পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সৰ্ব্বনাম। - - ده (প্রধানতঃ)উৎকর্য জ্ঞাপনার্থে অথবা ন সন্ত্রম না অসম্ভমার্থে ইনি ব্যবহৃত হয়, এবং অপকর্ষার্থে এ কথিত হয়, আর যদি তদপেক্ষা দূরে অবস্থিত হয়, তবে তাহার নামের পরিবর্তে ইনি স্থলে তিনি, এবং এ স্থলে সে ব্যবহৃত হয় । পরন্তু কোনব্যক্তি যদি ইনি বা এ দ্বারা প্রকাশিত ব্যক্তি অপেক্ষ দূরে অথচ তিনি বা সে দ্বারা প্রকাশিত ব্যক্তি অপেক্ষ নিকটে থাকে তবে তাহার নামেরপরিবর্তে ইনি স্থলে উনি এবং এ স্থলে ও ব্যবহার করাযায় । অনেক স্থানে আপনি স্থলে মহাশয় শব্দ প্রয়োগ করা গিয়া থাকে । - অতি সন্ত্রান্ত ব্যক্তি প্রতি উক্তি কালে (উত্তম পুরুষ) বক্ত কখন২ আপনাকে অধম জ্ঞাপনার্থে আমি স্থলে গোলাম, দাস* দীন, ভূত্য, সেবক বা অধীন বলিয়া থাকে। এবং ঐ অতি সম্ভান্ত ব্যক্তি প্রতি স্থল বিশেষে হুজুর, ও স্থল বিশেয়ে প্ৰভু ও ঠাঙ্গর ইত্যাদি শব্দ প্রয়োগ করে "ধৰ্ম্মাধিকারি ওভূম্যধিকারি প্রভৃতি পদাভিমানি মহাশয়েরা অনেকে আত্ম গৌরব স্থচনার্থ আমি স্থলে হুজুর, এপক্ষ প্রভৃতি দাম্ভিক শব্দ ব্যবহার করিয়া থাকেন । জ্ঞানশীল সুশীল সভ্য মহাশয়েরা তুমি স্থলেও আপনি, ও তুই 写び列「3 তুমি, ব্যবহার করেন, কিন্তু পদাড়িমানি বড় মামুষেরা অনেকে আপনি স্থলে ভুমি, ও তুমি, স্থলে তুই বলিয়ু আপনাকে আপনি বড জানান । প্রথম পুরুষীয় ব্যক্তি বক্তার নিকট অতি মান্য হইলে তাহার নামের পরিবর্তেও ত্রযুক্ত এবং হুজুর আদি শব্দ বক্ত কর্তৃক ব্যবহারকরা গিয়া থাকে। কখন২ আমি স্থলে (প্রথমপুরুষীয় শব্দ) সৈজন ও এজন ব্যবহার করাগিয়াথাকে। উত্তমপুরুষীয় সৰ্ব্বনাম আমি স্থলে ব্যবহৃত গোলাম প্রভৃতি অপকৰ্ষবোধক শব্দ প্রথম পুরুষীয় হওয়াতে ঐসকল শব্দ কর্তৃ

  • জীলিঙ্গে দামী, দীন,স্থ্য, সেৰিকা, অধীন।