পাতা:বাঙ্গলা ব্যাকরণ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারকবিষয়ে বিবেচনা । 8న শবদ বা কর্তৃপদ সম্বোধন হরি হে হরে রতি হে রতে, বন্ধু হে বন্ধে৷ ধেনু হে ধেনে ৫ ইন ভাগান্ত শব্দের (অন্ত) ইন কর্তৃকারকে ঈ-কারে পরিবৰ্ত্তিত হয়, এবং সূম্বোধনে ও আর ২ কারকে ঐ ইনের ন লুপ্ত হইয়া, পরে কারকীয় (বাঙ্গল) চিহ্ন যুক্ত হয়, যথা— শব্দ কর্তৃকারক, সম্বোধন সম্বন্ধ অধিকরণ জ্ঞানিন, জ্ঞানী হে জ্ঞানি জ্ঞানি-র জ্ঞানি-তে ৬ স্বভাবতঃ দীর্ঘ ঈ-কারান্ত শব্দের ঈ কোন কারকে হ্রস্ব হয় না, যথা— শব্দ কর্তৃকারক সম্বোধন সম্বন্ধ অধিকরণ বাত প্রমী, বাতপ্রমী, হে বাতপ্রমী, বাতপ্রমী-র, বাতপ্রমী-তে, ৭ কিন্তু স্ত্রী, ত্র, ইত্যাদি কতকগুলি শব্দের অন্ত্য ঈ বাঙ্গ লায় ইচ্ছাক্রমে হ্রস্ব করাযায়। •৮ প্রায় তাবৎ ঋ-কারান্ত শব্দের (অন্ত্য) ঋ কর্তৃকারকে আ-কার হইয়1 ঐ আকার সকল কারকে থাকে, কেবল সম্বোধনে অঃ হয়,* যথা— - শব্দ কর্তৃকারক সম্বন্ধ অধিকরণ সম্বোধন - - जलT= পিতা-তে o পিত পিত পিতা-র পিতা-য় হে পিতঃ - - মাতা-তে *-Q भाडू মাতা মাতা-র { মাতা-য় হে মাতঃ ভ্ৰাতৃ ভাতা ভাতা-র {ী: হে ভাতঃ

  • সংস্কৃত সম্বোধন পদের অভ্য বিসর্গ বাঙ্গলায় অনেকে ত্যাগ করেন না।

3.