পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ゲ বাঙ্গলা-ব্যাকরণ । বঙ্গভাষায় অবিকলৰূপে ব্যবহৃত সংস্কৃতশব্দের সম্বোধন পদ সংস্কৃতানুৰূপে নিম্পন্ন হইতে পারে, এবং বাঙ্গল সম্বোধন চিহ্ন যোগেও হইতে পারে, যথা,— প্রেথমান্ত) শব্দ সংস্কৃত সম্বোধন বাঙ্গল সম্বোধন মনুষ্য হে মনুষ্য, বা মনুষ্য, ও মনুষ্য পিতা হে পিতঃ বা পিতঃ, ও পিতা দুর্গা হে দুর্গে বা দুর্গে, ও দুর্গ সংস্কৃত সম্বোধন পদ সাধনের সুত্র। , S কর্তৃকারকে দীর্ঘস্বরান্ত শবদসকল সম্বোধনে ή দীর্ঘ স্বরকে প্রায় তজ্জাতীয় হ্রস্ব স্বরে পরিবর্ত করে, যথা— কর্তৃকারক সম্বোধন নারী হে নারি বধু o হে বধু ২ কর্তৃকারকে আকারান্ত স্ত্রীলিঙ্গ (সংস্কৃত) শব্দসকলের অন্ত্য আকার সম্বোধনে একারে পরিবৰ্ত্তিত হয়, যথা, দুর্গা, হে দুর্গে, জগদম্বা, হে জগদম্বে । ৩ (আদৌ) আন ভাগান্ত শব্দের কর্তৃকারক ঐ আন কে আ-কারে পরিবর্ত করিয়৷ নিম্পন্ন হয়, কিন্তু তৎসম্বোধন কেবল ঐ আদি শব্দের পূৰ্ব্বে স্বকীয় চিহ্নযোগে নিম্পন্ন হয়, যথা— শবদ কর্তৃপদ সম্বোধন রাজন, রাজা হে রাজন, ব্ৰহ্মন , ব্ৰহ্মা হে ব্ৰহ্মন, ৪ ই-কারান্ত আর উ-কারন্ত শব্দের সম্বোধনে ই এ-কারে আর উ ও-কারে পরিবৰ্ত্তিত হয়, যথা—