পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদ্য। ૨૪૯ দীঘ ত্রিপদীচ্ছন্দঃ* । দীর্ঘ ত্রিপদী চরণস্থ তিন পদের প্রথম ও দ্বিতীয় পদ প্রেত্যেকে অষ্টাক্ষর বিশিষ্ট ও পরস্পর মিত্ৰাক্ষরে মিলিত, তৃতীয় পদ দশবর্ণযুক্ত এবং যুগ্ম চরণের তৃতীয় পদের সহিত অক্ষরে ও মিত্রাক্ষরে মিলিত হয়, যথা,— e পতি শোকে রতি কঁাদে (১), বনাইয়া নানা ছাঁদে (২), ভাসে চক্ষু জলের তরঙ্গে (৩) । কপালে কঙ্কণ মারে, রুধির পড়য়ে ধরে, কাম অঙ্গভস্ম লেপি অঙ্গে । বিরহ সন্তাপ যত, অনলে কি তাপ তত, কত তাপ তপনের তাপে । ভারত বুঝায়ে কয়, কঁদিলে কি আর হয়, এই ফল বিরহিণীর শাপে ॥, ौघडत्र जि°नैौ। এই ছন্দের প্রত্যেক প্রথম চরণে দুই পদ থাকে, তং প্রত্যেক পদ দশ বর্ণ বিশিষ্ট ও পরস্পর মিত্রাক্ষরে মিলিত, এবং দ্বিতীয় চরণ সাধারণ দীঘ ত্রিপদীর মত ষড় বিংশতি বর্ণবিশিষ্ট, • তিনপদে বিভক্ত, ও শেষ পদ প্রথম চরণের শেষ পদের সঙ্গে মিত্রাক্ষরে মিলিত, যথা,— চোর লয়ে কোভোয়াল যায় (১), দেখিতে সকল লোক ধায় (২) । বালক যুবক জরী (১), কাণ খোড়া করে ত্বর (২), গবাক্ষেতে কুল বপূচায় (৩)। e কেহ বলে এ চোর কেমন, এখুনি চুরি করিল মন। বিদ্যারে কে মন্দ বলে, ভারত কহিছে চলে, পতি নিন্দ আপন আপন । লঘুত্রিপদীচ্ছন্দঃ ! . যে চরণের প্রথম দুই পদে ছয় এবং শেষ পদে আট • অক্ষর থাকে তাহাই সচরাচর লঘু ত্রিপদী ছন বলাগিয়া থাকে, যথ7,— কৈলাস ভূপর (১), অতি মনোহর (২), কোটি শশি পরকাশ (৩) । গন্ধৰ্ব্ব কিন্নর, যক্ষ বিদ্যাধর, অপসর গণের বাস ॥ তর নান জাতি, লতা নান ভাতি, ফুলে ফলে বিকসিত | বিবিধ বিহঙ্ক, বিবিধ ভুজঙ্গ, বিবিধ পশু শোভিত। $ দেখ ।