পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৬ বাঙ্গল-ব্যাকরণ । তাকাতাকি ওবলাবলি করিয়া লিখিতেছে। ঐ বালকরা পরস্পর বলাবলি করিতেছে। তোমরা উভয়ে বা দুয়ে অথবা তোমাতে উহাতে দেখাদেখি করিয়া উত্তর লিখিয়াছ কেন ? এই ৰূপে উভয়ে কথার প্যাচার্পেটি। . কি করি দুজনে মনে করে অচিাঅাচি । কখনই ব্যতীহার ক্রিয়ার কর্তাদ্বয়ের মধ্যে এক মুখ্য ভাবে প্রথমাস্তু রূপে ব্যবহৃত হয়, এবং অন্য সহিত বা সহিতার্থক শব্দ যোগে ষষ্ঠ্যন্তরূপে ব্যবহৃত হয়, যথা, তোমার পুত্র তাহার সঙ্গে মারামারি করিয়াছে। কখন বা ব্যতীহার ক্রিয়ার কৰ্ত্ত। অধিকরণরূপে অথবা সহিতার্থক শব্দ যোগে ষষ্ঠ্যন্তরূপে ব্যবহৃত হয়, ও তৎপরবৰ্ত্তিক্রিয় হওন ধাতুর কর্তা রূপে ব্যবহৃত হয়, যথা, আজি তাতে আমাতে অথবা তার সঙ্গে আমার বড় তোকাতুকি হইয়ছে। têạ ব্যতীহার রূপবিশিষ্ট ক্রিয়াপদ কখনই কেবল একের ক্রিয় বুঝায়, যথা, তুমি এত চেঁচার্চেচি কর কেন ? t ph সাধারণরূপ ক্রিয়াপদ পরস্পর বা উভয় বা তদৰ্থক শব্দ পূৰ্ব্বক ব্যবহৃত হইলে তৎকার্যের ব্যতীহার বুঝায়, যথা, হে ভাইরা পরস্পর প্রেম কর } সম্বোধন কারকীয় পদ সৰ্ব্বদা প্রথমান্ত,—তথাপি (সংস্কৃত হইলে) অনেক স্থলে প্রথমান্ত কর্তৃপদের রূপে ও তাহার রূপে কিঞ্চিৎ বিশেষ হয়, যথা ৪৮ ও ৪৯ পৃষ্ঠায় দৃষ্টব্য) কৰ্ম্মকারকের প্রয়োগাদি ৷ ক্রিয়ার ব্যাপ্য যাহা তাহা কৰ্ম্ম । সেকৰ্ম্ম কর্তৃবাচ্য) ক্রিয়ার কৰ্ম্মপদ প্রকৃতরূপে দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়, যথা, রাম শ্যামকে মারিলেন । g পরন্তু ঐ কৰ্ম্মপদ অপ্রাণিবাচক হইলে বিভক্তি ত্যাগ করে, বৃহৎ পশুবাচক হইলে অনেক স্থলে, এবং ক্ষুদ্র পশু বোধক হইলে কতিপয় স্থল ভিন্ন সৰ্ব্বত্র বিভক্তি ত্যাগ করে । কিন্তু মহাজীববোধক হইলে ৪২ পৃষ্ঠায় দর্শিত কত্রক স্থল ভিন্ন প্রায় বিভূক্তি ত্যাগ করে না, যথা, তৎপৃষ্ঠ দৃষ্টে স্মরণ পড়িবে। কখনই কোন অকৰ্ম্মক বা সকৰ্ম্মকু ক্রিয়া ব্যবহার করিয়া ভাষার রীতিক্রমে তৎক্রিয়ামুলক শব্দ তৎকৰ্ম্মরণে ব্যবহার করাযায়, যথা, আজি