পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারক বিষয়ে বিবেচন।। 84 অধিকরণ ও অপাদান । কখনই মধ্য বা মধ্যে, ভিতর, বা ভিতরে অথবা তদ্রুপ কোন শব্দ শব্দের উত্তর ব্যবহৃতহইয়া ও তদুত্তরে হইতে বা থেকে ব্যবহৃত হইয়। এক কালে অধিকরণ ও অপাদান কারকীয় অর্থ বোধুক্ষ হয়, যথা— পালকির মধেLহইতে বাক্স উঠাইয়া অনি। সে বাড়ির-ভিতর-হইতে বাহির হয় না । - কোন শব্দ অধিকরণ কারকে দ্বিরু ব্রু হইলে, ব্যবহারস্থলবিশেষে ঐ দ্বিরুক্ত পদের প্রথম পদ অপাদানের অর্থ বোধক হয়, ও তাঙ্গার পুৰ্ব্বে এক শব্দ উহ থাকে, এবং দ্বিতীয় পদ নিজ (অধিকরণ) কারকীয় অর্থ প্রকাশ করে ও তত্ত্বণর পূৰ্ব্বে অন্য বা তদৰ্থ বোধক শব্দ উহ থাকে, যথা— তুমি বেড়া ও ডালেই আমি দেড়ষ্ট পাতায় পাতায়। অর্থাৎ তুমি বেড়াও এক ডাল হইতে অন্য ডালে, আমি বেড়াই এক পণতাহইতে অণর পাতায় । এই রূপ গাছে২, হাতে ২, দ্বারে ২ ইত্যাদি । কখনই দুই শব্দ পরস্পর অধ্যবহিতরূপে অধিকরণ কারকে ব্যবহৃত, হইলে কোন স্থানে সহিত শব্দের এবং কোন স্থানে মধ্যে শব্দের অর্থ বোধক হয়, যগ, তামায় দস্তায় মিশ্রিত করলে পিত্ত্বল হয়, অর্থাৎ তামার সহিত দস্তা অথবা দস্তার সহিত তাম মিশ্রিত করিলে পিত্তল হয়। ইহাতে উহাতে অনেক বিশেষ, অর্থাৎ ইহার ও উহণর মধ্যে অনেক বিশেষT"র্ষাড়েই যুদ্ধ হয় ক্ষুদ্র প্রাণির প্রাণ যায়,। রাঢ় অঞ্চলস্ত লেণক সামান্যতঃ অধিকরণের স্থানে কৰ্ম্মকারকীয় রূপ ব্যবহার করে, যথা, ঘাটে যাই, ঘরে যাই বলিতে ঘাটন্ত্রক যাই, ঘরকে যাই বলে । সম্বোধন । হে, ভে, ভো২, ওহে, ওগো, ওরে, অরে, আরে, হারে, ওলো, গে, রে, লে৷ এইসকুল সম্বোধনচিহ্ন ; তন্মধ্যে হে, ভে, ভোং সংস্কৃত, অবশিষ্ট বাঙ্গলা । সংস্কৃতে, সম্বোধনে বা সম্বোধনচিহ্নযোগে শব্দের ভিন্ন রূপ হয়। বাঙ্গলা সম্বোধনের রূপ কর্তৃ পদের ন্যায়। o শব্দসকল সম্বোধনে রূপান্তরিত বা তদ্রুপে উচ্চারিত হইলেই প্রায় সম্বোধন বোধক হয়, তখন তৃণহাতে সম্বোধন চিহ্নযোগের তাদৃক প্রয়োজুন ও নাই"। y -