পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९o७ বাঙ্গালার ইতিহাস ছায়াশূন্তবেদশশী পরিমিত শক । সনাতন হুসেন সাহ নৃপতি তিলক । উত্তরে অৰ্জ্জুনরাজ প্রতাপেতে যম । মুত্ত্বক ফতেয়াবাদ বঙ্গরোড়া তক সীম ২° । _ ' হোসেন শাহ পরাগল খী নামক একজন সেনাপতিকে চট্টগ্রাম প্রদেশে ভূ-সম্পত্তি প্রদান করিয়াছিলেন, এই পরাগল খাঁর আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের আদিপৰ্ব্ব হইতে স্ত্রীপৰ্ব্ব পর্য্যন্ত বাঙ্গলা ভাষায় অনুবাদ করিয়াছিলেন । * নৃপতি হুসেন সাহ হয় মহামতি । পঞ্চম গৌড়েতে যার পরম সুখ্যাতি । অস্ত্র শস্ত্রে সুপণ্ডিত মহিমা অপার । কলিকালে হবু যেন কৃষ্ণ অবতার ॥ নৃপতি হুসেন সাহ গৌড়ের ঈশ্বর। তান হকৃ সেনাপতি হওস্ত লস্কর । লস্কর পরাগল খান মহামতি । সুবর্ণ বসন পাইল অশ্ব বায়ুগতি ৷ লস্করী বিষয় পাই আইবন্ত চলিয়া । চাটিগ্রামে চলি গেল হরষিত হৈয়া । পুত্র পৌত্রে রাজ্য করে খান মহামতি । পুরাণ শুনন্ত নিতি হরষিত মতি ॥২৬ কুলীনগ্রামবাসী মালাধর বসু ১৩৯৫ শকে ( ১৪৭৩ খৃষ্টাব্দে ) ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ বাঙ্গালায় অনুবাদ আরম্ভ করিয়াছিলেন ; ১৪০২ শকে ( ১৪৮০ খৃষ্টাব্দে ) এই অনুবাদ শেষ হইয়াছিল। কথিত আছে হোসেন শাহ সাহিত্য-চৰ্চার জন্য মালাধর বসুকে গুণরাজ খা উপাধি প্রদান করিয়াছিলেন ২৭ , ১৪১৭ শকে বিপ্রদাস নামক জনৈক ব্ৰাহ্মণ মনসামঙ্গল (**) Dinesh Chandra Sen's History of Bengali Language and Literature, p. 279, note. (*) Ibid, p. 202, Note. (**) Ibid, p; 222.