পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏటbf বাঙ্গালার ইতিহাস ৮৬৫ হিজরায় উলুগ ইকরা বা একটি মসজিদ, নিৰ্মাণ করাইয়াছিলেন । এই ইকরার খ দিনাজপুরের চিহিলগাজীর সমাধির শিলালিপিতে এবং সপ্তগ্রামের শিলালিপিতে - উল্লিখিত হইয়াছেন । ওয়েষ্টমেকট পুরাতন মালদহ হইতে একাদশ ক্রোশ উত্তরে দেওতলাও গ্রামে একটি, মসজিদের উপরে বারবকৃ শাহের রাজ্যকালের আর একখানি শিলালিপি আবিষ্কার করিয়াছিলেন। এই শিলালিপি অনুসারে তিরুয়াবাদে অর্থাৎ দেওতলাওতে উলুগ মরাবৎ খী কর্তৃক ৮৬৮ হিজরার রজব মাসের পঞ্চম দিবসে ( ১৪ই মার্চ ১৪৬৪ খৃষ্টাব্দে ) একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ২* । এই মসজিদে উলুগ মরাবৎ খী কর্তৃক নিৰ্ম্মিত আর একটি মসজিদের শিলালিপি রক্ষিত আছে ২১ । বারবকৃ শাহের রাজ্যকগলে দক্ষিণবঙ্গের বনময় প্রদেশে হিন্দুরাজগণের স্বাধীনতা লুপ্ত হইয়াছিল। বারবক শাহের রাজ্যকালে ৮৭o হিজরায় ( ১৪৬৫-৬৬ খৃষ্টাব্দে ) আজিয়াল খী কর্তৃক বাখরগঞ্জ জিলায় মির্জাগঞ্জ নামক স্থানে একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ২২ ; ইহাই দক্ষিণবঙ্গের মুসলমান শাসনকালের প্রাচীনতম নিদর্শন। মালদহ জেলায় গুয়ামালতীতে একটি দীর্ঘ আরবী শিলালিপি আবিষ্কৃত হইয়াছিল, তদনুসারে ৮৭১ হিজরায় (১৪৬৬ খৃষ্টাব্দে ) বারবকৃ শাহ কর্তৃক গৌড়ের প্রাসাদ-সীমায় একটি দীধিক খনিত হইয়াছিল এবং একটি তোরণ নিৰ্ম্মিত হইয়াছিল ২৩ । দিনাজপুর জেলায় মহিসন্তোষে আবিষ্কৃত একখানি ভগ্ন শিলালিপি অনুসারে ৮৭৬ হিজরায় (১৪৭১-৭২ খৃষ্টাব্দে ) বারবকাবাদ মকানের উজীর কত্ত্ব’ক একটি মসজিদ নিৰ্ম্মিত হইয়াছিল ২১। চট্টগ্রাম বারবকৃ শাহের অধিকারভুক্ত ছিল, কারণ বিখ্যাত কবি আলাওল থার দরগায় আবিষ্কৃত একখানি (sa) Ibid, Vol. XLIV, 1875, pt. I, p. 290. (»v) Ibid, Vol. XLII, 1873, pt. I, p. 273. (Sa) Ibid, Vol. XXXIX, 1870, p. 290,. (ao) Ibid, Vol. XLIII, 1874, pt. I, p. 296. («») Ibid, p. 297. (®) Ibid, Vol. XXIX, 1860, p. 407. (**) Ravenshaw's Gaur, its Ruins and Inscriptions, p. 18. (R8) Journal of the Asiatic Society of Bengal, Old Series, Vol. XLIV, 1875, pt. I, p. 291.