পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ 8లీ তোগ্রল তোগান ধার সহিত কলিঙ্গরাজের যুদ্ধএবং জাজনগর বাকলিঙ্গের সেনা কর্তৃক লক্ষ্মণাবতী অবরোধের কথা এক তবকাৎ-ই-নাসিরী ব্যতীত মুসলমানরচিত অপর কোন ঐতিহাসিক গ্রন্থ নাই। বদাওনী, নিজামূ-উদ্দীন আহম্মদ, গোলাম হোসেন সলিম প্রমুখ বিখ্যাত ঐতিহাসিকগণের গ্রন্থে তোগ্রল তোগান খাঁর শাসনকালে তিব্বত ও চীনদেশের পথে আগত মোগলসেনা কর্তৃক লক্ষ্মণাবতী আক্রমণের কথা দেখিতে পাওয়া যায়। মিনহাজ-উস্সিরাজ, তোগ্রল তোগান খার সমসাময়িক ব্যক্তি, তিনি তোগান খণর সহিত জাজনগরের সীমান্তে গমন করিয়াছিলেন এবং তাহার লক্ষ্মণাবতী শাসনকালের শেষভাগে তাহার সহিত অবস্থান করিতেন এবং অবশেষে তাহার সহিত দিল্লীতে প্রত্যাবত্তান করিয়াছিলেন, সুতরাং অন্যান্য ঐতিহাসিকের উক্তি অপেক্ষ তাহার উক্তিই অধিকতর বিশ্বাসযোগ্য। তবকাৎ-ই-নাসিরীতে তোগ্রল তোগান ধার শাসনকালে মোগলসেন কর্তৃক লক্ষ্মণাবতী আক্রমণের কথা নাই। তারিখ-ই-মবারকৃশাহী, রৌজৎ-উস্-সফা ও জবদৎ-উৎ-তওয়ারিখে এই মোগল আক্রমণের কথা দেখিতে পাওয়া যায় না"। স্ট্রয়ার্ট (Stewart ) প্রণীত বাঙ্গালার ইতিহাসে এই মোগল আক্রমণের কথা নাই ১৮ । রিয়াজউস-সালাতীনে কথিত আছে যে, ৬৪২ হিজরায় চঙ্গীজ খণর ত্রিংশৎ সহস্ৰ মোগল সেনা উত্তরের পর্বতমালা ভেদ করিয়া লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিল। মালিক্‌ ইজ্জ্বদীন, সম্রাট আলাউদ্দীনের নিকট সাহায্য প্রার্থনা করায় তিনি করাবেগ তমুর খাকে বহুসেনার সহিত লক্ষ্মণাবতীতে প্রেরণ করিয়াছিলেন, মোগলসেন যুদ্ধ করিতে না পারিয়া পরাজিত হইয়া দেশে ফিরিয়া গিয়াছিল । তবকাৎ-ই-আকবরীতে কথিত আছে যে, ৬৪২ হিজরায়, যে পথে বখতিয়ার তিব্বত ও চীনদেশ আক্রমণ করিয়াছিলেন, মোগল সেনা সেই পথে লক্ষ্মণাবর্তীতে আসিয়াছিল** । সুলতান আলাউদ্দীন তৈমুর খী এবং করাবেগকে ইচ্ছদ্দীন তোগানের সাহায্যের জন্য লক্ষ্মণাবতীতে প্রেরণ করিয়াছিলেন মোগলসেনা পরাজিত হইয়া পলায়ন করিয়াছিল** ৷ বদাওনীর মন্তখবত-উৎ (৪) তৰকাৎ-ই-নাসিী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৬৫, পাদটীকা ৮। (8v) Stewart's History of Bengal, pp. 61–62. (es) बिब्रांछ-छैन.-गांनाउँौन, रेरबाजि चबूदान, १ः १७ ।। (৫০) তবকাৎ-ই-আকবরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৮৩।