস্কৃত ধাতুরূপে তৃতীয়ব্যক্তি সম্বন্ধীয় ক্রিয়াপদ প্রথমে ব্যবহৃত হওয়াতে ঐ সকল ক্রিয়াপদকে, এবং তত্তৎকৰ্ত্তাদিকে সংস্কৃতে প্রথম পুরুষ বলাযায়, দ্বিতীয় ব্যক্তি সম্বন্ধীয় ক্রিয়াপদ মধ্যে লিখিত হওয়াতে তাহা ও তৎকৰ্ত্তাদি মধ্যম পুরুষ বলাযায়, এবং যেহেত্ত কোন ব্যক্তি আপনাকে অধম বলিয়া জানেন, প্রত্যুত সকলেই প্রায় কোন না কোন রূপে আপনাকে উত্তম করিয়া মানিয়া থাকে, এই হেতু বোধ হয় যে প্রথম ব্যক্তি অর্থাৎ বক্তা, উত্তম পুরুষ বলিয়া খ্যাভ হইয়াছে, অতএব তৎ সম্বন্ধীয় ক্রিয়াপদকে তদন্থরূপে উত্তম পুরুষ বলিতে হইয়াছে। অণরবী ও পারসী ইত্যাদি অগসিয়াখণ্ডের অণরং প্রধান ভাষাতেও ক্রিয়াপদ ও সৰ্ব্বণনামাদি স্থাপন ও ব্যবহারের ক্রম সংস্কৃতাম্বুরূপ। ব্যক্তির পদানুসারে একই পুরুষীয় সৰ্ব্বনাম তিনপ্রকার,অর্থাৎ উৎকর্ষ-বোধক, সাধারণ, এবং অপকর্ষ-স্থচক —সম্ভান্ত এবং গুরুলোকের নামের পরিবর্তে, অথবা কোন ব্যক্তির সম্ভমার্থে তাহার নামের পরিবর্তে উৎকৰ্ষবোধক সৰ্ব্বনাম ব্যবহৃত হয়। যে ব্যক্তিকে না সন্ত্রম করা অভিপ্রেত, না অসম্ভ্রম করা মনস্থ হয় তাহার নামের পরিবর্তে সাধারণ (অর্থাৎ না গৌরববোধক না অগৌরবস্থচক) সৰ্ব্বনাম ব্যবহৃত হয়,এবং যাহাকে সন্তুম কুর মনস্থ না হয় প্রত্যুত আপমা হইতে কোন না কোন ৰূপে নীচ জানাইতে হয়, তাহার নামের পরিবর্তে অপকর্ষস্থচক সৰ্ব্বনামই প্রায় ব্যবহার করা গিয়া থাকে। উত্তম পুরুষীয় সৰ্ব্বনাম আমি ; ইহা উক্ত তিন পদস্থ ব্যক্তিই আপন নামের পরিবর্তে ব্যবহার করিয়া থাকে। ইতর লোকের মধ্যে কেহ২ আমি স্থলে মুই বলিয়া থাকে। কিন্তু পদ্যেতে মুই ও আমি-র মধ্যে তাদৃক ইতর বিশেষ নাই, অভেদ ৰূপেই প্রায় ব্যবহার করা গিয়া থাকে। মধ্যম পুরুষে উৎকর্ষস্থচক সৰ্ব্বনাম আপনি, সাধারণ তুমি, অপকৰ্ষবোধক তুই। প্রথম পুরুষীয় সৰ্ব্বনাম প্রথমতঃ ব্যক্তির তিন পদানুসারে প্রকারান্তর, আবার ঐ প্রত্যেক প্রকার ব্যক্তির অবস্থানানুসারে তিন প্রকার। অর্থাৎ ব্যক্তি যদি নিকটে অথবা ,আর২ ব্যক্তি হইতে নিকটে অবস্থিত হয় তবে তাহার নামের পরিবর্তে