পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষতি-চিহ্ন। `န္ဒန္ কারি জানায় ; কিন্তু যেহেত্ত বাদির অভিযোগ সপ্রমাণ হইল না ; অতএব আজ্ঞা হইল যে বাদির দাওয়া ডিসমিস হয়। - সেই ঋণ-পত্রে তিন নিয়ম করাগিয়াছে —প্রথম এই যে, ধনী এক বৎসরের মধ্যে ব্যাজশুদ্ধ সকল টাকা পরিশোধ করিবে; দ্বিতীয় এই যে, এক কালে সকল দিতে ন পারিলে যখন যত সঙ্গতি হইবে তাহ দিবে; তৃতীয় এই যে, ঐ নিয়মিত সময়ের মধ্যে সকল টাকা দিতে. না পারিলে বন্ধকি বিষয়ে তাহার স্বত্ব লোপে উত্তমর্ণের অধিকার হইবে । © • রোমীয় বাক্য সমাপ্তি চিহ্ন . এইরূপ (নিরেট) এক বিন্দু মাত্র। ইহার ব্যবহার বঙ্গভাষায় হয় নাই। বঙ্গীয় বাক্য সমাপ্তির প্রাচীন চিহ্ন যে । দাড়ি আছে (ও যাহার উল্লেখ উপরে করাগিয়াছে) তাহাই ব্যবহার করাগিয়াথাকে। পরন্তু জ্ঞাতব্য যে গদ্যে বাক্যের শেষে এক । দাড়ি দেওয়াযায়, এবং পদ্যে (বাক্য শেষ হউক বা নাই হউক) প্রথম চরণের শেষে (তাহার প্রথমত্ব অথচ শেষ স্থচনুীর্থে) এক দাড়ি, ও দ্বিতীয় চরণের অন্তে (উক্ত হেত্ততে) দুই দাড়ি দেওয়াযায়। o ? এই চিহ্নের নাম প্রশ্ন-চিহ্ন। ইহা প্রশ্নবোধক বাক্যের শেষে (তৎ স্থচনার্থে) ব্যবহৃত হয়, যথা, তোমার নাম কি ? নিবাস কোথা ? কি কৰ্ম্ম কর? এখানে কি জন্য আসিয়াছ ? * ! এই চিহ্ন আশ্চর্য্যতাদি সুচক। যে বাক্যে আহ্বান, হঠাৎ উপস্থিত কোন ভাব, বিপত্তি, বিস্ময়, বিলাপ, আক্ষেপ, বা যে কোন রূপ খেদ বা ঘৃণা প্রকাশ করাযায় তাহার শেষে এই চিহ্ন ব্যবহার করাষায়, যথা,—বন্ধে ! আমি তোমার ব্যবহারে চমৎকৃত হইলাম ! হে পরমেশ্বর! আমাকে রক্ষণকর! মহাভারত ! তাহার. আর নাম করিওনা ! আহ! আহে। হরি হরি, উহু উহু মরি মরি, হায় হায় গোসাই গোসাই ! যে বাক্যে প্রশ্নরূপে আশ্চৰ্য্যতাদি প্রকাশ করাযায়, তাহার অন্তে ! এই চিহ্নই প্রায় দেওয়া গিয়াথাকে, যথা, ভুতঃ কীৰ্ত্তিৰ্যস্য স জীবতি! বলদেখি gBB BBS BS BBBBS BBS BS BBBBS BBBS BS BBBBS মহোদয় মহাশয় গণ! কিন্তু কোথা বা তাহদের কীৰ্ত্তি নাই ; কোথা বা তুiহাদের নাম নাই, অতএব কোথা বার্তাহার নাই ! • ( ) এই দুই চিহ্নের নাম পারেন্থিসিমৃ। কোন বাক্যের যে অংশ ,তুলিয়া লইলে ঐ বাক্যের প্রকৃতার্থের হানি হয় না, অথচ তাহ থাকিলে .ঐ বাক্যবোধ্য অভিপ্রায়ের প্রকাশ আরোস্পষ্ট ও বিশিষ্টরূপে হয়* সেই অংশ ( ) এই দুই চিহ্নের মধ্যে ব্যবহৃত হয়,—যথা, মনুষ্য জন্ম • * অর্থাৎ যেমত পুষ্পবৃক্ষ হইতে পুষ্প তুলিয়া লইলে বৃক্ষের বৃক্ষত্ব যায় নু, অথচ পুপিউ থাকিলে তাহ আরো শোভিত দেখায়, তক্রপ। e