পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস وهمي ভাস্করবর্ণার সহিত যুদ্ধে শশাঙ্ক অবশেষে পরাজিত হইয়াছিলেন। শশাঙ্কের ষে সয়ন্ত সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছে তন্মধ্যে অপকৃষ্ট ও উষ্ণই উভয় জাতীয় ধাতুতে অঙ্কিত মুদ্রা দেখিতে পাওয়া যায়। গৌড়েশ্বর বোধ হয়, দীর্ঘকাল যুদ্ধ কবিয়া অবশেষে অর্থাভাবে বহুল পরিমানে রজত মিশ্ৰিত স্ববণে মুদ্রাঙ্কন আরম্ভ করিতে বাধ্য হইয়াছিলেন। ৬৩৬ খৃষ্টাকে রাজ্যবর্ধনের মৃত্যু হইয়াছিল। এই সময়ে শশাঙ্ক কামরূপ ব্যতীত সমগ্র উত্তর-পূৰ্ব্ব ভারতের অধীশ্বর ছিলেন। ৬২৯ খৃষ্টাৰে উড়িষ্যার দক্ষিণস্থিত কোদোদমগুলে সৈন্যতীত মাধববর্খা নামক শশাঙ্কের জনৈক সামন্তরাজার অধিকার ছিল। ৬৩৬ হইতে ৬৩৯ খৃষ্টাব্দের মধ্যে কোন সময়ে ইউয়ান চোয়াং কৰ্ণ স্ববণে আসিয়াছিলেন তাহার পূর্বেই শশাঙ্কের মৃত্যু হইয়াছে এবং কর্ণসুবর্ণ তখন হষের সাম্রাজ্যভূক্ত, কারন ইউয়ান-চোয়াং কর্ণসুবর্ণের কোন নূতন রাজার নাম উল্লেখ করেন নাই । ৬১৯ হইতে ৬৩৯ খৃষ্টাব্দের মধ্যে কোন সময়ে শশাঙ্কের মৃত্যু হইয়াছিল। হর্ষের সহিত যুদ্ধের শেষভাগে শশাঙ্ক বোধ হয়, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর নিকট সাহায্য পাইয়াছিলেন। হর্ষবন্ধন দ্বিতীয় পুলকেশী কতৃক পরাজিত হইয়াছিলেন । ঐতিহাসিক ভিন্সেট, স্মিথ অনুমান করেন যে, ৬২ খৃষ্টাৰে হৰ্ষবৰ্ধন চালুক্যরাজ কর্তৃক পরাজিত হইয়াছিলেন " " । অনুমান হয় যে,উড়িষ্যায় দক্ষিণ-কৌশলে ও কলিঙ্গে হর্ষের সহিত পুলকেশীর সংঘর্ষ হইয়াছিল। কারণ পুলকেশীয় ঐহোলে প্রাপ্ত খোদিত লিপিতে দেখিতে পওয়া যায় যে, হর্ষবর্ধনকে পরাজিত করিবার সময়ে অথবা তাহার পরে পুলকেশীকে কলিঙ্গ ও কোশল জন্ম tes watters on yuan-chawang, vol 11, p335 tes) Ibid, p. 191. (৫৩ অপরিমিত বিভূতিস্ফীতসামন্তসেন। মুকুটমনিময়ুখাক্রান্ত পারবল । দুৰি পতিতপজেজ্ঞানী কৰী ভৎসৰুতে জয়বিগলিতহর্ষে যেন চাকরি হর্ষ, ; ২৩ ৷ —Epigraphia Indica vol vi, p 6. (...) v, A, smith, Early History of India, 3rd Bdition. p. 340.