পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Nうb" - বাঙ্গলা-ব্যাকরণ । শুন ওহে শুন বিধি, তাহার বিরহে যদি, পঞ্চস্থ হইল তনু শুন তবে কথাটা। ख्ठांनौ झ७ ७१ौ झ७ झहे८शक गांन । · কীৰ্ত্তি কর স্মরণীয় হইবেক নাম । আছে নানামত, যে বন্ধন যত, সকলি কয় স্বালন । কিন্তু প্রেমডোরে, যেই বান্ধাপড়ে, নাহিক তার মোচন। চামর দুলায় তারে ভরত শত্ৰুঘু। যোড় হাতে স্তব করে পবননন্দন ॥ r ঘর বড় এতবড় অণইবড় ঝি। বিবাহ না হলে পরে লোকে কবে কি । লাজত্ৰতী যতি কল্প হতেছে নির্লজ্জ। অবল। সে জ্বাল কিসে করিবেক সহ ॥ এক চরণের অন্তে বস্তুতঃ হসন্ত এবং অন্য চরণের অন্তে অল্পচারিত ,অকারান্ত হল বর্ণ পরস্পর মিত্রণক্ষর রূপে ব্যবহার করা গিয়াথাকে, যথা, সকলে বাটিয়া লও কিঞ্চিত কিঞ্চিত্ৰ। সাবধান কেহ যেন না হয় বঞ্চিত । এক চরণের বা পদের অন্তে উচ্চারিত অকারান্ত ব্যঞ্জন, এবং তদ্‌ যুগ্ম চরণের বা পদের অন্তে (৯ ও ১০ পৃষ্ঠায় দশিত নিয়মানুসারে) অমৃচ্চারিত অকণরান্ত ব্যঞ্জন ব্যবহার করিয়া, এবং ঐ উচ্চারিত অকারের অনুরোধে ঐ অমৃচ্চারিত আকারের উচ্চারণ করিয়া ঐ (স্বর ব্যঞ্জন যুক্ত) বর্ণদ্বয়কে পরস্পর মিত্ৰাক্ষর রূপে ব্যবহার করাগিয়া থাকে (১)। এবং উভয় চরণের বা পদের অন্তষ্ঠিত ব্যঞ্জন দ্বয় উভয়েই অনুচ্চারিত অকণরান্ত হইলেও যদি পুৰ্ব্ববৰ্ত্তি স্বরের অসমত্ব নিমিত্ত পরস্পরের সুমিল না হয়, তবে ঐ অনুচ্চারিত অকারদ্বয়ের উচ্চারণ করিয়া তাদৃশ মিত্ৰাক্ষরদ্বয়ের মিল করাগিয়াথাকে (২), যথা,— তাই বলি জীব শুন, হ ও সদা এক মন,(১) দ্বিমনেতে নহে সিদ্ধ কৰ্ম্ম। দ্বিমন হইলে জীব, বিফল হইবে সব, (২) বৃথা হবে এ দুলভ জন্ম ॥* ,

  • প্রথম চরণে প্রথম পদের শুন শব্দে নকারের পর অ-কার উচ্চারিত; কিন্তু দ্বিতীয় পদে মন শব্দের নকারের পর অ-কার সচরাচর অমুচ্চারিত হইয়াও শুন শব্দেয় সহিত মিলের নিমিত্তে উচ্চারিত হইল। দ্বিতীয় চরণে প্রথম পদে জীব শব্দের আকার ও দ্বিতীয় পদে সব শব্দের অন্ত্য অকার উভয়েই অমৃচ্চারিত ছিল কিন্তু এস্থলে’ মিলের নিমিত্তে উচ্চারিত হইল । r. - -"