পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় খন্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বাঙ্গালার ইতিহাস ভওয়ারিখে এই কথাই দেখিতে পাওয়া যায়** । ফেরেশতা বলেম যে, ৬৪২ হিজরায় চঙ্গীজ, খ ৩oooo হাজার মোগল সেনা সহ হিমালয় পৰ্ব্বর্তি পার হইয়া লক্ষ্মণাবতী আক্রমণ করিয়াছিলেনং ২। এলফিনস্টোনের ( Elphinstone ) ভারতবর্ষের ইতিহাসেও এই কথা দেখিতে পাওয়া যায়** । তবকাৎই-নাসির অনুবাদক মেজর র্যাভাট, বদাওনী, নিজামূ-উদ্দীন আহমদ, গোলাম হোসেন সলিম, ও ফেরেশতার ভূল স্পষ্ট দেখাইয়া দিয়া বলিয়াছেন যে, সম্ভবতঃ লিপিকরপ্রমাদে তবকাৎ-ই-নাসিরীর কোনও পুথিতে জাজনগর স্থানে হবকর র্থ লিখিত হইয়াছিল এবং যে সমস্ত মুসলমান ঐতিহাসিক সমস্যা পূরণের চেষ্টা না করিয়া ইতিহাস রচনা করিয়াছিলেন, তাহার “হবকর খাকে” শুদ্ধ করিয়া “চঙ্গজ খাতে” পরিবত্তন করিয়াছিলেন এবং তদনুসারে ৬৪২ হিজরায় মোগল সেনা কর্তৃক লক্ষ্মণাবর্তী আক্রমণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন । তবকাৎ-ই-নাসির অনুসারে মালিক্‌ কমত্ব-উদ্দীন তমুর খ-ইকিরণ, বিদ্রোহী ছিলেন । তোগ্রল তোগান খী যখন দিল্লীতে, তখন তিনি একাকী মানিশ নামক স্থানে আসিয়া তাহার পরিবারবর্গকে লক্ষ্মণাবর্তীতে লইয়া গিয়াছিলেন ৷ তমুর র্থ মাত্র দুই বৎসর লক্ষ্মণাবতী শাসন করিয়াছিলেন। যে রাত্রিতে আউধে তোগ্রল তোগান খণর মৃত্যু হইয়াছিল, সেই রাত্রিতেই লক্ষ্মণাবর্তীতে কমরূ-উদ্দীন তমুর খণর মৃত্যু হইয়াছিল** ৷ তমুর খণর পত্নী লক্ষ্মণাবতীর ভূতপূৰ্ব্ব শাসনকর্তা সৈফ-উদ্দীন ইবক যুগান্ততের কন্যা, তিনি তযুর খণর শব লক্ষ্মণাবতী হইতে আউৰে লইয়া গিয়া তথায় সমাহিত করিয়াছিলেন । কথিত আছে যে, ১২৪৪ খৃষ্টাব্দে বীরভূমির পশ্চিম দিকস্থিত পাৰ্ব্বত্যজাতি (সাওতাল জাতি) বীরভূমির রাজধানী নাগর নগর লুণ্ঠন করিয়াছিল ৬ । এই সময়ে রামচন্দ্র কবি ভারতীর আবির্ভাব হইয়াছিল । রামচন্দ্র বরেন্দ্রমণ্ডলের অন্তঃপাতী বীরাবতী নগরের অধিবাসী এবং কাত্যায়ন গোত্রীয় পাশ্চাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন । বৌদ্ধধৰ্ম্ম অবলম্বন করায় (৫১) মন্ত খব-উৎ-তওঁয়ারিখ, ইংরাজি অম্বুবাদ, পৃঃ ১২৫ ৷ (৫২) তারিখ-ই-ফেরেশতা, পৃঃ ৫৩ ৷ o (es) Elphinstone's History of India, 7th edition, p. 377. (es) তৰকাৎ-ই-নাসিরী, ইংরাজি জম্বুবাদ, পৃঃ ৬৬৫, পাদটীকা ৮। (৫৫) তৰকাৎ-ই-নাসিরী, ইংরাজি অনুবাদ, পৃঃ ৭৪৪। (*७) cशौtप्लग्न हैठिझांग, दिउँौघ्र १७, शृं: २० ।।