পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&bo বাঙ্গালার ইতিহাস হওয়ায়**, রবী-উস-সানী মাসের দ্বিতীয় দিবসে (১৪ই ফেব্রুয়ারি ) জলালউদ্দীন মহম্মদ আকবর বাদশাহ সিংহাসন লাভ করিয়াছিলেনৎ* "আকবরের সিংহাসন লাভের কথা শুনিয়া, মহম্মদ শাহ আদিল হিমুকে দিল্লীতে প্রেরণ করিয়াছিলেন। হিমু গোয়ালিয়রে আলীকুলী থাকে, আগ্রাতে সিকন্দর খণ উজবেক ও কোবাদ, খ" গঙ্ককে পরাজিত করিয়াছিলেন । পুরাতন দিল্লীর নিকটে আব্দ-উল-মালী ও তদী মহম্মদ খাকে পরাজিত করিয়া পাণিপথ পৰ্য্যন্ত অগ্রসর হইয়াছিলেন২১ । পাণিপথের যুদ্ধে বৈরাম খণ ও আকবর হিমুকে পরাজিত করিয়া হত্যা করিয়াছিলেন। গৌড়েশ্বর গিয়াস-উদ্দীন বহাদর শাহ যখন পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ মানসে মহম্মদ শাহ আদিলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন, তখন দিল্লী ও আগ্রা আকবর বাদশাহের হস্তগত, হিমু নিহত, জৌনপুর মোঙ্গোল সেনাপতি থ7 জমান কর্তৃক অধিকৃতগোঁড়-তীরভূক্তি-মগধ গিয়াস-উদ্দীন বহাদর শাহ ও সোলেমান কররাণীর হস্তগত । ১৬৪ হিজরায় (১৫৫৭ খৃষ্টাব্দে ) গিয়াসূ-উদ্দীন বহাদর শাহ ও সোলেমান কররাণী মুঙ্গেরের নিকটে কিউল নদীতীরে সুরজগঢ়ে মহম্মদ, শাহ আদিলকে আক্রমণ করিয়াছিলেন এবং এই যুদ্ধে মহম্মদ শাহ পরাজিত ও নিহত হইয়াছিলেনং" । ইহার পরে গিয়াসূ-উদ্দীন বহাদর শাহ গৌড়ে ও তীরভূক্তিতে এবং সোলেমান কররাণী মগধে স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন। মহম্মদ শাহের আমীরগণ পরাজিত হইয়া চুণারে প্রত্যাবর্তন করিয়াছিলেন এবং তথায় মহম্মদ শাহের পুত্র দ্বিতীয় শের শাহ উপাধিগ্রহণ করিয়া সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । দ্বিতীয় শের শাহ ও আফগান প্রধানগণ জৌনপুরে থ7-জমানকে আক্রমণ করিয়া পরাজিত হইয়াছিলেন ; ইহার পরে, দ্বিতীয় শের শাহ ফকিরী গ্রহণ করিয়া সংসার ত্যাগ করিয়াছিলেন • । পরাজিত ও পদচ্যুত আফগান আমীরগণ মগধে সোলেমান কররাণীর আশ্রয় গ্রহণ করিয়াছিলেন ২৫ । সোলেমান কররাণী এই সময়ে গৌড়রাজ্যের (28) Chronology of Modern India, p. 35. (Ro) Ibid. (**) Elliot's History of India, Vol. V, p. 59-62. (RR) Ibid., pp. 252-62. (२७) ब्रिजाण-प्लेग.-गांनाडीन, रेरब्राणि चइवान, १: sev-ss । (a8) Elliot's History of India, Vol. IV, p. 509, (**) Ibid.