পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ २१ তিব্বত অভিযানে যাত্রা করিবার পূৰ্ব্বে বখতিয়ার মহম্মদ শেরাণ এবং আহমদ শেরাণ নামক ভ্রাতৃদ্বয়কে লখ নোর ও জাজ নগর আক্রমণ করিতে প্রেরণ করিয়াছিলেন। তিব্বত অভিযানের কথা শ্রবণ করিয়া মহম্মদ শেরাণ, জাজ নগর হইতে দেবকোটে ফিরিয়া আসিয়াছিলেন । তিনি দেবকোট হইতে আলীমৰ্দ্দানের অধিকার নারানকোইতে গমন করিয়া আলীমৰ্দ্দানকে বন্দী করিয়াছিলেন এবং ঐ স্থানের কোতোয়াল বাবা সফাহানীকে তাহার রক্ষায় নিযুক্ত করিয়াছিলেন । মহম্মদ শেরাণ দেবকোটে প্রত্যাবর্তন করিলে সমস্ত খলজ আমীর তাহার অধীনতা স্বীকার করিয়াছিলেন । আলীমৰ্দ্দান কোনও উপায়ে কোতোয়ালকে বশীভূত করিয়া কারাগার হইতে পলায়ন করিলেন এবং দিল্লীতে সুলতান কুতব-উদ্দীনের আশ্রয় গ্রহণ করিলেন । সুলতান তাহার অনুরোধে আউধ হইতে কাএমাজ, রুমীকে লক্ষ্মণাবতী আক্রমণ করিতে আদেশ করিলেন । কাএমাজ সুলতানের আদেশে (সম্ভবতঃ যুদ্ধে লিপ্ত না হইয়া) খলজ আমীরদিগকে শান্ত করিলেন। বখতিয়ারের সময়ে হস্যম্-উদ্দীন ইউয়জ, গঙ্গুরীর অধিকারী (মোকত্তা Muquatta, feoffee ) ছিলেন । তিনি অগ্রসর হইয়া কাএমাজ, রুমীকে অভ্যর্থনা করিলেন এবং তাহার সহিত দেবকোটে গমন করিলেন । কাএমাজের মতানুসারে হসামূ-উদ্দীন ইউয়জ, দেবকোটের অধিকারী হইলেন । ইহার পরে কাএমাজরুমী আউধে প্রত্যাবর্তন করিলেন এবং মহম্মদ শেরাণ ও অন্যান্য খলজ আমীরগণ একত্র পরামর্শ করিয়া দেবকোট আক্রমণ করিতে মনঃস্থ করিলেন । প্রত্যাবর্তনের পথে, কাএমাজ এই সংবাদ শ্রবণ করিয়া ফিরিয়া আসিলেন । র্তাহার সহিত খলজ, আমীরগণের যুদ্ধ হইল, সেই যুদ্ধে মহম্মদ শেরাণ অন্যান্য খল্জ আমীরগণ পরাজিত হইয়াছিলেন। পরাজিত হইয়া আমীরগণ মকৃসদা ও সন্তোষের দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন । এই সময়ে তাহারা পরস্পরের সহিত বিবাদ করিতে আরম্ভ করিয়াছিলেন এবং সেই বিবাদে মহম্মদ শেরাণ নিহত হইয়াছিলেন । কথিত আছে যে, বখতিয়ার যখন নবদ্বীপ আক্রমণ করিয়াছিলেন, তখন মহম্মদ শেরাণ একাকী বনমধ্যে অষ্টাদশটি হস্তীকে তিনদিন বাধা দিয়া রাখিয়াছিলেন এবং পরে অন্যান্য অশ্বারোহীর সাহায্যে সেইগুলি বখতিয়ারের নিকট লইয়া আসিয়াছিলেন৭৮। (५v) उदकां९-३-नानिर्बी, रेखांजि अब्रुबान, १ः ४१०-१७ ।।