পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবশ্যক মতে ব্যবহার করাযায়। উক্তৰূপ সজেক্ষপের নিয়ম, যথা – - ১ ক্রিয়াপদের মধ্যস্থ ই (ব্যঞ্জনের পর ও স-কারের পূর্ববৰ্ত্তি ন৷ হইলে) লুপ্ত হয়, যথা,— বলিব—বল্ব, ধরণইব—ধরাব, করিলাম—করলাম। ২ হি ক্রিয়াপদের মধ্যে থাকিলে লুপ্ত হয়, এবং অন্তে থাকিলে তাহার শুদ্ধ হ লুপ্ত হয়, যৰ্থ, কহিব—কব,* সহি—সই।. পদমাত্রের মধ্যস্থিত ইও বা উয়া ভাগ ও-কারে, এবং ইয়া ভাগ একারে সডিক্ষপ্ত হয়, যথা, বলিও—বলে, পটুয়া—পটে ; ধরিয়া— ধরে, মুটিয়—মুটে । ইয়া-বিশিষ্ট পদে অন্যস্বর না থাকিলে ঐ ইয়া সামান্যতঃ ইয়ে বলা যায়, যথা, গিয়—গিয়ে, নিয়া-নিয়ে । ইয়া, ইও, বা উয় ভাগান্ত পদে অণ-কার থাকিলে ঐ আকার একারে পরিবর্তিত হয়, যথা, মারিয়া—মেরে, যাইও—যেও, মাঠুয়া-মেঠো। প্রথম ও তৃতীয় শ্রেণিস্থ ক্রিয়াপদের আদি স্থিত আই এ হয়, যথা, পুইলাম—পেলাম। ক্রিয় পদস্ত আইয়া বা ওয়াইয়া ভাগ ইয়ে হয়, যথা, বেড়াইয়— বেড়িয়ে, ধরাইয়া—ধরিয়ে, খাওয়াইয়া—খাইয়ে, শোওয়াইয়—শুইয়ে, দেওয়াইয়া—দিয়েী । সংযুক্তরূপ বর্তমান আণর অপুর্ণ जूङ কালীয় (ক্রিয়l) পদস্থ চতুমের ইতে ভাগ হলপুৰ্ব্বক হইলে লুপ্ত হয়, এবং স্বরপূর্বক হইলে চু হয়, অথবা ইতে ভাগের শুদ্ধ ই লুপ্ত হয় যথা, করিতেছে—করছে, করতেছে; বলিতেছিলাম—বলছিলাম বলতেছিলাম; হইতেছে—হচ্ছে, হতেছে; যাইতেছি—যাচ্ছি, যেতেছি । o - ক্রিয়াপদের অন্তেস্থিত হে, য় হয়, যথা,—কহে—কয় হেন ন 23 -রছেন–রন মই সৃ কহিমৃ—কইমৃ হিসৃ ” রহিস—রস্ হা, ওয়া, , • সহা—সওয়া"

  • কলিকাতার ও তদন্তঃপাতি লোক ক্রিয়াপদের মধ্যস্থ হি ভাগের কেৰল হু মাত্র লোপ করে, যথা, রহিলীম—রইলাম, কহিব-কইব । f ওয়াইয় ভাগের পূর্ববর্তি ও উ হয়, এবং এ ই হয়।