পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭S বাঙ্গলা-ব্যাকরণ । যে কখনো দুঃখে পড়েনাই সে সুখের স্বাদ জানে না। দুঃখ যে সহিতে না পারে সেই অত্যন্ত দুঃখী । যে মিথ্যা কহে সে আগে জানিতে পারে না যে কেমন কঠিন কৰ্ম্মে প্রবৃত্ত হইতেছে,"কেননা এক মিথ্যা রক্ষা করিতে তাহাকে অনেক মিথ্যা কহিতে হয় তথাপি শেষ রক্ষা পায় না। অপরিমিত ব্যয়ী আপন উত্তরাধিকারিকে ফাকি দেয়, কিন্তু কৃপণ আপনাকে বঞ্চিত করে । t যে কেবল শ্নাত্ন পড়ে সে পণ্ডিত নয়, কিন্তু যে পড়ে অথচ পণ্ডিতের কৰ্ম্ম করে সেই পণ্ডিত। * সজ্জনের হৃদয় নবনীত হইতেও কোমল, কেননা নবনীত অণপনি উত্তাপ ন। পাইলে দ্রব হয় না, সজ্জনের মন অন্যের তাপ দেখিয়া দ্রব হয়। গুপ্ত রাখা আবশ্যক যে বিষয় তাহ বন্ধুকেও ব্যক্ত করিও না, কেননা বন্ধুরও বন্ধু থাকিতে পারে, অতএব সে বন্ধুর বন্ধু হইতে আশঙ্কা কর। পণ্ডিতের শস্ত্র শাস্ত্র, মুখের শস্ত্র অস্ত্র। আজি যাহা করিতে পার তাহা কালি করিব বলিয়া স্থগিত রাখিও না, কেননা কালি কাল না পাইয়া কাল প্রাপ্ত হইতেও তো পার। ধন উপাৰ্জ্জন কঠিন নয়, কিন্তু তাহার সদ্ব্যয় করা কঠিন, এবং ে উপাৰ্জ্জন করে সে মহান নয়, কিন্তু যে সদ্ব্যয় করে সেই মহাত্ম। t যখন কোন ব্যক্তিকে এমত দণ্ড করিতে হয় যে তাহার আর প্রতীকণর নাই, তখন তাহ বিলক্ষণ বিবেচনা পুৰ্ব্বক করিও, যেহেতু গল কাটিলে যোড়া লাগিবে না যে কৰ্ম্ম একবার করিলে আর ফিরিবে না, তাহ বিলক্ষণ বিবেচনা পুৰ্ব্বক করিও । ভেবে করিও যেন করিয়া ভাবিও না । কি করিলাম এ ভাবনা হইতে কি করিব এ ভাবনা ভাল । মন যার সন্তুষ্ট, বাঞ্ছ। যার সঙ্গত, রিপু যার বশ, চরিত্র যার উদার, ধৈৰ্য্য গাম্ভীৰ্য্য গুণে সৌভাগ্যে দুভাগ্যে যার সমান ভাব, সেই সুখী। আশ্চৰ্য্য এই যে লোকে ধনক্ষয়ে দাসকে ক্রয় করে, তথাণি মিষ্ট বাক্যে স্বাধীনকে কিনিয় রাখে না । 4 o o নিজদোষে অধম হুইয়াও যে মহাকুলে জন্ম জন্য গৌরবস্থচন। সে যেমন র্তাবার চাটকিতে মোহরের ছাপা। 4. গুণে গরিষ্ঠ হইলেও নীচঙ্গলে জন্ম জন্য যে অগৌরবসে যেমন স্বর্ণখণ্ডের উপর পয়সার ছাপা । o 4. श्राभीष्मद्र লোভ রিপু সন্তুষ্ট ও নিবৃত্ত হয় না, নতুবা যত পাইয়াছি এতও অবশ্যক নাই ।