পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ रेd ছিলেন । তবকাং-ই-নাসির অনুসারে ৬০২ হিজরায়, অর্থাৎ ১২০৫-৬ খৃষ্টাব্দে বখতিয়ারের মৃত্যু হইয়াছিল। ইখতিয়ার-উদ্দীন মহম্মদ বখতিয়ার সামান্য অবস্থা হইতে বাঙ্গালার অধীশ্বর হইয়াছিলেন, তিনি কোনও সময়ে মহম্মদ বিন সাম অথবা কুতবাউদ্দীন ইবকের বেতনভোগী ভৃত্য বা কৰ্ম্মচারী ছিলেন না । গজনীতে ও দিল্লীতে কাৰ্য্যলাভে বিফল মনোরথ হইয়া, বখতিয়ার বদাওনে ও আউৰে গমন করিয়াছিলেন, সুতরাং তিনি মহম্মদ বিন সামের সেনাভূক্ত ছিলেন না । তিনি হসমূ-উদ্দীন আগুল্বকের নিকট কার্য্য গ্রহণ করিয়া যে দুইটি পরগণা প্রাপ্ত হইয়াছিলেন, তাহা হইতে তিনি ক্রমশঃ মগধ ও লক্ষ্মণাবতী পৰ্য্যন্ত স্বীয় আধিপত্য বিস্তার করিয়াছিলেন । তিনি স্বেচ্ছায় মগধ ও গৌড় আক্রমণ করিয়াছিলেন, কখনও মহম্মদ বিন সাম অথবা কুতবত-উদ্দীন ইবক্ কর্তৃক উক্ত দেশদ্বয় আক্রমণ করিতে আদিষ্ট হন নাই । তবকৎ-ই-নাসিরী ও তাজ-উল-মাসিরে, বখতিয়ারের সহিত মহম্মদ বিন সাম অথবা কুতবাউদ্দীন ইবকের প্রভু ভৃত্য সম্বন্ধ সূচক কোন কথা নাই। হস্যম্-উদ্দীন আগুল্‌বক, কুতব-উদ্দীন ইবকের, অধীন ছিলেন না" সুতরাং বখতিয়ার কোন সময়েই তাহার অধীন ছিলেন না । ৫৯৯ হিজরায় বা ১২০২ খৃষ্টাব্দে কুতবত-উদ্দীন কালঞ্জর দুর্গ অধিকার করিয়াছিলেন ৬ । এই ঘটনার পরে, ৫৯৯ হইতে ৬০০ হিজরীয় বা ১২০২ হইতে ১২০৩ খৃষ্টাব্দের মধ্যে বখতিয়ার সুলতান কুতবত-উদ্দীন ইবকের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন । । কুতবত-উদ্দীন কালঞ্জর অধিকার করিয়া বদাওনে গিয়াছিলেন ; সম্ভবতঃ এই স্থানে বখতিয়ার সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন । বখতিয়ার সুলতানকে বিংশতিটি হস্তী এবং নানা প্রকারের রত্ন ও কিঞ্চিৎ অর্থ উপঢৌকন দিয়াছিলেন । তিনি যখন বিদায় গ্রহণ করেন তখন কুতবা-উদ্দীন তাহাকে একটি”তাম্ব, নৌবং, একটি নাকার, একটি নিশান, একটি সুসজ্জিত (৪৪) তবকৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৭২-৭৩। (৪) তবকাৎ-ই-নাসিরী, ইংরাজী অনুবাদ, পৃঃ ৫৪৯, পাদটীকা ৪। (89) Elliot's History of India, Vol. II, p. 231. (8%) Ibid, p. 232. (8k) Ibid. (88) Ibid.