পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারক । - ᎼbᏅ☾ পরন্তু জ্ঞাতব্য এই যে উক্ত দুই প্রকার ভাববাচ্য ক্রিয়াপদের মূলভাগ সকৰ্ম্মক হইলে, তাহার প্রকৃত কৰ্ম্মপদ প্রাণি বাচক সত্বে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়, যথা, তাহাকে আমার জান। আছে। উহাকে বলা আছে, এ ঘোড়াটাকে নিলামে পাঠান হইয়াছিল ব1 গিয়াছিল কিন্তু বিকাইল না । o বাঙ্গল ক্তান্ত পদদ্বারা নিম্পন্ন কৰ্ম্মবাচ্য ধাতুর অনেক ৰূপ র্যবহার করার রীতি নাই । প্রথম পুরুষীয় অপকর্ষ বোধক কৰ্ম্মবাচ্য (বা ভাববাচ্য) ক্রিয়াসম্বন্ধীয় কৰ্ম্মপদ প্রণিবোধক হইলে অনেক স্থলে ভাষার রীতিক্রমে উক্তনাহইয়। দ্বিতীয় বিভক্তিযুক্তই থাকে, যথা, আপনাকে বা তাহাকে আবশ্যক মতে ডাকাযাইবে । এ ঘোড়াটাকে নিলামে পাঠান গিয়াছিল কিন্তু বিকাইল না । উক্তরূপ ব্যুক্যে উক্তরূপ ক্রিয়াপদকে অনেকে এই হেত্তবাদে ভাববাচ্য " বিবেচনা করেন,যে তাহ কৰ্ম্মবাচ্য হইলে কৰ্ম্মপদ উক্ত হইত,এবং ঐ উক্তপদের সহিত ক্রিয়াপদের পুরুষাদি বিষয়ে সাদৃশ্য থাকিত। কিন্তু সে যাহা ইউক, ভাবার্থ লইতে গেলে উক্ত রূপ বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদ ৰূপে কৰ্ম্মবাচ্য ও প্রথম পুরুষীয় হইলেও প্রকৃতার্থে কর্তৃবাচ্য ও উত্তম পুরুষীয় বোধ হয়, যথা, • আপনাকে ও ত হাকে অণবশ্যক মতে ডাকাযাইবে।” এই বাক্যে আপনাকে ও র্তাহাকে আবশ্যক মতে ডাকিব এমতটী বই আর কিছু বুঝায় না। কর্তৃবাচ্যে কৃত ক্ত্যন্তপদে হওন বা অাছি ধাতু যোগে নিম্পন্ন ক্রিয়াপদ ৰূপে কৰ্ম্মবাচ্য হইলেও ফলিতার্থে কর্তৃবাচ্য, অতএব তাহার কৰ্ত্তাকে প্রকৃতৰূপে কৰ্ত্তাই বোধ করিতে হইবে* যথা, সে এখন পাপে রত হইয়াছে তিনি আমার প্রতি তুষ্ট আছেন, তাহা প্রাপ্ত হইয়াছি। 3. * ব্যতীহার ক্রিয়ার কৰ্ত্তাও সাধারণ ৰূপে প্রথমান্ত । কিন্তু কখন২ তছত্তর পরস্পর বা উভয় বা তদৰ্থক শব্দ ব্যবহৃত হয়,এবং কখন বা উভয় কৰ্ত্তাই অধিকরণ ৰূপে ব্যবহৃত হয়, যথা, ঐ বালকরা so - * যেহেতু উক্তরূঃ ক্রিয়ার কর্তৃবাচ্য রূপই এই, এবং উক্ত রূপ জ্ঞাৰ পদ সকৰ্ম্মক ধাতুমূলক হইলে ঐ কৰ্ত্ত ভিন্ন অনু্য পদার্থ তাহার কৰ্ম্ম হইয়া তৰোধক শব্দ কৰ্ম্মরূপে ব্যবহৃত হয়, যথ, এমত ব্যক্তিকে প্রাপ্ত হইলে সুখী হইব ।

  • в उठ