পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ বাঙ্গালার ইতিহাস ছিলেন । আকবর-নাম অনুসারে, তাহার সহিত রাজা ভগবতন্ত্রাস, রাজা মানসিংহ, জৈন খ্ৰী। কোক, শাহবাজ খ্ৰী, সাদেক খা, মীর বহর কাসেমৃ খা, রাঙ্গ বীরবল, জলাল খ্ৰী, মীরজাদা আলী খা, সৈয়দ আব্দ-উল্লাহ খ্ৰী, মাধব সিংহ, নকীব , কম খাঁ, মীর শরীফ, নেয়াবৎ খা, সৈয়দ মহম্মদ খা মৌজী,. হাকিম আইন-উল-মুলক, মালিক-উস্-শোয়ার, শেখ ফৈজী ও পেশারও স্বী প্রমুখ প্রধানগণ যাত্রা করিয়াছিলেন । পথে শেরপুরে রাজা তোড়রমল্প আকবরের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন এবং উক্ত বর্ষে রবী-উস্সানী মাসের পঞ্চদশ দিবসেবুধবারে, ৩রা আগষ্ট ১৫৭৪ খৃষ্টাব্দে খানঃ-খানান" মুনিমূখী বাদশাহের দর্শন লাভ করিয়াছিলেন । আকবর পাটনায় উপস্থিত হইয় গঙ্গার পরপারে অবস্থিত হাজীপুর দুর্গ অধিকার করিবার চেষ্টা করিয়াছিলেন । এই সময়ে দাউদ শাহ আকবরের নিকট দূত প্রেরণ করিয়া সন্ধির প্রস্তাব করিয়াছিলেন, কিন্তু পরে সন্ধিস্থাপন করেন নাই । ইহারপরে হাজীপুর দ্বর্গ অধিকৃত হইয়াছিল এবং দাউদ শাহ ভীত হইয়া রবী-উস্সানী মাসের একবিংশ দিবসে শ্রীহরির সহিত নৌকাযোগে পলায়ন করিয়া-- ছিলেন । গুজর খী হস্তিদল ও সেনাদল লইয়া স্থলপথে পলায়ন করিতেছিলেন। পথে পুনঃপুন নদীতীরে সেতু বিনষ্ট হওয়ায় বহু আফগানসেনা নিহত হইয়াছিল। আকবর স্বয়ং গুজৰ্ব খার অনুসরণ করিয়াছিলেন এবং দরিয়াপুরের সপ্তক্রোশ দূরে দাউদের চারি শত হস্তী স্থত হইয়াছিল। দাউদ পলায়ন করিলে পাটনা নগর অধিকৃত হইয়াছিল ৮। আকবর ফক্বহং: খাকে রোহতাস ত্বর্গ অবরোধ করিতে প্রেরণ করিয়া আগ্রায় প্রত্যাবর্তন করিয়াছিলেন- । এই সময়ে মহম্মদ শাহ আদিলের অপর পুত্র হোসেন: (*) Elliot's History of India, Vol. V, p.374. (৩) জাক বর-নাম, ইংরাজি অনুবাদ, তৃতীয় ভাগ, পৃঃ ১২৩। (e) ঐ, পৃঃ ১৬৩ { (e) હૈ, નૃ: ૭૬ ! (৬) ঐ, পৃঃ ১৩৬-৩৭.t (*) Elliot's History of India, Vol. V, p. 378. (v) जांक बद्र-नाम रेरबोजि जङ्गबांग, कृठौत्र छात्र, १: sध्९ ।। (*) जै, शृं: ss७ ।। . . .