পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অব্যয়শবদ । ১৬৭ সপ্তম পরিচ্ছেদ । অব্যয় শবদ । অব্যয় শব্দের মধ্যে—১ কতিপয় ক্রিয়ার বিশেষণ, যথা,— পশ্চাৎ উপরি, সহস1, হঠাৎ, তবে, এবে, ইত্যাদি ;—২ কতিপয় একপদের সহিত পদান্তরের সম্বন্ধ স্থচক ;—৩ কতিপয় সমুচ্চয়াকর্থ,৪ কতিপয় অন্তঃকরণের ভাব প্রকাশক ; ৫ কতিপয় উপসর্গ ; ৬ কতিপয় কখন কোন ভাবের আভাস প্রকাশক কখন ব1. কেবল ভাষার রীতি ক্রমে ব্যবহৃত ; ৭ কতিপয় কেবল ভাষায় রীতি-ক্রমে ব্যবহৃত : ৮ কতিপয় অনুকার । সম্বন্ধস্থ চক অব্যয় । ২ সম্বন্ধস্থচক অব্যয় দুই পদের মধ্যে স্থাপিত হইয়া পরস্পরে সম্বন্ধ দশায়, যথা, কলিকাত। হইতে কাশী পৰ্য্যন্ত। তিনি ঝাড় খণ্ডির পথ দিয়া যাইবেন । নিম লিখিত শব্দ কতিপয় সম্বন্ধবোধক অব্যয় রূপে ব্যবহৃত,যথ1,—প্রতি, ফি, উপর, পর, পশনে, দিগে ; হইতে, থেকে,বিনা, বই, সেওয়ায়, ইস্তক, লাগাএং, তক পকে, সহ, সহিত, ইত্যাদি। সমুচ্চয়ার্থক (অব্যয় শব্দ) — ৩ যে শব্দ দুই পদের মধ্যে থাকিয়া পরস্পরের এক যোগ ও এক প্রকাশিত ব1, উহ ক্রিয়ার সহিত অন্বয় বুঝায় ভাঙ্গ, এবং যে শব্দ দুই বণ ক্যাংশের বা বাক্যের মধ্যে স্থাপিত হইয়। পরস্পরের অন্বয় বা যোগ দশায় उां झT७ সমুচ্চয়ার্থক বলা যায়, येथ',-झtम ও শ্যাম সেখ নে যাইবেন । রাম আর শ্যাম দুই ভাই। যে জন জানে ন এবং লজ্জায় শিখেন, কিন্তু জণনায় যে জানি, তাহার মুখত কখনো ঘুচেন। ধন উপাৰ্জ্জন কঠিন নয় কিন্তু তাহার সদ্ব্যয় করা কঠিন ; এবং যে উপাৰ্জ্জন করে সে মহৎ নয়, কিন্তু যে সদ্ব্যয় করে সেই মহাত্ম। * 例 * ২৪ পৃষ্ঠা দেখ । { উপর ও পর শব্দ স্থল বিশেষে সব্যয় রূপেও rস্থিত |